এক সময়ের জাতীয় দলের তারকা ক্রিকেটার রবিন

..উপরে ১৯৭৮ সালের আইসিসি ট্রফির বাংলাদেশ দলের এবং নীচে ১৯৮১ মরসুমের লীগ চ্যাম্পিয়ন বিমান দলের মাঝে রবিন..

..এক সময়ের বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার রবিন..ব্যাটসম্যান হিসেবেই যার ছিলো খ্যাতি..লীগ চ্যাম্পিয়ন বিমানের হয়ে বেশ কবছর খেলেছেন বেশ দাপটের সাথেই..১৯৭৮ সালে প্রথম আইসিসি খেলা জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন রবিন..এক সময় বিমানের কান্ট্রি ম্যানেজার হিসেবে পাড়ি জমান আমেরিকায়..সেই থেকেই দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করছেন..ফেইস বুকের কল্যানে রবিন ভাইয়ের সাথে প্রায় সময় কথা হয়..প্রবাসে থেকে খেলা আর বাংলাদেশের ক্রিকেটকে যে দারুন ভাবে মিস করেন সে কথাই রবিন ভাইয়ের মুখে ফুটে উঠে বেশী করে..

..নীচে ১৯৭৮ সালের আইসিসি ট্রফির বাংলাদেশ দলের রকিবুল-হীরা-মাসুদ-বাদশা-বেলাল ও পাকিস্তান দলের সরফরাজ-ইমরান খাঁন-হারুনুর রশিদের মাঝে রবিন এবং নীচে ১৯৭৭ সালে এমসিসির বিরুদ্বে বিসিসিবি দলে রবিন..

..সেদিনের আর আজকের রবিন..

No comments.

Leave a Reply