…স্মৃতির পাতা..খুব মনে পড়ে কিছু সুন্দর মহুর্তের কথা..

স্মৃতির পাতার কিছু মহুর্ত..যেন ছবি কথা কয়..ছবি সংগ্রহের পাতা গুলো উল্টোতে যেয়ে অনেক স্মৃতি সামনে চলে আসে..সে সময় যেন ফিরে যেতে মন চায় অতীতের সুখকর দিনগুলোতে..তারই কিছু মহুর্ত এখানে তুলে ধরা হলো..

———————————————————-

linttu-2…বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের তারকা ক্রিকেটার নজরুল কাদের লিন্টু…ছিলেন সত্তর দশকের দেশ সেরা বাঁ হাতি স্পিনার…‘৭৭ সালে প্রথমবারের মত যে বালাদেশ দলটি প্রথম বেসরকারী টেষ্ট ম্যাচ খেলেছিলো সফরকারী এমসিসি দলের বিরুদ্ধে সেই দলের সেরা ও সফল স্পিনার ছিলেন লিন্টু…এক ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে কৃতিত্বও দেখিয়েছিলেন লিন্টু তার ক্ষুরধার স্পিন বোলিংএ…লীগ খেলেছেন ইয়াং প্যাগাসাস দলের হয়ে..এমসিসির পর শ্রীলংকা জাতীয় দলের বিরুদ্ধে খেলেও বোলিং নৈপূন্য প্রদর্শন করে মন কেড়েছিলেন সবার…তবে তার কিছু পর অবাক করেই বোর্ড কর্তারা তাকে প্রথম আইসিসি দলে স্থান না দেয়ায় চাপা ক্ষোভে কিছুটা হতাশই হয়েছিলেন খ্যাতিমান স্পিনার লিন্টু…লিন্টুর আইসিসি দলে ঠাই না পাওয়াটা অনেককেই বিস্মিত করে…পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দারুন মেধাবী ছাত্র লিন্টু ক্রিকেটকে গুডবাই দিয়ে উচ্চতর ডিগ্রী লাভের আশায় বিদেশ পাড়ি জমান…

———————————————————-

   —————————————————————-

——————————————————————–

——————————————————————–

———————————————————————

——————————————————————

——————————————————————–

No comments.

Leave a Reply