৪১ বছরের ক্রীড়াজগতকে মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের মনকাড়া উপহার

Krirajagat-All-REPORTERS44“ক্রীড়াজগতের” ৪১ বর্ষ পূর্তিতে সম্পাদক দুলাল মাহমুদকে ফুলের শুভেচ্ছা সহ একটা ক্রেষ্ট উপহার দিতে চেয়েছিলো “মহাপাগল ব্যাতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের কর্নধার টি.ইসলাম.তারিক ও তার দলবল…বল্লাম ওসব দিতে হবেনা…আমি একটা জিনিষ তৈরী করে দিব ওটাই দিলে খুশি হবে বেশীরকম…যা কিনা মন কাড়বে সবার এবং ক্রীড়াজগত অফিসে যত্ন সহকারেই রাখা হবে দীর্ঘদিন…৪১ বর্ষের শুরুর বিশেষ সংখ্যায় লেখা ৯২জন লেখকসহ সেই ’৭৭ সাল হতে আজ অবধি লিখে যাওয়া প্রবীন ও নবীন খ্যাতিমান শতাধিক লেখকের ছবি সহ তাদের লেখার হেড লাইন গুলো দিয়ে সুখ গাথা স্মৃতিময় আকর্ষনীয় এই দুর্লভ ব্যানারটি তৈরী করেছিলাম…ক্রীড়াজগত অফিসে সম্পাদক দুলাল মাহমুদকে ব্যানারটা তুলে দেন মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের কর্নধার তারিক ভাই ও সাজ্জাদ ভাই… ক্রীড়াজগত অফিসে উপস্থিত প্রবীন খ্যাতিমান লেখক কবি সানাউল হক খান ভাই,ইকরামউজ্জামান ভাই,দুলাল,অনেকেরই প্রিয় মুখ খ্যাতিমান হকি সংগঠক ইউসুফ ভাই,এক সময়ের জাতীয় ব্যাডমিন্টনের রানী মরিয়ম আপা,মহিলা জুডোর জাতীয় চ্যাম্পিয়ন হিরু আপাসহ অন্যরাতো মুগ্ধ হলেন আকর্ষনীয় স্মৃতিময় ব্যানারটি দেখে…ব্যতিক্রমধর্মী ব্যানারটি যে সবাইকে আকৃষ্ট করবে আলাদা ভাবেই আর দেখামাত্র যে সবার ভাল না লেগে পারবেনা তা ধরেই নিয়েছিলাম…হলোও তাই…তারপরও দুলালের হাতে ব্যানারটি দেবার পর যেন সবার ক্ষোভ ঝড়ে পড়লো আমার উপর…কেন নজড়কাড়া আকর্ষনীয় এব্যানারটি ক্রীড়াজগতের ৪১ বর্ষপূর্তি অনুষ্টানে শো করে তুলে ধরলামনা…তবে ভাল লেগেছে যখন দেখলাম সবারই মন কেড়েছে ব্যানারটি…

Krirajagat Onushthan-15

…ব্যানার হাতে বাম দিক হতে লেখক ইকরামউজ্জামান-কবি সানাউল হক খান-ক্রীড়াজগত সম্পাদক দুলাল মাহমুদ-মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের কর্নধার টি.ইসলাম.তারিক ও সাজ্জাদ কাদির এবং সবার বামে কিরন…

0-02

”মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দল” এর কর্নধার তারিক ও সাজ্জাদের হাতে ক্রীড়াজগতের ৪১ বর্ষ শুরুর বিশেষ সংখ্যাটি তুলে দিচ্ছেন ক্রীড়াজগত সম্পদক দুলাল মাহমুদ…

…যেখানেই মোহামেডান সেখানেই ”মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দল” এমনতর শ্লোগানেই ঢাকা মোহামেডানের আজকের করুন দুর্দিন সময়েও মাঠে ছুটে যাচ্ছে পাগল সমর্থকরা…মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের সদস্যরা তাদের প্রিয় দলের খেলা দেখতে এবং দলটাকে প্রেরনা জোগাতে ঢাকা ষ্টেডিয়ামেই শুধু নয় ছুটে গিয়েছে চট্রগ্রাম-সিলেট-যশোর ও খুলনা মাঠেও…খেলা দেখার বাইরেও মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দল সুযোগ পেলেই সাদা কালো ঐতিহ্যবাহী দলটির স্বর্নালী দিনের অতীত তারকা ফুটবলারদের নানা অয়োজনের মাঝেই সম্মানিত করে আসছে…দেশের ফুটবল তথা প্রিয় মোহামেডান দলটার বর্তমান বেহাল দশার মাঝেও মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের এহেন কার্যক্রম এক কথায় প্রশংসনীয় দৃষ্টান্ত তা না বল্লেই নয়…ক্রীড়াজগতের ব্যানারটিতে মহাপাগল ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দলের নানা কার্যক্রমের কিছু ছবিও তুলে ধরা হয়েছে…

0-0

…ক্রীড়াজগত অফিসে ৪১ বর্ষপূর্তিতে সম্পাদক দুলাল মাহমুদ ও খ্যাতিমান লেখক কবি সানাউল খানকে কেক খাওয়াচ্ছেন ক্রীড়াজগতে কর্মরত সার্কুলেশন প্রধান মোজাম্মেল হায়দারসহ অনান্যরা…

0-03

….ক্রীড়াজগতের ৪১ বর্ষপূতি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ক্রীড়াজগত সম্পাদক দুলাল মাহমুদ…

 

No comments.

Leave a Reply to Anonymous