এক সময়ের ফুটবল আইকন দেশ সেরা ষ্টাইলিশ গোলরক্ষক মহসীন

Picture2

…সেদিনের আর আজকের মহসীন…

…বহুদিন পর ফিরে দেখা সেই চেনা মুখ…সেই প্রিয় মুখ…সেই দেশ সেরা গোলরক্ষক…সেই প্রিয় ফুটবলারকে…ইয়েস বলছি একটা সময়ের ফুটবল আইকন গোল দুর্গের ষ্টাইলিশ ও নির্ভরতার প্রতিক সুদর্শন মহসীনের কথা…টিভি চ্যানেল-২৪ এ আজ প্রায় আড়াই দশক পর দেখলাম মহসীনকে…ভাল লাগলো দেখে আর স্মৃতিপটে জ্বল জ্বল করে ভেসে উঠলো কতনা স্মৃতি…একটা সময় ভাল লাগার খুব কাছের মানুষ ছিলেন মহসীন ভাই…শেষ দেখা সেই ’৯৪ সালে দেশের বাইরে যাবার আগে…একটা সময় দেশের বাইরে স্থায়ী নিবাস গড়েন মহসীন ভাইও…প্রবাস জীবন যাপন করছেন দীর্ঘ সময় কানাডায়…যোগাযোগটা আবার হয় ফেস বুকের কল্যানে…কথা হয় স্কাইপেতে…

Picture3

…জাতীয় যুব দলের-বাংলাদেশ লাল দলের এবং মূল বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বদানকারী দলনায়ক গোলরক্ষক মহসীন…

…মনে পড়ে বলিউডের খ্যাতনামা অভিনেতা শাহরুখ খাঁনের দারুন ভক্ত ছিলেন মহসীন ভাই…চুলের ষ্টাইলটাও করতেন শাহরুখের মত করে…তার রুমের দরজায় সাজিয়ে রেখেছিলেন শাহরুখের এক বিশাল পোষ্টার…পোষাকেও ছিলেন দারুন ফ্যাশনেবল…নৈপূন্য ভাস্বর খেলায়তো বটেই তার নজড় কাড়া গোল কিপিং ড্রেস গুলোও ছিলো আরেক আকর্ষন…দেশের বাইরে থাকা তার বন্ধুরা দিত সে সব ড্রেস গিফট হিসেবে…বলা চলে সে সময়টায় মহসীন ভাই ছিলেন আদর্শ গোল রক্ষকের এক উজ্জল প্রতিক…ও অনুকরনীয়…যোগ্যতার গুনে খুব অল্প সময়েই মনমাতানো খেলা উপহার দিয়ে নিজেকে নিয়ে যান অন্য এক উচ্চতায়…আর হয়ে উঠেন দেশ সেরা গোলরক্ষক…

Picture6

…ভারতের খেলোয়াড়ের মাথার উপর লাফিয়ে উঠে বিশ্বস্থ হাতে বল লুফে নিয়ে জাতীয় দলকে বিপদ মুক্ত করছেন কিপার মহসীন…ডানে মহসীনতে কাঁধে তুলে সমর্থকের আনন্দ উল্লাস…

 

One Response to “এক সময়ের ফুটবল আইকন দেশ সেরা ষ্টাইলিশ গোলরক্ষক মহসীন”

  1. এমিল

    Aug 11. 2015

    আমি জানি , ২১ শে সেপ্টেম্বর ফুটবলে ব্ল্যাক সেপ্টেম্বর নামে পরিচিত । সামনের মাসেই এই দিনটি আসছে । এইদিন বাংলাদেশের সেরা ৪ জন ফুটবলারকে জেল খাটতে হয় । এটা ১৯৮২ সালের ফুটবল লীগের ঘটনা । আমি এডমিনের কাছে ১৯৮২ সালের ফুটবল লীগের আবাহনী – মোহামেডান দুই পর্বের খেলার ফলাফল জানতে চাই । এডমিন তথ্য দিবেন কি ?

    Reply to this comment

Leave a Reply to Anonymous