…বঙ্গবন্ধু কাপের দিনে মনে পড়ে ফুটবল প্রেমিক ফুটবলার শেখ মুজিবকে…

mujib2

…১৯৪০ সালের ছবি…ঢাকা ওয়ান্ডরার্সের জার্সী গায়ে জড়ানো কাপ হাতে ফুটবলার জাতির জনক শেখ মুজিবর রহমান…

…আজ শুরু হতে যাচ্ছে ৬ দেশের বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট…জাতির জনকের নাম করনে এটুর্নামেন্টে শুরু হয়েছিলো অনেক আগেই…তবে কোন এক অজানা কারনে তা নিয়মিত আয়োজন করা হয়নি…ভাল দীর্ঘ বিরতির পর তা আবার চালু হলো…কালই সিলেট ষ্টেডিয়ামে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ দিয়ে আসর শুরু হবে…শুরুর আগ মহুর্তে খুব করেই মনে পড়ছে ক্রীড়াপ্রেমি জাতির জনক প্রধান মন্ত্রী মরহুম শেখ মুজিবর রহমানের খেলাধুলার দুর্বলতার কথা…আর ফুটবল মাঠের স্মৃতি চিহ্ন গুলো ভেসে উঠছে চোঁখে…তারই কিছু স্মৃতিময় দিক তুলে ধরার প্রয়াস এখানে…

…বলতে হয় ফুটবলের প্রতি জাতির জনকের দুর্বলতাটা ছিলো ভিষন…নিজে খেলতেনও ফুটবল…মেতে ছিলেন ফুটবল নিয়ে ছেলে বেলাতেই…সে সময়ের জনপ্রিয় ও অন্যতম সেরা দল ঢাকা ওয়ান্ডারার্সের ভক্ত ছিলেন…পাকিস্তান মূল দলে খেলা ঢাকা ওয়ান্ডারার্সের এক সময়ের নামজাদা ফুটবলার গোল রক্ষক ওয়াজেদের সাথে বেশ সখ্যতা ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের…আর তাই খেলেওছেন প্রিয় দল ওয়ান্ডারার্সের জার্সী গায়ে জড়িয়ে…ভলিবলও খেলেছেন জাতির জনক শেখ মুজিব…

mujib3

…স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর বাংলাদেশ একাদশ ও রাষ্ট্রপ্রতি একাদশের মধ্যকার প্রথম ফুটবল ম্যাচের ছবি ১৯৭২ সালে…

…বলা যায় ফুটবল প্রেমিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনুপ্রেরনা আর আন্তরিক সহযোগীতায় স্বাধীন বাংলাদেশের জম্ন লগ্নের স্বল্প সময়ের মাঝেই ঢাকার ফুটবল মাঠে গড়ায়…মাত্র দুমাসের মাঝেই ফুটবল লড়াইয়ে মেতে উঠে ফুটবলাররা…স্বাধীন বাংলাদেশের প্রথম ফুটবল ম্যাচটির আয়োজন করা হয় ১৯৭২ সালের ফেব্রুয়ারী মাসে…এতে করে তারকা ফুটবলারদের পদচারনায় আবারও মুখরিত হয়ে উঠে ঢাকা ষ্টেডিয়াম…বঙ্গবন্ধুর বাংলাদেশ একাদশ ও রাষ্ট্রপ্রতি একাদশ নামকরনে সেই খেলাটি অনুষ্টিত হয়…

...১৯৭২ সালে সফরকারী কলকাতা মোহনবাগান ও ঢাকা একাদশের খেলার প্ররম্ভে দুদলের খেলোয়াড়দের সাথে পরিচয়ের পালায় জাতির জনক শেখ মুজিব...

…১৯৭২ সালে সফরকারী কলকাতা মোহনবাগান ও ঢাকা একাদশের খেলার প্ররম্ভে দুদলের খেলোয়াড়দের সাথে পরিচয়ের পালায় জাতির জনক শেখ মুজিব…

…১৯৭২ সালের মে মাসে ঢাকায় খেলতে আসে কলকাতার ফুটবলের অন্যতম সেরা মোহনবাগান দল…প্রথম খেলায় দলটি ঢাকা মোহামেডানকে হারায়…দ্বিতীয় ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয় ঢাকা একাদশের সাথে…এখেলায় প্রধান অতিথি ফুটবল প্রেমিক বঙ্গবন্ধুকে কাছে পেয়ে যেন উজ্জিবিত হয়ে উঠে ঢাকা একাদশের ফুটবলাররা…খেলার আগে খেলোয়াড়দের গম্ভীর মলিন মুখ দেখে বঙ্গবন্ধু নাকি বলেছিলেন “কিরে তোদের এমন শুকনো ও সিরিয়াস দেখাচ্ছে কেন…তোরা হাসত…হেসে উদ্যমনে”…আর ওতেই ঢাকা একাদশের তরুন ফুটবলার দারুনভাবে অনুপ্রানিত হয়ে সেরা খেলাটা উপহার দিয়ে জয় উপহার দিয়েছিলো বঙ্গবন্ধুকে…দর্শনীয় জয়সূচক গোলটি করেছিলেন এ মহুর্তের বাফুফের কর্নধার সালাউদ্দিন…

mujib5

…মোহনবাগানের বিরুদ্ধে ঢাকা একাদশের খেলোয়াড়দের মাঝে জাতির জনক শেখ মুজিব…ডানে ম্যাচ জয়ের নায়ক গোলদাতা সালাউদ্দিন…

…১৯৭৩ সালে প্রীতি ফুটবলে অংশ নিতে ঢাকা সফর করতে আসে রাশিয়ার শক্তিশালী মিন্সক ডায়নামো দল…ফুটবল প্রেমিক জাতির জনক প্রধান মন্ত্রী শেখ মুজিবর রহমান ঢাকা একাদশের বিরুদ্বে সফরকারী মিন্সক ডায়নামো দলের খেলা দেখা মিস করেননি…প্রধান অতিথি হয়ে ছোট ছেলে কিশোর রাসেলকে নিয়ে ভিইপিতে বসে খেলা উপভোগ করেন…

...১৯৭৩ সালে ঢাকায় প্রথম বিদেশী ফুটবল দল রাশিয়ার মিন্সক ডাইনামো বনাম ঢাকা একাদশের প্রীতি ম্যাচটি উপভোগ করছেন জাতির জনক শেখ মুজিবর রহমান তার ছোট ছেলে কিশোর রাসেলকে সাথে নিয়ে...

…১৯৭৩ সালে ঢাকায় প্রথম বিদেশী ফুটবল দল রাশিয়ার মিন্সক ডাইনামো বনাম ঢাকা একাদশের প্রীতি ম্যাচটি উপভোগ করছেন জাতির জনক শেখ মুজিবর রহমান তার ছোট ছেলে কিশোর রাসেলকে সাথে নিয়ে…

…১৯৭৪ সালে কয়েকটি প্রদর্শনী ফুটবলে অংশ নিতে ঢাকা আবাহনী সফর করেছিলো ভারতে…ক্রীড়াপ্রেমি জাতির জনক প্রধান মন্ত্রী শেখ মুজিবর রহমান তারই বড় ছেলে শেখ কামালের দল ঢাকা আবাহনীর ভারত সফরের আগে দলটির খেলোয়াড়-কর্মকর্তা ও কোচের সাথে মিলিত হয়েছিলেন…খেলোয়াড়দের কুশল জানা ও দলটাকে অনুপ্রানিত করতেই বঙ্গবন্ধু আবাহনী দলকে সময় দিয়ে দেখা করার আগ্রহ দেখান…পরে দলের সাথে ছবিও তোলেন…এসময় আবাহনীর প্রতিষ্টাতা শেখ কামাল ও উপস্থিত ছিলেন…

mujib6

…১৯৭৪ সালে ভারত সফরকারী আবাহনী দলের মাঝে ক্রীড়াপ্রেমি জাতির জনক প্রধান মন্ত্রী শেখ মুজিবর রহমান…

…১৯৭৫ সালে মালয়েশিয়ার মারদেকা ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়েছিলো জাতীয় ফুটবল দল দ্বিতীয় বারের মত…দলটাকে উজ্জিবিত করতেই জাতির জনক প্রধান মন্ত্রী শেখ মুজিবর রহমান জাতীয় দলের বিদায়ক্ষনে গনভবনে ডেকেছিলেন দলের সবাইকে…সবার সাথে কুশল বিনিময় করে ছবিও তুলেছিলেন বঙ্গবন্ধু…

...১৯৭৫ সালে মালয়েশিয়ার মারদেকা ফুটবল টুর্নামেন্টে খেলতে যাওয়া  জাতীয় ফুটবল দলের মাঝে জাতির জনক প্রধান মন্ত্রী শেখ মুজিবর রহমান...

…১৯৭৫ সালে মালয়েশিয়ার মারদেকা ফুটবল টুর্নামেন্টে খেলতে যাওয়া জাতীয় ফুটবল দলের মাঝে জাতির জনক প্রধান মন্ত্রী শেখ মুজিবর রহমান…

…ভাগ্যের কি নির্মম পরিহাস ১৯৭৫ সালের জাতীয় দলটাকে বিদায় দিলেও দলের খেলার ফলাফল দেখে যাওয়ার সুযোগ আর হয়নি জাতির জনক প্রধান মন্ত্রী শেখ মুজিবর রহমানের…বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে দেখা করার তিন সপ্তাহের মাঝেই ১৫ আগষ্ট একদল কুচক্র সেনা সদস্যের হাতে নির্মম ভাবে স্বপরিবারে নিহত হন জাতিরজনক প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান…

No comments.

Leave a Reply