দেশের গন্ডি পেরিয়ে ‘BcsA’ এখন ইংল্যান্ডে !

0-BCSA 1…বলতেই হয় অল্প সময়ের মাঝেই বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এ্যাসোসিয়েশন BcsA আজ এগিয়েছে গেছে অনেকটা পথ…মাঠে ও মাঠের বাইরে তুলে ধরার মত নানা আলোচিত কার্যক্রমের মাঝে বিসিএসএ-এর একঝাক টগবগে তরুন ক্রিকেট পাগল সদস্যরা তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই বিসিএসএ’কে দেশের নানা প্রান্তে শুধু ছড়িয়েই দেয়নি কুড়িয়েছে যেন সকল ক্রিকেট মহলের প্রশংসাও…হয়েছে দারুন ভাবেই সমাদৃত…বিসিএসএ‘এর সদস্যরা দেশের নানা মাঠে এমনকি টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় ভারতের দূর দুরান্তে খেলা দেখতে ছুটে গিয়ে যেভাবে টাইগার বাহিনীকে উৎসাহ ও  প্রেরনা জুগিয়েছে তার প্রশংসা না করলেই নয়…বলব ’BcsA’ নামটি আজ ভাল ভাবেই ছড়িয়ে গেছে দেশ-বিদেশের ক্রিকেট জগতে..

……………………টিভি চ্যানেল-২৪  ও  সময় টিভির ভিডিও ক্লিপ………………………………

…৫ আগষ্ট শুক্রবার এক জমকালো অায়োজনের মাঝেই BcsA এর ইংল্যান্ড শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে…‘BcsA এখন ইংল্যান্ডে’ এবং আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিভিন্ন ষ্টেডিয়ামে BcsA এর হলুদ বাহিনীকে দেখা যাবে ভাবতেই কি যে ভাল লাগছে…অনুষ্টানের প্রধান অতিথি ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এক সময়ের খ্যাতিমান ক্রিকেটার বাঁ হাতি ফাষ্ট বোলার জালাল ইউনুস বিসিএসএর নানা কর্মকান্ডে মুগ্ধ হয়ে BcsA কে প্রশংসায়ই ভাসালেন…আর জানালেন BcsA আরো অনেক অনেক দূর এগিয়ে যাক দেশ বিদেশে সুনাম ছড়ানোর মাঝে এমন শুভ কামনা…অনুষ্টানে যোগ দিয়ে ইংল্যান্ড শাখার সভাপতি আবদুস সালাম বল্লেন BcsAকে ভাল ভাবে তুলে ধরে সংগঠনটির সুনাম বৃদ্ধিতে প্রানপন চেষ্টাই থাকবে তাদের…বিশেষ অতিথি অষ্ট্রেলিয়া প্রবাসি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জালানী বিশেষজ্ঞ ও খ্যাতিমান ক্রীড়া লেখক প্রকৌশলী সালেক সুফি সুদূর অষ্ট্রেলিয়াতেও BcsA এর একটি শাখা খোলার আশাবাদের কথা ব্যক্ত করেছেন…এমন করেই BcsA ছড়িয়ে পড়ুক বিশ্বের নানা প্রান্তে এবং লাল-সবুজের পতাকা তুলে ধরে মাঠে ও মাঠের বাইরে টাইগার দলটাকে উজ্জিবিত ও অনুপ্রানিত করুক এপ্রত্যাশা রইলো…থাকলো শুভ কামনা…আন্তরিকতার ছোয়ায় আর অক্লান্ত পরিশ্রম ও নিরলস  প্রচেষ্টায় BcsA এর সদস্য তরুন্যে উদীপ্ত মুখ গুলো যে ভাবে সংগঠনটির সুনাম আজ ক্রিকেট বিশ্বে ছড়িয়ে দিয়েছে তার প্রশংসা না করলেই নয়…

0-BcsA-002

0-BcsA-005

0-BcsA-009

0-BcsA-007

0-BcsA-001

NDVD_001

NDVD_014

NDVD_009

NDVD_010

NDVD_007

NDVD_005

NDVD_003

NDVD_000

No comments.

Leave a Reply