ক্রিকেটের আশার আলো দেখালো ”মোহাইমেন”

..মোহাইমেনরাই পারবে হয়ত আগামীতে কোন একদিন লাল-সবুজের পতাকাকে উজ্জল করে অনেক উচুতে তুলে ধরতে..

খুব কাছের আপনজন ঢাকার ক্রিকেটের প্রথম সেঞ্চুরীয়ান জহির ভাইয়ের বিশেষ অনুরোধই বলব কয়েক বছর পর গেলাম সেই ধানমন্ডি ক্রিকেট মাঠে..সূর্যতরুনের খেলা দেখার জন্যই ডেকেছিলেন জহির ভাই..ভালই কেটেছে কিছুটা সময়..দেখাও মিলেছে পুরানো কিছু মুখ..দেখা হলো সূর্যতরুন ও ওয়ান্ডারার্সের প্রথম বিভাগ ক্রিকেট লীগ ম্যাচ..বহুদিন বাদে লীগের খেলা দেখা বা পুরানো মুখ গুলোর স্মৃতিচারন নয় এখানে তুলে ধরব ভিন্ন একটা দিক..যা দেখে মুগ্ধ হয়ে অবাক দৃষ্টিতে উপভোগ করছিলাম..এক কথায় যা ছিলো আমাদের ক্রিকেটের আশার আলো দেখার বা সুন্দর ভবিষ্যতেরই এক চিত্র..তাইত পকেটে রাখা ক্যামেরাটাও চুপ থাকেনি..ক্লিক করে উঠলো বার বার..ছবি যেন কথা কথা বলে….মনে আশার আলো জাগায়..ভাবি এরাই পারবে..এরাই এগিয়ে নিয়ে যাবে কোন একদিন আমাদের ক্রিকেটকে অনেক উপরে..উজ্জল করে অনেক উচুতে তুলে ধরবে আমাদের লাল সবুজের পতাকাকে..

..মোহাইমেনরাই পারবে হয়ত আগামীতে কোন একদিন লাল-সবুজের পতাকাকে উজ্জল করে অনেক উচুতে তুলে ধরতে..

ধানমন্ডি মাঠে ঢুকেই ড্রেসিং রুমের সামনে চোঁখ আটকে গেলো ৪ বছরের এক ছোট্ট শিশুর ব্যাট-বল নিয়ে মেতে থাকা দেখে..কখনও বল করছে..কখনও ব্যাট হাতে..কি সুন্দর ব্যাটিং..কি নিখুত বোলিং এ্যাকশানে বল করা..দেখে অবাকই হছিল্লাম..কি করে সম্ভব হলো এতটুকুন পিচ্চির ক্রিকেট খেলাটাকে ভাল করে আয়ত্বে আনা তাই ভেবে পাচ্ছিলামনা..পরিচয়টা যখন যানা হলো তখন বুঝলাম..রক্তে যার ক্রিকেটের শ্রোতধারা তার মাথায়তো শিশু বয়সেই ক্রিকেটটা ভাল করে ধরা না দিয়ে পারেনা..হাটা শেখার পর হতেই বাবার হাত ধরে যার ক্রিকেট খেলার মাঠের সাথে সম্পর্ক তারতো ক্রিকেট প্রেম না থেকে পারেইনা..বলছিলাম ক্রিকেটের আগামি দিনের ভবিষ্যত মোহাইমেনের কথা..ক্রিকেটের বিস্ময় শিশু মোহাইমেন হলো বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের খ্যাতিমান বোলার ও বর্তমানে জাতীয় দলের ট্যুর ম্যানাজারের দায়িতে থাকা তানজিব আহসান সাদের একমাত্র ছেলে..

..সাদ ভাই যখন খেলা দেখার জন্য চলে যাচ্ছিলেন তখন শিশু মোহাইমেন যেন বার বার বাবাকে যেতে বারন করছিলো..বলতে যেন চাইল বাবা দেখ আমার ব্যাটিং-বোলিং…এক সময় সাদ ভাই ডেকে এনে আমাকে দেখাতে বলায় দেখালো আম্পায়ারারা কি ভাবে নো-ওয়াইড-চার-ছক্কার সিগনাল দেখায়..অবাকই হলাম দেখে..তবে বেশী অবাক হলাম পিচ্চি মোহাইমেন যখন অবিকল ভাবেই শ্রীলংকান মালিন্গা ও মুরালীর বোলিং এ্যাকশানে বল করে দেখালো..বিস্ময় হলাম দেখে..শুধু কি তাই মোহাইমেন করে দেখালো হিট উইকেট কাকে বলে..

…বাবা কোথায়ও যাবেনা…দেখ আমার ব্যাটিং-বোলিং…..

..সাদ ভাই জানালো মোহাইমেনকে তেমন করে তিনি কিছু শেখানোর আগেই নাকি সে রপ্ত করে ফেলে অনেক কিছুই..এ যেন জম্নগত প্রতিভা..ব্যাট-বলটা ভালই রপ্ত করেছে মোহাইমেন তবে উইকেট কিপিংয়ের প্রতি তার দুর্বলতা রয়েছে ভিষন..বাবাকে ধরে জোড় করেই কিপিংয়ের সরন্জামও নাকি যোগাড় করেছে..সাদ ভাই জানালেন কেমন করে জানি কিপার মুশফিকের দারুন ভক্ত হয়ে গেছে মোহাইমিন..শুধু তাই নয় অবাক করা ব্যাপার হলো নিজেকে নাকি মুশফিক নামে পরিচয় করার অনেকের কাছেই..সাদ ভাইয়ের কাছ হতে জানা হলো মোহাইমেন নাকি দুবছরের সময় থেকেই ব্যাট-বল নিয়ে মেতে থাকা শুরু হয়..খেলার মাঠে এলে যেমন সাড়াক্ষন ব্যাট-বল নিয়ে ডুবে থাকে বাসায়ও ঠিক তেমনি..

..মোহাইমেনের ক্রিকেটের প্রতি দুর্বার আকর্ষন বা দুর্বলতাটা কমার নয়..যা কিনা দিনে দিনে বাড়তেই থাকবে..ক্রিকেটাকে মোহাইমিন আরো ভাল করে রপ্ত করুক..বড় হয়ে ভাল খেলুক..নৈপূন্যের ঝলকানি দেখিয়ে নিজ যোগ্যতার গুনে একদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে নিয়ে বাবা-মায়ের ও দেশের মুখ উজ্জল করুক এবং লাল সবুজের পতাকাকে অনেক উচুতে তুলে ধরুক এপ্রত্যাশা থাকলো..

শিশু মোহাইমেনকে নিয়ে প্রথ্যাশা আর স্বপ্নের যদি স্বার্থকতা আসে কোন একদিন তা হলে সাদ ভাইয়ের যেমন গর্বে বুক ভরে যাবে তেমনি হয়ত আমার এই ছবি কথা বলে লেখাও স্মরনীয় হয়ে থাকবে..তাই যেন হয়..

2 Responses to “ক্রিকেটের আশার আলো দেখালো ”মোহাইমেন””

  1. Bazlul Wahab Shaheen

    Apr 16. 2013

    Great to see such a talent like Muhaimen. I look forward to seeing him as a world class cricketer.

    Reply to this comment
  2. md. t islam tarique

    Sep 21. 2014

    এ প্রজন্মটার উপরই আমাদের ভোর করতে হবে । এরাই একদিন আমাদের দেশের সম্মান বয়ে আনবে ইনশাল্লাহ । দোয়া রইলো ।

    Reply to this comment

Leave a Reply to santehnik_gzmn