তামিমের ১০০ রানের জন্য ১০০ থ্যান্কস ওমান দলনায়ককে

tamim-100 vs oman-

…গ্রেট ওপেনার তামিমের শতরানের সূখকর উল্লাসের মহুর্ত…

কথায় যেন বড্ড বেশী মেতে উঠেছিলেন ওমান দলনায়ক সুলতান আহমেদ…বাংলাদেশকে হারিয়ে টি-২০ বিশ্ব কাপের মূল পর্বে খেলার প্রত্যাশার কথাও জোড় গলায় বলে ফেলেছিলেন…শুধু তাই নয় টসে জিতে সাহস করে আগে ফিল্ডিং নিয়ে আশার কথাও শুনিয়েছিলেন ১৪০ রানের মাঝে বাংলাদেশ টাইগার দলকে আটকে রাখতে পারলে জয় তুলে নিতে পারবেন…ভালই হয়েছে ওমান দলনায়কের ওমনতর কথাবার্তা বাংলাদেশ দলকে যেন ভাল করার বাড়তি তাগিদ এনে দেয়…দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার তামিম এ খেলায় দারুন ভাবে জ্বলে উঠে ঝড়ো ব্যাটিং তান্ডবে যেন মাঠ গরম করে তোলেন…সেই সাথে হাঁকিয়ে ফেলেন টি-২০ আসরে নিজের প্রথম শতরান…যা ছিলো আইসিসির টি-২০ খেলায় ১৯ তম শতক…সেঞ্চুরীর পাশে গ্রেট তামিম টি-২০ ক্রিকেটে হাজার রানও পূর্ন করেন…বলতে হয় তামিমের মারকুটে ব্যাটিংয়ের কাছেই যেন ওমান দলটি অসহায় ভাবে ৫৪ রানের বড় ব্যাবধানে হারের স্বাদ নেয়…ম্যাচ সেরার পুরস্কারটি উঠে তামিমেরই হাতে…সেরা ইনিংস উপহার দিয়ে আজ ম্যাচ জয়ী শতরান হাঁকানোর পর বেশ কিছু সময় উল্লাসে মেতে থাকেন তামিম…ওমনটাই ছিলো স্বাভাবিক…এক পর্যায়ে মাথায় হাত দিয়ে ইশারায় যেন ক্যাপ পরিহিত দলের কোচ হাতুরাসিংকে স্মরন করেন…ব্যাপরটা আাঁচ করতে পেরে কাপ্তান মাশরাফি হাসি মুখে কোচকে ডাকতেই কোচ হাতুরাসিং হাত তুলে অভিনন্দন জানান তার প্রিয় ব্যাটসম্যানটিকে…মহুর্তটির পেছনের খবরটি হলো কোচকে কথা দিয়েছিলেন তামিম এবারের টি-২০ বিশ্বকাপে শতরান করবেন…আর সে কাজটা করতে পেরেই তামিমের উল্লাসটা ছিলো ভিন্নরকম…এক ফাঁকে তামিম তার সদ্য জম্ন নেয়া সন্তানকেও স্মরনকরেন ভিন্ন এক ভঙ্গিমায়…

tamim-100 vs oman-1

…শতরানের পর উল্লাসের এক ফাঁকে ক্যাপ পড়া কোচ হাতুড়াসিংকে স্মরন করলেন তামিম..কোচকে যে কথা দিয়েছিলেন বিশ্বকাপে সেঞ্চুরী হাঁকাবেন…

আনলাকি থার্টিন যে কখনও কখনও লাকি হয়েও ধরা দেয় তারই প্রমান যেন পাওয়া গেলো ভারতের ধর্মশালায় ১৩ মার্চের বাংলাদেশ ও ওমানের মধ্যকার টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের অলিখিত ফাইনালে…চার ছক্কার রকমারি বাহাদুরী মারের ফুলঝড়ি ছড়িয়ে তামিম এদিন ৬৩ বলের মোকাবেলায় চোঁখ ধাধানো সেঞ্চুরী হাঁকিয়ে অপরাজিত থাকেন ১০৩ রান তুলে…যার মাঝে ছিলো দশ দশটি দৃষ্টিনন্দন বাউন্ডারী ও পাঁচ পাঁচটি বিশাল ছক্কার মার…তামিম ছাড়াও সাব্বির ও সাকিবের মারদাঙ্গা ব্যাটিংয়ের সুবাদে মাশরাফির বাংলাদেশ টাইগার বাহিনী সর্বোচ ১৮০ রান তুলে নিয়েছিলো ২ উইকেট খুইয়ে…সাব্বির ১ ছক্কা ও ৫ চারের সাহায্যে মাত্র ২৬ বলে ৪৪ রান ও সাকিবের ব্যাট থেকে আসে ৯ বলেই অপরাজিত ১৭ রান…যার মাঝে ছিলো ২ চার ও ১ ছক্কার মার…ধারাবাহিক ভাবে এখেলাতেও হতাশ করেন ওপেনার সৌম্য…২২ বল খরচায় মাত্র ১২ রান করে বিদায় নেন…বলতে হয় আয়ারল্যান্ডকে হারানো ওমান দলটি যেন বাংলাদেশের ১৮০ দেখেই মনোবল-শক্তি অনেকটাই হারিয়ে বসে অসহায় ভাবে হারের স্বাদ নেয়…বৃষ্টি বিঘ্নিত এম্যাচে ১২ ওভারে ৯ উইকেট খুইয়ে মাত্র ৬৫ রান তুলে ৫৪ রানে হেরে যায় ওমান দল…বাংলাদেশের বোলারদের মোকাবেলা করতে যেয়ে ওমানের ব্যাটসম্যানরা অসহায় ভাবে যেন আসা যাওয়াতেই যা সময় কাটিয়েছেন…মাত্র দুজন ছাড়া (যতিন্দার সিং ২৫ ও আদনান ১৩ রান) অপর কোন ব্যাট্সম্যানই দুঅন্কের কোঠা পার করতে পারেননি…কয়েকটি ম্যাচে নিরাশ করলেও সাকিব বল হাতে এদিন ছিলেন বেশী উজ্জল…৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন সর্বোচ ৪ উইকেট…এছাড়া মাশরাফি-সাব্বির-আল আমিন ও তাসকিন নেন ১ টি করে উইকেট…সহজ এজয়ের মাঝেই বাংলাদেশ উঠে আসে প্রত্যাশিত ভাবে মূল পর্বে…এমহুর্তে মুখোমিুখি হবার অপেক্ষায় পাকিস্তান-ভারত-নিউজিল্যান্ড-অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে…টানা ভাল খেলার মাঝে থাকা মাশরাফির বাংলাদেশ টাইগার দলটির এমহুর্তের মনোবল ও সাহস দেখে প্রত্যাশা করাই যায় মূল পর্বে শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে দারুন লড়াই করবে…তাই যেন হয়…

mst

…ওমানের বিরুদ্ধে খেলায় হাস্যোজ্জল সাকিব ও মাশরাফি…মাঝে কদিন আগেই তাসকিন ও সানির বিরুদ্ধে ত্রুটি পূর্ন বোলিং এ্যাকশানের অভিযোগ তোলা সেই বির্তকিত আম্পায়ার টাকার হাঁসি মুখে করমর্দন করছেন তাসকিনের সাথে…

…বাংলাদেশ ক্রিকেট সার্পোর্টাস এ্যাসোসিয়েশন BcsA এর সদস্যরা এতদিন দেশের মাঠেই হৈচৈ উল্লাস আর জোড় করতালি দিয়ে মাঠ গরম করে তুলে টাইগারদের উৎসাহ জুগিয়ে গেলেও এবারই প্রথম বারের মত দেশের বাইরে গিয়েও ক্রিকেটারদের প্রেরনা জুগানোর জন্য দল বেধে গেছেন ভারতে…টিভি পর্দায় প্রতি খেলাতেই হলুদ পোষাকের বিসিএসএর সদস্যদের তুলে ধরা হয়েছে একাধিকবার…শুধু তাই নয় ভাষ্যকাররাও প্রশংসা করেছেন বিসিএসএর এমনতর মুগ্ধ করার মত কর্মকান্ডের…এমনকি ভারতের বেশ কিছু পত্রিকায়ও বিসিএসএর নানা দিক নিয়েও রির্পোট করা হয়েছে…যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে বলতেই হয়…থ্যান্কস না জানিয়ে পারা যায়না বিসিএসএর ক্রিকেট প্রেমিক সদস্যদের দেশের বাইরে গিয়ে দলকে প্রেরনা দেবার মহৎ কাজটির জন্য…

tamim-100 vs oman-2

…ধর্মশালা ষ্টেডিয়াম মাতিয়েছেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এ্যাসোসিয়েশনের কিকেট পাগল সদস্যরা…সাবাস…

…সত্যি করে বলতে কি তামিমের এক একটি স্মৃতিপটে ধরে রাখার মত মনমাতানো সেঞ্চুরী আমাকে আলাদা ভাবে অতি উল্লাসে ভাসায়না…ভাবি এ আবার এমনকি…তামিমত শতরান হাঁকাবেই…তামিমের রক্তের সাথেই যে মিশে আছে ক্রিকেট আর সেঞ্চুরীর স্রোতধারা…তামিমের বাবা মরহুম ইকবাল খাঁন ছিলেন চট্রগ্রাম ক্রীড়াঙ্গনের এক উজ্জল নক্ষত্র…ফুটবল ও ক্রিকেট দুটোই খেলতেন সমান দাপটে…ঢাকা ও চট্রগ্রাম মাঠ মাতিয়ে গেছেন দীর্ঘদিন…রের্কডের পাঁতায় ঠাই করে নেয়া চট্রগ্রাম ক্রিকেটের প্রথম সেঞ্চুরীটিও এসেছিলো তামিমের বাবা ইকবাল খাঁনের ব্যাট থেকেই…আর তারই সুযোগ্য সন্তান তামিমের ব্যাট থেকে শতরান আসাটা যেন স্বাভাবিক ঘটনা…বাবার মতই চট্রলার কৃতি সন্তান হিসাবে নিজ জম্নভূমি চট্রগ্রাম মাঠে জাতীয় দলের হয়ে প্রথম শতরানটি করে রের্কডের পাঁতায় নাম লিখিয়েছেন তামিম…এবারের টি-২০ বিশ্বকাপের আসরে ওমানের বিরুদ্ধে দেশের হয়ে প্রথম শতরান হাঁকানো ব্যাটসম্যান তামিমের স্মরনীয় ইনিংসটির জন্য অবশ্যই মনে রাখতে হবে ওমানের দলনায়ক সুলতানকে…টসে জিতে আগে ফিল্ডিং নেয়ার কারনেই যেন তামিম সেঞ্চুরী হাঁকানোর মক্ষম সুযোগটি ভাল ভাবেই কাজে লাগান…সেই সাথে তামিম দিনটি স্মরনীয় করে তোলেন আন্তঃর্জাতিক ক্রিকেটে ১৪ তম শতক তুলে নিয়ে…আর তাইত তামিমের ১০০ রানের জন্য ১০০ থ্যান্কস জানাতেই হয় ওমানের দলনায়ককে আগে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রন জানানোর জন্য…উলেখ্য যে এর আগে টেষ্টে একটি দ্বিশতক সহ ৭টি এবং ওয়ানডেতে ৬টি সেঞ্চুরী করেছিলেন তামিম…

bcsa-oman

…বামে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এ্যাসোসিয়েশনের কিকেট পাগল সদস্যদের মাঝে বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল ববি..ডানে হিমাচল প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশনের কর্তাদের হাতে শুভেচ্ছা সরুপ ক্রেষ্ট তুলে দিচ্ছেন বিসিএসএর কর্নধার জুনায়েদ পাইকার ও তানভির…

No comments.

Leave a Reply