”মিষ্টার ফিফটি” কুল ম্যান মুমিনুলই যত ভরসা..১২ টেষ্টেই ৪ শতক ও ৭ ফিফটি

”মিষ্টার ফিফটি” কুল ম্যান মোমিনুলেই যত ভরসা..১২ টেষ্টেই ৪ শতক ও ৭ ফিফটি…আজ ১৩১ রানে অপরাজিত থাকলেন…ডানে মোমিনুলের শতকে বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এসোসিয়েশনের মেম্বারদের উল্লাস…

…দলের ক্ষুদে ব্যাটসম্যান হলে কি হবে কাধে কত বড় বোঝা টেনেই যাচ্চেন আস্থা ও নির্ভরতার সাথে…জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্রগ্রাম টেষ্টেও হাঁকালেন চোঁখ জুড়ানো অপরাজিত ১৩১ রান…ব্যাট হাতে দলের বিপদে বার বার শক্ত ভীত গড়ে বড় স্কোর দাড় করিয়েই যাচ্ছেন …”মিষ্টার ফিফটি” নামে তাকে ডাকা শুরু হয়েছে…কেনইবা ডাকবে না ব্যাট হাতে মাঠে নেমেই ৫০ রান তোলা যার অভ্যাসে পরিনিত হয়েছে…মাত্র ১২ টেষ্টে ৭ ফিফটি ও  ৪ শতক সহ ৬৩.০৫ গড়ে মোট ১১৯৮ রান ভাবাই যায়না…রীতিমত অসাধারন ব্যাটিং…বলছিলাম ভেরী ভেরী কুল ম্যান মুমিনুলের কথা…আমাদের গর্ব মুমিনুল আজ বিশ্ব ক্রীকেটের নুতন তারকা…আর এভাবে খেলে গেলে আগামী দিনের মহা তারকা হয়ে উঠবেন তা বলাই যায়…

…বায়ে মোমিনুলের শতকে বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এসোসিয়েশনের মেম্বারদের উল্লাস…ডানে ক্ষুদে মোমিনুলকে শতকের পর গ্রেট সাকিবের স্নেহ মাখা আলিঙ্গন…

…শ্রীলন্কার মাটিতে গত বছর জীবনের প্রথম টেষ্টেই ফিফটি হাঁকিয়ে সূচনা করেছিলেন…৭.৫ ওভারে ২৩ রান না উঠতেই প্রথম উইকেটের পতন হলে মুমিনুল ব্যাট হাতে নেমেছিলেন…চাপের মাঝে থেকেও দায়িত্বশীল ব্যাটিংয়ের নমুনা দেখিয়ে ফিফটি হাঁকিয়ে নজড় কাড়েন সবার…সেই যে শুরু রানের চাঁকা আর থামেনি…দিন যতই যাচ্ছে ততই যেন পরিনত হচ্ছেন…ব্যাটিংএ এসেছে নির্ভরতার ছোয়া…আর সেই সাথে রানের খাতা সমৃদ্ধি করেই যাচ্ছেন সহজ ভাবে…টেষ্টে ফিফটি হাঁকানোটা এখন যেন তার নিত্যদিনের সাথী…প্রতিবেলার সহজ সরল রুটিন কাজের মতই…

…শতরানের পর হেলম্যাটটা ঠিক করে পরে নিচ্ছেন মুমিনুল…ডানে বিজয় ও আরাফাত সানির করতালির অভিনন্দন…

…কক্সবাজারের কৃতি সন্তান শান্ত-লাজুক স্বভারের স্বল্প কথার মানুষ তরুন মুমিনুল নিজেকে নিজের মাঝেই যেন লুকিয়ে রাখেন সাড়াক্ষন…এক একটি ফিফটি বা সেঞ্চুরী হাঁকালেও দেখাননা তেমন উচ্ছাস অন্যদের মত…তেমনি দর্শনীয় ক্যাচ লুফেও নয়…আপন মনে গভীর মনোযোগ নিয়ে নিজের খেলাটাই খেলে যান…চাপের মাঝে থেকেও দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দিয়ে শক্ত ভীত গড়ে রান করে যাওয়ার মাঝেই তার যত সুখ…ভাল লাগা…যত আনন্দ…আর একাজ গুলো করেন মুমিনুল দারুন ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে…তাইত তাকে অনেকেই ডাকেন কুল মাষ্টার…এই কূল মাষ্টার মুমিনুল এরই মাঝে ঠান্ডা মাথায় বোলারদের শায়েস্তা করে অনেক ঈর্ষনীয় কীর্তিও গড়ে ফেলেছেন…যা কিনা বিশ্ব ক্রিকেটে বেশ সাড়া জাগিয়েছে বলতেই হয়…

…শতরান হাঁকাতে মাঠের চারিদিকেই বল পাঠিয়েছেন মুমিনুল…

তরুন মুমিনুল জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্রগ্রাম টেষ্ট নিয়ে খেলেছেন মাত্র ১২টি টেষ্ট…অথচ এরই মাঝে বিশ্ব ক্রিকেটে নিজের নামটা তুলে ধরেছেন বিস্ময়কর বালক হিসেবে…চমকে দেবার মতই যার ব্যাটিং প্রতিভা…১২ টেষ্টেই কিনা হাঁকিয়ে ফেলেছেন চার চারটি মনমাতানো সেঞ্চুরী…সাথে তাক লাগানো ৭টি ফিফটি…মোট ১১৯৮ রান…আর চমকে দেবার মত গড় রান হলো ৬৩.৫…যাকিনা এমহুর্তে টেষ্টে ক্রিকেটের দ্বিতীয় সেরা গড়…বিশ্ব ক্রিকেটের মহা তারকা স্যার ডন ব্রেডম্যান হলেন ঠিক তার উপরে…ভাবাই যায়না টেষ্ট ক্রিকেট শুরু না করতেই এমন নজীড় স্থাপনের কথা…যা করে দেখালেন আমাদের গর্ব মুমিনুল…বিস্ময়কর প্রতিভা বলে কথা…ব্যাটিংএ নির্ভরতার ছাপ রেখে এদেশের কোটি ক্রিকেট প্রেমিকের মন কেড়ে নেয়ার মাঝে যেন প্রিয় ক্রিকেটার হয়ে উঠছেন তরুন মুমিনুল…তাকে নিয়ে তাইত আজ অনেক আশা…অনেক প্রত্যাশা…আর টাইগার দলটির অনেক ভাল ফলাফল দেখার স্বপ্ন দেখা…

…মুমিনুলের চতুর্থ শতকের পর কোচ হাতুরাসিং সহ সবাই দাড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান…

…এইত জিম্বাবুয়ে সিরিজ শুরুর কদিন আগে মুমিনুল বলেছিলেন আর ফিফটিতে আটকে থাকা নয়…ফিফটি গুলোকে টেনে নিতে চাই অনেকদূর…হাঁকাতে চাই শতক…মুমিনুল বলেছিলেন বড় কথা ভাল কিছু করে দল তথা দেশকে কিছু দেয়ার মাঝে সূখ খুজতে চাই…সে স্বপ্ন ছিলো-আছে-থাকবে…তবে করা  হয়ে উঠেনি প্রথম দুটেষ্ট…যার মাঝে ৫৬,৫৪ ও ৪৮ রানের মাথায় ড্রেসিং রুমে ফেরা হয়েছে ব্যার্থ হয়ে…তবে ঠিকঠিক চট্রগ্রাম টেষ্টে এসেই  করলেন অপরাজিত ১৩০ রান…দলের প্রয়োজনে যে শতক মন ভড়িয়ে দিয়েছে সবার…তবে সবচেয়ে বেশী খুশি ও মন ভরেছে যার তিনি হলেন তার অসুস্থ মা…মা-ই হলো মুমিনুলের ভাল করার মূল প্রেরনা ও উৎসাহ…মুমিনুল বলেছিলেন মা সব সময়ই যেন অপেক্ষায় প্রহর গুনেন আমার ভাল দেখার…যা করা হলে দারুন খুশি হন অসুস্থ মা…ভালও থাকেন তখন আর হাঁশি মূখ থাকে তার…তাইত মায়ের জন্য,দেশের জন্য ভাল করার তাগিদ-চেষ্টা তার সবসময়ের জন্য…এমন তাগিদটা থাকুক গভীর ভাবে আর মুমনিুল ভাল করে মায়ের মুখে হাঁসি ফোটাক,সেই সাথে দলকে এগিয়ে নিয়ে যাক এমন প্রত্যাশা আমাদেরও…এখন যে মুমিনুলেই বড় ভরসার নাম…

…মুমিনুলের ভাল খেলার আর যত সাফল্যের মূল প্রেরনাই হলো মায়ের উৎসাহ…

…এখানে স্মরনযোগ্য যে মুমিনুল বিস্ময় জাগিয়েছিলেন চতুর্থ টেষ্ট খেলতে নেমেই…চট্রগ্রাম ষ্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাঁকিয়ে বসেন মনোমুগ্ধকর ঝলমলে ১৮১ রান…সেই সূচনা সেঞ্চুরীর…ঢাকায় পরের টেষ্টে আবারও শতক হাঁকান নিউজিল্যান্ডের বিরুদ্ধে…করেছিলেন অপরাজিত ১২৬ রান…অতঃপর এক টেষ্ট বিরতিতে আবারও তাক লাগানো সেঞ্চুরীর দেখা পান শ্রীলন্কার বিরুদ্ধে সেই চট্রগ্রাম ষ্টেডিয়ামে…১০০ রান তুলে অপরাজিত ছিলেন…এরপর টানা চার টেষ্টে ফিফটিতে আটকে ছিলেন মুমিনুল…ভাগ্য সহায় হলো আবারও সেই প্রিয় হোম গ্রাউন্ড চট্রগ্রামেই…এবারও জিম্বাবুয়ের বিরুদ্ধে থাকলেন ১৩০ রান তুলে অপরাজিত…চার শতকের তিনটিতেই অপরাজিত থেকে ব্যাটিং শেষ করেন…কুল বয় কিনা তাই…শান্ত মুমিনুল নিজেকে সঠিক পথেই ধরে রাখুক আর কঠোর অনুশীলনে থেকে ক্রম্বানয়ে আরো ভাল করে অনেক দূর এগিয়ে যাক…দলকে সাফল্য এনে দিতে মুখ্য ভুমিকা রাখুক এপ্রত্যাশা থাকলো…

No comments.

Leave a Reply