ওনারা বলেন নাসির পিছিয়ে তবে পরিসংখ্যান বলে পিছু হঠানো হলো

ns…ক্রিকেটটা আমরা যারা কম বুঝি তারা অহেতুক খামাখা ম্যাচ ফিনিশার হিসেবে খ্যাত নাসিরকে বিশেষ করে শুভাগতর চেয়ে এগিয়ে রাখি অনেকটা যেন বেকুবের মতই…নির্বাচকরাত ঠিকই বলেছেন নাসির বোলিংএ ও পিছিয়ে…ছবির পরিসংখ্যানটা দেখুন তো ভাল করে তাহলে পরিস্কার ভাবেই দেখবেন নাসির কতটা অনভিজ্ঞ ও অপরিপক্ষ আর পিছিয়ে আছে…বুঝলেন তো ব্যাপারটা? ভালকে ভাল বলতেই হবে তাইনা…যারা অবুঝ তাদেরকে এপরিসংখ্যানটাও দেখিয়েও কিছুতেই বোঝানো যাবেনা…কে যানে ওরা হয়ত বলেই বসবেন এটা মিডিয়ার সৃষ্টি বা ফটোশপের কারসাজি…

ns2…অনভিজ্ঞ ও অপরিপক্ষ আর পিছিয়ে থাকা অখ্যাত অলরাউন্ডার নাসির টেষ্ট-ওয়ানডে-টি-২০ এই ৩ ফরমেটে খেলেছেন মাত্র ১০৬ ম্যাচ…ওদিকে শুভাগত খেলেছেন ১৭ ম্যাচ…৩ ফরমেটে নাসিরের পকেটে জমা পড়েছে মাত্র ৩৬ উইকেট…শুভাগতর থলিতে জমা পড়েছে ১৭ উইকেট…টেষ্টে নাসিরের ইনিংস সেরা বোলিং ৫২ রানে ৩ উইকেট ও ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট আর টি-২০তে ২৬ রানে ২ উইকেট…শুভাগতর টেষ্ট উনিংসে সেরা বোলিং হলো ৬৬ রানে ২ উইকেট ও টি-২০তে ১৮ রানে ১ উইকেট এবং ওয়ানডেতে ৪ ম্যাচ খেলে বল করেছেন ১২টি..উইকেট শূন্য…ফাষ্ট ক্লাস ও লিষ্টেএ ক্রিকেটে নাসিরের মাত্র ১৫৯ উইকেট…শুভাগত লাভ করেন ১৫৩ উইকেট…ওদিকে ৩ ফরমেটে ব্যাট হাতে নাসিরের মাত্র ২৬০৩ রান…শুভাগত করেছেন ৩৪৯ রান…যার মাঝে টেষ্ট ও ওয়ানডেতে নাসিরের দুটো সেঞ্চুরী ও টি-২০ তে ১টি হাফ সেঞ্চুরীও আছে…শুভাগতর ঐ ৩ ফরমেটে সর্বোচ ৫০-৩৫-১৬ রান…ব্যাটিং বোলিংয়ের বাইরে ৩ ফরমেটে ফিল্ডার নাসিরের ক্যাচ ৫৯টি আর শুভাগত হোমের ৯ ক্যাচ…দীর্ঘ ১১ মাস সাইড লাইনে বসে থাকার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে মাঠে নেমেই নাসির দলকে জয়ের পেছনে অবদান রাখতে সক্ষম হয়েছিলেন দলের প্রয়োজনে অপরাজিত মূল্যবান ২৭ রান ও ১০ ওভার বল করে ২৯ রানে ১ উইকেট দখল করার মাঝে…পরের ম্যাচেও ১ উইকেট নিলেও ব্যাট হাতে ৪ রান তুলে আউট হন…ওদিকে শুভাগত ২০১১ সালে শেষ দুই ওয়ানডেতে এক ওভার বলও করার সুযোগ পাননি…এক ম্যাচে ব্যাট হাতে নেমে  করেছিলেন মাত্র ৩ রান…চলতি বছরের লীগের শেষ ৪ ম্যাচের মাঝে ৩ম্যাচেই ব্যাট হাতে নেমে অপরাজিত থেকেই করেছেন ৭৪*-৫২*-৩০*রান এবং উইকেট ৪টি…শুভাগত শেষ ৪ লীগ ম্যাচে ৩ উইকেটের পাশে রান করেছেন হলো ৫১-১১-৩২-১৭…ওনারা নাসিরকে বাতিলের খাতায় নাম তুলে বড় গলায় বল্লেন বোলিংএও নাসির নাকি শুভাগতর চেয়ে ঢেড় ঢেড় পিছিয়ে…পরিসংখ্যান কিন্ত তার উল্টো কথাই বলে…জানান যেন দেয় পিছিয়ে আদৌ নেই…বলতে হয় পিছু হটিয়েই দেয়া হলো…পাঠক ভুল বলা হলো কি ??

ns3

No comments.

Leave a Reply