…ফিট থাকলে মাশরাফিই বিশ্ব কাপে দলকে নেতৃত্ব দিয়ে যাবেন…

…মাশরাফির এমন হাঁসি মুখ যেন থাকে অনেকদিন…

…যমুনা টিভিতে আজ মন্জুর মোর্শেদের উপস্থাপনায় ক্রিকেটের অধিনায়কের দায় ও চ্যালেন্জ প্রসঙ্গ নিয়ে আলোচনা অনুষ্টানে জাতীয় দলের প্রাক্তন দুই দলনায়ক শফিকুল হক হীরা ভাই,খালেদ মাহমুদ সুজন ও সাংবাদিক কায়সারের যুক্তিযুক্ত আলাপচারিতা শুনে ভালই লাগলো..সাংবাদিক কায়সারের ভাল লাগেনি স্বল্পকালীন সময়ের জন্য দলনায়ক এমনতর কথা..তার মতে দীর্ঘ সময়ের জন্যই দায়িত্ব দেয়া চাই…জাতীয় দলের সাবেক দলনায়ক হীরা ভাই মাশরাফির প্রশংসা করে বলেন সুস্থ থাকলে তার বিশ্বাস মাশরাফি দলকে ভাল ভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন..বোর্ড পরিচালক ও জাতীয় দলের প্রাক্তন দলনায়ক সুজন বলেন ভাল কিছুর আশাতেই বোর্ড অনেক ভেবে চিন্তেই মাশরাফিকে দল পরিচালনার দায়িত্ব দিয়েছে..তিনজনেরই আলাপে পরিস্কার ভাবে বোঝা হয়েছে ফিট থাকলে মাশরাফিই বিশ্ব কাপে দলকে নেতৃত্ব দিয়ে যাবেন..যে কথা সুজন স্পষ্ট করে বলেই দিলেন..সাংবাদিক কায়সার পুরানো স্মৃতি টেনে বল্লেন দেখতে চাইনা গত বিশ্ব কাপের মত মাশরাফির চোঁখের জ্বল..আঘাত জনিত কারনে গত বিশ্ব কাপে শেষ মহুর্তে দল থেকে ছিটকে পড়েছিলেন মাশরাফি..বলতে হয় দেশের অগনিত ক্রিকেট ভক্তদের যেন একই চাওয়া পুরোপুরি ফিট থেকে বিশ্ব কাপে মাশরাফি আমাদের বোলিং আক্রমনের হাল ধরুক ভাল ভাবেই এবং সুন্দর ভাবে দলকে নেতুত্ব দিয়ে যাক বেশ কিছু দিন..সে প্রত্যাশাই থাকল..

…আঘাতজ্বনিত অঘঠনের স্বীকার না হয়ে পুরোপুরি ফিট থেকে মাশরাফিই বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভাল ভাবেই নেতৃত্ব দিক এমনতর প্রত্যাশাই ব্যাক্ত করলেন জাতীয় দলের সাবেক দুই দলনায়ক হীরা ও সুজন…

…এখানে তুলে ধরতে হয় যে এই প্রথম মাশরাফি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন না..এর আগে তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন..ওয়েষ্ট ইন্ডিজ সফরে আঘাত পেয়ে বাদ পড়েছিলেন..বন্ধু সুলভ ও দায়িত্ব সচেতন একজন টীম ম্যান হিসেবে মাশরাফি যেমন সবার কাছেই সমাদৃত তেমনি তার স্পিরিট,দায়িত্ববোধ,নেতৃত্বদানের গুনাবলির যেন তুলনা নেই..এনিয়ে করো কোন দ্বিমত আছে বলে মনে হয়না..আর তাই সবাই এ মহুর্তে যেন অনেক আশায় বুক বেধে আছেন ব্যার্থতার বেড়াজাল থেকে বেড়িয়ে আসবে দল..সেই সাথে ভাল খেলা উপহার দিয়ে আবারও জয়ের ধারায় ফিরে সবার মুখে হাঁসি ফোটাবে..আশা করা যায় মাশরাফির যোগ্য নেতৃত্বে এবং সহ:দলনায়ক বিশ্ব সেরা অল রাউন্ডার উজ্জিবিত সাকিবের নুতন করে জ্বলে উঠার মাঝেই দেশের মাঠে আসন্ন জিম্বাবের বিরুদ্ধে টেষ্ট আর ওয়ানডে সিরিজ জয় করে সাফল্য লাভের আনন্দে ভাসাবেন আমাদের..তাই হোক..

…৪ অক্টেবর ছিলো মাশরাফির জম্ন দিন…থাকল জম্ন দিনের শুভেচ্ছা ও তার দলের প্রতি শুভ কামনা…

…এখানে স্মরনযোগ্য যে দলনায়ক মাশরাফি ইতিপূর্বে ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে একটা মাত্র টেষ্টে নেতৃত্ব দিয়েই দলকে জয়ের স্বাধ এনেদিয়েছিলেন..ওদিকে ৭ ওয়ানডে ম্যাচের মাঝে মাশরাফি জয়ের মুখ দেখেন ৩ বার…মাশরাফির নেতৃত্বে জয় গুলো এসেছিলো ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও হল্যান্ডের বিরুদ্ধে…

2 Responses to “…ফিট থাকলে মাশরাফিই বিশ্ব কাপে দলকে নেতৃত্ব দিয়ে যাবেন…”

  1. Saleque Sufi

    Oct 04. 2014

    A fit Mashrafee is definitely the ideal choice for leading Bangladesh .He is totally committed , very easy to approach and always very inspirational . But he must get the required freedom for handling all affairs with the team in the ground .There must not be any attempt to remote control of tutor him from outside .

    Reply to this comment

Leave a Reply