খুজে পাওয়া ২৪ বছর আগের ক্রিকেট ম্যাগাজিন “ক্রিকেটার”

১৯৮৮ সালে ঢাকায় অনুষ্টিত এশিয়া কাপ ক্রিকেট আসরের আগে পুরো একক ভাবেই ক্রিকেটের প্রথম একটা ম্যাগাজিন প্রকাশ করেছিলাম আমি..নাম ছিলো “ক্রিকেটার”..যার লেখা ছবি সবই ছিলো আমার নিজেরেই..দুভার্গ্য বশ্বতঃ ১৯৯৪ সালে জাপানের হিরোশিমা এশিয়ান গেমসের খেলা কভার করতে যেয়ে দীর্ঘ দিন থেকে যাওয়ার কারনে আমার লেখালেখি-ছবি তোলার যত কালেকশন তার সবই হারিয়ে ফেলি..তাই ছিলোনা সেই ”ক্রিকেটার” ম্যাগাজিনের একটা সংখ্যাও..এইত কদিন আগে মুন্সিগনজে যাওয়া হয়েছিলো আমার এক সময়ের খুবই আপন ও প্রিয় ফুটবলার জাতীয় দল ও ঢাকা মোহামেডানের দলনায়ক খ্যাতিমান খেলোয়াড় শ্রদ্বেয় স্বপন দাশের বাসায়..উদ্দ্যেশই ছিলো স্বপনদার কাছ থেকে মোহামেডানের পুরানো ছবি ক্যামেরায় বন্দি করে আনা..মোহামেডানের পুরানোদিনের অনেক দুর্লভ ছবি কালেকশনের সাথে যে কপাল গুনে আমার হারিয়ে ফেলা সেই ক্রিকেটার ম্যাগাজিনটি খুজে পেয়ে যাব স্বপনদার বাসায় তা যেন স্বপ্নেও ভাবিনি..পেলাম সব পাতাই তবে পাওয়া হয়নি প্রচ্ছদটি..ম্যাগাজিনটি হাতে পেয়ে কি যে ভাল লাগলো বলে বঝানো যাবে না..আর সেই পুরানো ম্যাগাজিনটির কিছু আকর্ষনীয় ও দুর্লভ ছবি-লেখা এখানে তুলে ধরলাম..

১৯৮৮ সালে আকরাম,বুলবুল,সেলিম ও টিটো ছিলো তরুন প্রতিভা..লীগে দুর্দান্ত নৈপূন্য প্রদর্শন করে এচারজনই নিজেদের তুলে ধরে দারুনভাবে..লেখা হয়েছিলো এদের উজ্জল ভবিষ্যয়ের কথা..তার পরের কাহিনীতো সবারই জানা..টিটো ছাড়া তিনজনই খেলেছেন জাতীয় দলে..

১৯৮৮ সালে এশিয়া কাপ ক্রিকেট সামনে রেখে জাতীয় দলের অনুশীলনের কিছু আকর্ষনীয় ও মজার ছবি ক্যামেরায় বন্দি করেছিলাম..যা তুলে ধরা হয়েছিলো ক্রিকেটার ম্যাগাজিনে..তারই কিছু ছবি এখানে তুলে ধরা হলো..

এক সময়ের জাতীয় দল ও আবাহনীর দলনায়ক খ্যাতিমান ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী আশরাফ লিপুর যে ফুটবলের প্রতি দারুন দুর্বলতা ছিলো তা কজনই বা জানে..শুধু দুর্বলতা নয় লিপু লীগও খেলেছেন..সে কাহিনী তুলে ধরেছিলাম ক্রিকেটার ম্যাগাজিনে..তাই এখানে তুলে ধরা হলো..

এক সময়ের নামি ও জনপ্রিয় ক্রিকেটার বর্তমানে দেশ সেরা আম্পায়ার নাদির শাহ

১৯৮৮ সালের এশিয়া কাপ ক্রিকেটের ট্রায়ালে ডাক পাওয়া ২৮ খেলোয়াড়

4 Responses to “খুজে পাওয়া ২৪ বছর আগের ক্রিকেট ম্যাগাজিন “ক্রিকেটার””

  1. Aminul islam bulbul

    Aug 28. 2012

    Dear Kiron bhai asomvob valo laglo post ta dekhay. Asolay tokhon amar cricket kheltam apnader anuprayronatay…t

    Reply to this comment
    • admin

      Aug 28. 2012

      Dear Bulbul…onek onek bhalo laglo tomar moto akjon great cricketer er comments amar site a dakhe…tokhon young der tule dhortam nana bhabe..az o korchi sei tarokader e…

      Reply to this comment
  2. Mahbub

    Sep 01. 2012

    Lipu bhai er footballar porichoy oneke janena, jodi Lipu bhai footballar hishebe dhore rakhto nijeke to oboshoi ekjon great footballar hishebei thakto aj.Kiron bhai, thank you very much for publishing lots of exciting news in this site.Expecting so many from you in near future…….

    Reply to this comment
  3. Zahid

    Sep 05. 2012

    Thanks …Who Uploaded these rare thing …

    Reply to this comment

Leave a Reply