ক্রিকেটে প্রত্যাশা পুরনের আশার আলো যেন দেখা যাচ্ছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নুতন সভাপতি হিসেবে সাংসদ নাজমুল হক পাপন দায়িত্ব বুঝে নেয়ার পর থেকেই যেন ক্রিকেট বোর্ডের কার্যক্রমে প্রানের স্পন্দন ফিরে এসেছে..প্রথম দিনেই তিনি বলেছিলেন ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টার কোন ক্রুটি করবেন না..আর কোন অনিয়ম বরদাস্ত করবেন না..বিশেষ করে বাংলাদেশ দলের ও এক সময়ের খ্যাতিমান তারকা ক্রিকেটারদের লোটাস কামাল গং যেখানে অবহেলায় দুরে ঠেলে দিয়েছিলেন সেখানে নুতন সভাপতি পাপন দায়িত্ব নিয়েই তাদের কাছে টানার কথা বলেন..তার মতে প্রাক্তন ক্রিকেটাররা সম্মানীয় ব্যাক্তিত্ব..বাংলাদেশ ক্রিকেটকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে তাদের অবদান ভোলার নয়..চাইব তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে..আর তাই সংগঠকদের পাশে তাদের নিয়েই কাজ করার ঘোষনা দেন..

ক্রিকেটের সাথে বিসিবির নয়া সভাপতির দুর্বলতা অনেক আগে থেকেই..তিনি গোড়া থেকেই আবাহনী ও সূর্যতরুন ক্লাবের সাথে জড়িয়ে আছেন..সেই থেকেই ক্রিকেটারদের সাথে তার রয়েছে মধুর সম্পর্ক..অতঃপর বিসিবির সভাপতি হয়েই ক্রিকেটারদের পাশে নিয়েই কাজ করার ঘোষনা দিয়ে অল্পদিনেই যেন খেলোয়াড়দের কাছে প্রিয় পাত্র হয়ে ধরা দিয়েছেন..বলতে হয় তার যোগদানের পর হতেই বিসিবি তথা ক্রিকেটে প্রানের স্পন্দন এসেছে..কাজের গতিও বেড়েছে..ভাল কিছু করার তাগিদও বেড়েছে..

বোর্ডের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই নির্বাচিত পরিচালনাপর্ষদের দায়িত্বভার শেষে গঠন করা হয়েছে নয়া এডহক কমিটি..যেখানে ঠাই পেয়েছেন জাতীয় দলের প্রাক্তন দুই দলনায়ক সুজন ও দুর্জয়..আছেন আরেক প্রাক্তন দলনায়ক লিপুও..যা কিনা প্রশংসিত হয়েছে অনেকের কাছেই..সাংসদ পাপনের বোর্ড  প্রধানের দায়িত্ব বুঝে নেয়ার পরই খুলনা পেলো নুতন টেষ্ট ভ্যেনুর মর্যাদা..শুধু কি তাই..খুলনার মাঠে প্রথম ওয়ানডেতে পুর্ন শক্তির ওয়েষ্ট ইন্ডিজকে মাত্র ১৯৯ রানে অল আউট করে দিয়ে অনেকটা সহজ ভাবেই ৭ উইকেটে হারানোর কৃতিত্বও দেখিয়েছে..টেষ্টে স্মরনীয় অভিষেকের পর জীবনের প্রথম ওয়ানডে ম্যাচেও সোহাগ গাজীর অসাধারন বোলিং(৪/২৯) সবার নজড় কেড়ে নেয়..ম্যাচ সেরাও ছিলেন সোহাগ..এছারা রাজ্জাক ৩৯ রানে ৩টি উইকেট নিয়ে কৃতিত্ব দেখান..পরে তামিমের মারমুখি ৫৮ এবং নাঈম(অপঃ৫০),অভিষেক হওয়া তরুন আনামুল(৪১),নাসির(২৮) ও মুশফিকের(অপঃ১৬) দৃড়তায় বাংলাদেশ ৫৮ বল হাতে রেখেই ৭উইকেটে সহজ জয়ের স্বাদ নেয়..বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিবকে ছাড়াই চার চারজন নুতন মুখকে খেলিয়ে পুর্ন শক্তির ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্বে এজয় ছিলো মনে দাগ কাটার মতই….তার আগে টেষ্টেও যথেষ্ট ভাল খেলেছে বাংলাদেশ দল..

অনেকদিনের একটা দাবীও পুরন করে প্রসংশিত হলেন বোর্ড প্রধান পাপন গং..তা হলো খুলনার কৃতি সন্তান এক সময়ের জাতীয় দলের তারকা ক্রিকেটার মন্জুর রানার নামকরন করা হয়েছে খুলনা ষ্টেডিয়ামের গ্যালারীর এক অংশের..

খুলনায় প্রথম ওয়ানডে ম্যাচের স্মরনীয় জয়টি মাঠে বসেই উপভোগ করেছেন বোর্ড প্রধান পাপন..ঢাকার বাইরে গিয়ে জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটারদের ও সংঘঠকদের পাশে নিয়ে খেলা দেখা..খেলার পর জয়ের আনন্দে হাসি মুখে বোর্ড প্রধানের সাথে জাতীয় দলের প্রাক্তন ৪ দলনায়ককে দেখা.. এবং বোর্ড প্রধান ও অন্যরা যে ভাবে একে অপরকে জড়িয়ে ধরে খুশির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তা ছিলো নজড় কাড়ার মত এবং বিরল মহুর্ত..এই আনন্দের মাঝেই আরেকটি সুসংবাদ যেন এলো পাপন গংয়ের মাঝে..যা ক্রিকেট প্রেমিকদের কাছে গর্ব করার মতই..তা হলো নিউজিল্যান্ডকে পেছনে ফেলে ওয়ানডে র‌্যাকিংএ প্রথম বারের মত ৮ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ..এসবই ছিলো যেন পাপন গংয়ের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপ..বলব প্রত্যাশা পুরনের আশার আলো যেন দেখা যাচ্ছে..তাই হোক..

No comments.

Leave a Reply