ভারতের বিরুদ্ধে অনেক গুলো মাইলফলকের সামনে মাশরাফি-সাকিব ও তামিম

stm…আজকাল বাংলাদেশের ওয়ানডে ম্যাচ খেলা মানেই এক একজন ক্রিকেটারের এক একটি মাইলফলক গড়া বা স্পর্শ করা…এটা যেন রুটিন হয়ে দাড়িয়েছে…হচ্ছেও বরাবর…চলতি ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তাই বেশ কিছু মাইলফলকের সামনে দাড়িয়ে আমাদের তারকা ক্রিকেটাররা…আগের ম্যাচেই অভিষেকেই ৫ উইকেট সহ ম্যচ সেরার রের্কড গড়লেন সাড়া জাগানো তরুন বাঁ হাতি বোলার মোস্তাফিজ…ওদিকে ভারতের বিরুদ্ধে সার্বোচ দলীয় ৩০৭ রান তোলাও হলো…সাথে ভারতের বিরুদ্ধে তামিম-সৌম্যের ওপেনিং জুটিতে আসলো সর্বোচ ১০২ রান…বাংলাদেশ দল ভারতকে নাকানি চুবানি খাইয়ে সহজ জয়ের স্বাধ নিয়ে প্রথম বারের মত আইসিসি র‌্যাকিং এ উঠে এসেছে ৭ নম্বর পজিশনে…শুধু তাই নয় দেশের মাটিতে টানা ৯ ম্যাচ জয়ের রের্কডও হলো ভারতকে লজ্জাস্কর পরাজয় উপহার দেয়ার মাঝে…

mash record…ওদিকে ২য় ওয়ানডে ম্যাচ খেলার পূর্বে অনেক গুলো মাইলফলকের সামনে দাড়িয়ে ঢ্যাশিং ব্যাটসম্যান তামিম…বিশ্বখ্যাত ওর্য়াল্ড নাম্বার ওয়ান অলরাউন্ডার গ্রেট সাকিব আল হাসান এবং টাইগার দলের প্রান ফাইটার সেনাপতি মাশরাফি…আশা করছি সবই পূরন হয়ে যাবে ভারতের বিরুদ্ধেই…আর ভাল ভাবেই তা করে ফেলতে প্রস্তত যেন তামিম-সাকিব-মাশরাফি…এখন দেখার অপেক্ষায় সবাই…যাকনা হয়ে প্রত্যাশা মতই…

…জয়ের নেশায় মত্ত বদলে যাওয়া আর বিশ্ব ক্রিকেটে আলোচনার ঝড় তোলা টাইগার দলের মূল প্রেরনা লড়াকু ক্রিকেটার টাইগার সেনাপতি মাশরাফির ২০০ উইকেটের মাইলফলক ছুতে প্রয়োজন মাত্র ৬ উইকেট…এর বাইরে আর মাত্র দুটো ক্যাচ লুফে নিতে পারলেই অর্ধশত ক্যাচ ধরার মাইলফলক ছুবেন মাশরাফি.. সেই সাথে রাজ্জাকের সাথে দেশের হয়ে সর্বোচ দেড়শ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করবেন মাশরাফি…

sakib record…এখানে উল্লেখ্য যে বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব ভারতের তিন ব্যাটসম্যানকে হতাশায় ডুবিয়ে ড্রেসিং রুমে পাঠিয়ে ৩টি উইকেট দখল করে নিতে পারলেই ওয়ানডে ম্যাচে ২০০ উইকেটের মাইলফোলক স্পর্শ করবেন…পাশাপশি গ্রেট সাকিবের নামের সাথে অল রেডী যোগ হয়ে আছে ৪২৬৩ রান…ওদিকে টেষ্টে সাকিবের নামের পাশে যোগ হয়ে আছে ২৭৪১ রান ও ১৪৬টি উইকেট…অসাধারন নজীড় গড়ে সাকিব যে আমাদের কত বড় অহংকারের নাম তা আর না বল্লেই নয়…

tamim recoed…ওদিকে ঢ্যাশিং ও মারকুটে দেশ সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ভারতের বিরুদ্ধে ২য় ওয়ানডে ম্যাচে বেশ কিছু মাইলফলক অপেক্ষা করছে…এম্যাচে ৫০ রান তুলে নিতে পারলেই গ্রেট ওপেনার তামিম ২য় বারের মত টানা ৫ ম্যাচে হাফ সেঞ্চুরী করার অনন্য রের্কড গড়বেন…এছাড়া আর মাত্র ৩ রান তুলে নেয়ার মাঝেই তামিম ওয়ানডেতে ৪৫০০ রান করে ফেলবেন…আর ১৪ রান করলে ভারতের বিরুদ্ধে তামিমের ৫০০ রান হয়ে যাবে…আরো একটি মাইলফলক তামিমের সামনে অপেক্ষা করছে…তা হলো আর ৯৯ রান তুলে নিতে পারলেই মিরপুর ষ্টেডিয়ামে হয়ে যাবে ২০০০ রান করার রের্কড…

One Response to “ভারতের বিরুদ্ধে অনেক গুলো মাইলফলকের সামনে মাশরাফি-সাকিব ও তামিম”

  1. arifur rahman

    Jun 20. 2015

    osthir………..

    Reply to this comment

Leave a Reply to Anonymous