চীরতরে চলেই গেলেন জাতীয় ক্রিকেটার মৃদুল

…বলতে হয় অনেকটা অপ্রত্যাশিত ভাবেই এ পৃথিবীর মায়া ছেড়ে ক্রিকেট প্রেমিদের বেদনায় ভারাক্রান্ত করে চীর তরে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় মাজহারুল হক মৃদুল(ইন্নালিল্লাহে…রাজেউন)..মাত্র ৩২ বছর বয়সে এ জগত থেকে বিদায় নিলেন মৃদুল যা কিনা ভাবতেই কষ্ট হয়..৩ এপ্রিল বুধবার রাত্রে নারায়নগন্জে ব্যাডমিন্টন খেলার এক ফাকে বসে বিশ্রাম নেয়ার সময়েই হঠ্যা করেই হৃদযন্ত্র ক্রীয়া বন্দ্ব হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি..খেলার সাথী বন্দ্বু রাজু তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান..তবে পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃদুল..মৃত্যুকালে মৃদুল স্ত্রী ও চার বছরের এক মেয়ে রেখে যান..

..২০০০ সালের দিকে দারুন সম্ভাবনার সাক্ষর রেখেই নারায়নগন্জের প্রতিভাবান ব্যাটসম্যান মৃদুল নিজেকে আলাদা ভাবে তুলে ধরেছিলেন..বয়স ভিত্তিক অনুর্ধ জাতীয় ১৬-১৯-২১ দলে খেলার মাঝে নারায়নগন্জ ও ঢাকা লীগ,জাতীয় ক্রিকেট আর বাংলাদেশ এ দলের হয়ে দারুন প্রশংসনীয ব্যাটিং নৈপূন্যের সাক্ষর রেখে ক্রমেই উপরে উঠে আসেন ষ্টাইলিষ্ট ও ষ্ট্রোক সমৃদ্ব ব্যাটসম্যান মৃদুল..এমনকি বাংলাদেশ ওয়ানডে দলেও ঠাই করে নিয়েছিলেন যোগ্যতার গুনেই..

 ..বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তানে প্যাট্রনস কাপ ও ওয়েষ্ট ইন্ডিজের বুষ্টা কাপে সুনামের সাথেই খেলেছিলেন কৃতি ব্যাটসমআন মৃদুল..অসাধারন ব্যাটিং নৈপুন্যের সাক্ষর রেখে মৃদুল ২০০২ এর বুষ্টা কাপের এক খেলায় উইন্ডওর্য়াড আইসল্যান্ডের বিরুদ্বে ৯০ রান,বার্বাডোজের বিরুদ্বে দুই ইনিংসে ৮৩ ও ৪১ রান,ত্রিনিদাদ এন্ড টোবাকোর বিরুদ্বে ৩৭ ও ৪৬ রান, লিওর্য়াড আইসল্যান্ডের বিরুদ্বে ৩১ ও ৮৯ রান করে কৃতিত্ব দেখান..এছাড়াও মৃদুলের ঢাকায় সফরকারী অষ্ট্রেলিয়ান কমনওয়েলথ ক্রিকেট একাডেমীর বিরুদ্বে করা ১৪৪ রানের ইনিংসটি ছিলো আলাদা ভাবে তুলে ধরার মত..

 ..বলা যায় ওয়েষ্ট ইন্ডিজের বুষ্টা কাপে প্রশংসনীয় ব্যাটিং নৈপুন্যের সাক্ষর রেখেই প্রতিভাবান ব্যাটসম্যান মৃদুল ২০০২ সালে মুল জাতীয় দলে যায়গা করে নিয়েছিলেন..তবে দুভার্গ্যজনক হলেও সত্যি শ্রীলংকায় অনুষ্টিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে মাত্র ১টি ম্যাচ খেলার পর নির্বাচকরা মৃদুলকে একেবারেই দুরে ঠেলে দেন..ফলে আর খেলা হয়নি জাতীয় দলে..

 

One Response to “চীরতরে চলেই গেলেন জাতীয় ক্রিকেটার মৃদুল”

  1. sabbir

    Apr 04. 2013

    Mriduler moto onekei hariey geche nirbachokder khamkheyalir sikar hoye…shipon,jakaria imtiaj,selim,jhoru,saiful,shanto…

    Reply to this comment

Leave a Reply