..জাতীয় ফুটবল দলের এক সময়ের খ্যাতিমান ষ্ট্রাইকার শিমুলের অকাল বিদায়..

…ভাগ্যের কি নির্মমতা…ক্রীড়াজগত স্পোর্টস ম্যাগাজিনে মুন্নার সাথে প্রচ্ছদে এসেছিলেন শিমুল…মুন্নার পর শিমুল ও আজ আমাদের মাঝে নেই…যেন মুন্নার ঠিকানায় চলে গেলেন শিমুল…

…এ এক দুর্লভ ছবি…জুটি বেধে ক্রীড়াজগতের প্রচ্ছদে এসেছিলেন শিমুল ও মুন্না…১৯৮৬ সালের কথা…দুজনেই তখন ছিলেন দারুন সম্ভাবনাময় উঠতি প্রতিভা…মুক্তিযোদ্ধা ও জাতীয় ফুটবল দলেও খেলেছেন এক সাথে…ভাগ্যের কি নির্মম পরিহাস মুন্না  বিদায় নিয়েছিলেন অনেক আগেই আর আজ এজগত হতে বিদায় নিয়ে সেই মুন্নার ঠিকানায় যেন একেবারেই চলে গেলেন বগুড়ার কৃতি সন্তান তুখোর ষ্ট্রাইকার শিমুল…(ইন্না লিল্লাহে…..রাজেউন)…জাতীয় দল আর মুক্তিযোদ্ধা ও ব্রাদার্সে খেলে অনেক সুনাম-জনপ্রিয়তা কুড়িয়েছিলেন শিমুল…ইনজুড়ির কারনে অবশ্য একটানা খুব বেশী দিন খেণতে পারেননি ষ্ট্রাইকার শিমুল…

…ডানের ছবিতে সিউল এশিয়াডে শিমুল…

…শিমুলের জ¤œ বগুড়ায়…পড়ালেখার পাট চুকিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে…বাবার পথ ধরেই ফুটবলের নেশায় মেতে ছিলেন ছোট বেলা থেকেই…বাবা আফতাব হোসেন একটা সময় কলকাতা লীগে কালিঘাট ও জর্জ টেলিগ্রাফ দলের হয়ে খেলেছিলেন…শিমুল ছেলে বেলায় স্কুল ফুটবলে খেলে নাম কুড়ান অনেক…তার সোনাতোলা হাই স্কুল একবার জাতীয় স্কুল ফুটবলে রার্নাাস আপও হয়েছিলো…১৯৭৯ সালে শিমুল প্রথম বগুড়া লীগ খেলেন…এরপর ’৮২ সালে ঢাকা লীগ খেলার সুচনা করেন মুক্তিযোদ্ধা দলের হয়ে…টানা ৩ মরসুম চমৎকার নৈপূন্য প্রদর্শন করে নজড় কাড়েন সবার…ফলে সুযোগ পান প্রেসিডেন্ট গোল্ড কাপে জাতীয় দলে খেলার…এরপর পাকিস্তান সফরে বাফুফে দলের হয়ে খেলেছেন…১৯৮৬ সালে সিউল এশিয়াডে বাংলাদেশ মূল দলের হয়ে খেলেন প্রথম বারের মত…মুক্তিযোদ্ধা ছেড়ে বড় দল ব্রার্দাসে যোগ দিয়েও দাপটের সাথে খেলে যান…তবে দুর্ভাগ্য তার মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে খেলাকে খুব বেশী টেনে নিয়ে যেতে পারেননি…

…শিউল এশিয়াডের বাংলাদেশ দলে শিমুল…

…ভাগ্যের কি পরিহাস সবাইকে ছেড়ে দেশ বরন্য ফুটবলার বন্ধু মুন্নার ঠিকানাতেই চলে গেলেন শিমুল…জাতীয় দলের ফুটবলার শিমুল আজ নেই তবে তার স্মৃতি গুলো থাকবে জ্বল জ্বলে হয়ে……শিমুলের মৃত্যুতে বগুড়ার ফুটবল অঙ্গনে নেমে আসে যেন শোকের ছায়া…

No comments.

Leave a Reply