খেলা নিয়ে অদ্ভুত সখ

3-dec-16-ittefaq-kiron-news-2-2…বেশ কয়েক মাস আগের কথা…যশোরে আসর বসেছিলো বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের…ইত্তেফাকের সিনিয়র স্পোর্টস রির্পোটার স্নেহভাজন সোহেল সারোয়ার চঞ্চলের অনুরোধের গিয়েছিলাম যশোরে…খেলা দেখা আর সেই সাথে যশোরের পুরানো তারকা ফুটবলার ‘৭৬র জাতীয় চ্যাম্পিয়ন যশোর জেলা দলের ও ‘৭৯র ঢাকা লীগ চ্যাম্পিয়ন বিজেএমসির দলনায়ক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার প্রায় দেড় দশকের সাধারন সম্পাদক আর বাফুফের সাবেক সদস্য প্রিয় মুখ শফিকুজ্জামান ভাই এবং ‘৭৫ সালের জাতীয় যুব দল ও ঢাকা মোহামেডানের ফুটবলার জিল্লু ভাই সহ ‘৭৩র জাতীয় দলের কৃতি ব্যাক ও ‘৭৩র ঢাকা লীগ চ্যাম্পিয়ন বিজেএমসির হাকিম ভাই,জাতীয় দল ও আবাহনী-মোহামেডানে খেলা তারকা ফুটবলার রকিব ভাই ছাড়াও সত্তর আশি দশকে ঢাকা আজাদ ও আবাহনীতে খেলা সাথী ভাই ও আজাদে খেলা কালাম ভাইয়ের সাথে দেখা করার পাশাপাশি শফিক ভাই থেকে কিছু পুরানো ছবি সংগ্রহের নেশা থেকেই যশোর যাওয়া…দেখা ও কথা হলো সবার সাথে এবং স্মৃতিচারনের আড্ডায় মজার কিছু সময় কাটানো হলো…একদিন রাত্রে হোটেলে খাবার সময়েই পাশে বসা ভদ্রলোকটি আলাপ জুড়ে দিয়ে পরিচয় জানতে চাইলে বল্লাম আমি নাজমুল আমিন কিরন…নামটা শুনেই চিনে নিয়ে বল্লেন আরে ভাই চঞ্চলের মুখে শুনে আপনাকেইতো খুজে বেড়িয়েছি মাঠে…কোথায় ছিলেন সাড়াটা দিন…বল্লেন আপনার হেলপ চাই…বল্লাম কি হেলপ করে আপনাকে খুশি করতে পারি বলুন…খাবার খেতে খেতেই জানালেন সেই ‘৮২র জেল ফেরত সালাউদ্দিনের ছবি আর বঙ্গবন্ধু পরিবারের খেলার কটা ছবি খুব প্রয়োজন একটা লেখা লিখব বলে…তাৎক্ষনিক খাবার টেবিলেই মোবাইলে থাকা সে সব দুর্লভ ছবি দেখাতেই অবাক বিস্ময়ে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখলেন…অসাধারন অসাধারন কালেকশন বলেই জানালেন আপনাকে নিয়ে তো না লিখলেই নয়…লিখতেই হবে…ভাবলাম আমাকে খুশি করার জন্যই কিনা বলছেন…ভুল ধারনা…ঠিক ঠিক সেই লেখা লিখলেন স্বল্প সময়ের পরিচয়ে সখ্যতা গড়ে উঠা যশোরের ইত্তেফাকের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আহমেদ সাঈদ বুলবুল ভাই…সে লেখাটি আজ ৩ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে…আমার মত অতি সাধারন মানুষটির গুরুত্বহীন সংগ্রহশালার উপর লেখার জন্য অনেক অনেক থ্যান্কস বুলবুল ভাই আপনাকে…ভাল থাকুন…সুস্থ থাকুন…

3-dec-16-ittefaq-kiron-news-13-dec-16-ittefaq-kiron-news-2kiron-all

No comments.

Leave a Reply to Anonymous