৪০ বছর আগের ও পরের স্বাধীনতা দিবস ফুটবল

…স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম ফুটবলের আসর বসে ১৯৭২ সালে স্বাধীনতা দিবস ফুটবলের মধ্য দিয়েই..ফাইনালে ইষ্টএন্ডকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের মাঝে মোহমেডান সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্টিত করে…দুদটো দর্শনীয় গোল করে মোহামেডানের স্বাধীনতাত্তোর প্রথম চ্যাম্পিয়নের মুল নায়ক হয়ে ধরা দেন সালাউদ্দিন..প্রথম ও শেষ গোলটি করেন সালাউদ্দিন..অপর গোলদাতা হলেন আমিনুল ইসলাম..সালাউদ্দিনের গোলে মোহামেডান এগিয়ে গেলেও সমতা নিয়ে আসেন সাত্তার..

..ফাইনালে মোহামেডানের হয়ে খেলেছিলেন কিপার মনি-জহির-পিন্টু(দলনায়ক)-আইনুল-মঈন-কায়কোবাদ-প্রতাপ(আমিনুল)-সালাউদ্দি-হাফিজউদ্দিন-শামসু ও টিপু…অপরদিকে ইষ্টএন্ডের হয়ে খেলেছিলেন কিপার মোখলেস-নুরুল আমিন-রফিক-সিরাজউদ্দিন(ডেরিক)-আশরাফ-বেলাল(দলনায়ক)-ইদরিস-সাঈদ-জাহাঙ্গীর(ইসহাক)-সাত্তার ও আঙ্গুর..ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারী মুনির হোসেন..সহকারী রেফারী ছিলেন মহিউদ্দিন চৌধুরী ও দলিল খান…

৪০ বছর আগের ও পরের স্বাধীনতা দিবস ফুটবলকে কেন জানি মেলানোই যায়না..সেদিনের ফুটবলের ছিলো সেকি জনপ্রিয়তা-উত্তেজনা..আর ছিলো মাঠ ভরা দর্শকের সমাগম..আর আজ সেরা দুদলের ফাইনাল হয় অনেকটা ফাঁকা মাঠে..ভাবাই যায় না..কে জানে কবে ফিরবে ফুটবলের সুদিন..দর্শকে ভরে উঠবে মাঠ..

…আজ ২এপ্রিল ২০১৩ মরসুমের স্বাধীনতা দিবস ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিলো দুভাইয়ের দল..আমাদের জাতির পিতা মরহুম শেখ মুজিবর রহমানের দুই ছেলে ও আজকের প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছোট দুভাই মরহুম শেখ জামাল ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র..তীব্র প্রতিদন্দ্বিতামূলক ও আকর্ষনীয় ফাইনালের অতিরিক্ত সময়ে গোল করে চ্যাম্পিয়নের স্বাধ নেয় সফল কোচ মারুফের গড়া ও এক সময়ের দেশ সেরা কিপার বিপ্লবের নেতৃত্বে খেলা তারকা সমৃদ্ব শক্তিশালী দল শেখ রাসেল ক্রীড়া চক্র..

..নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়..এসময় সুযোগ সন্ধানী খেলোয়াড় এক সময়ের দেশ সেরা ষ্টাইকার এমিলি দর্শনীয় গোল করে শেখ রাসেলকে যেন চ্যাম্পিয়নশীপ ট্রফি এনে দেয়..ফাইনালের দ্বিতীয়ার্ধে মিথুনের গোলে রাসেল এগিয়ে গেলেও পরক্ষনে সমতা আনেন অরুপ..এরপর রাসেলকে আবারও এগিয়ে রাখেন সনি..এরপর ফের সমতা ফেরান সানডে..অবশেষে জয় নিশ্চিত করেন এমিলি…

 

One Response to “৪০ বছর আগের ও পরের স্বাধীনতা দিবস ফুটবল”

  1. Bazlul Wahab Shaheen

    Apr 06. 2013

    In late 1980’s, galleries were full of spectators even 1 hour before the game during all big games, for example, MSC-Brothers; AKC-Brothers. And for MSC-AKC game, all galleries were full even few hours before the kick off.

    Reply to this comment

Leave a Reply