অকালে চিরবিদায় নিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মানিক

MANIQ-2                                                         … হুট করেই অসময়ে হার্টে এ্যটাকে চিরবিদায় নিয়ে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেই সাথে ঐতিহ্যবাহী ঢাকা ও কলকাতা মোহামেডান,ব্রাদার্স ইউনিয়ন,আরামবাগ এবং ফকিরেরপুল ইয়ংমেন্স দলের হয়ে খেলা মাঝ মাঠের কুশলী কারিগর নুরুল হক মানিক…ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজেউন….

                                                          …ঢাকা লীগে আরামবাগ ক্লাবের হয়ে খেলে সূচনা করেছিলেন মানিক…এরপর ব্রাদার্স ও মোহমেডানে খেলেছিলেন সুনামের সাথে…জাতীয় দলেও খেলেছেন বেশকছর…মানিক মোহামেডান ও ব্রাদার্সের দলনায়কও ছিলেন…মানিকের নেতৃত্বে ব্রাদার্স ১৯৯১ সালে ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিলো…মানিক ’৮৯ সালে মোহামেডানের হয়ে ইরানে অনুষ্ঠিত এশিয়ান ক্লাব কাপ ফুটবল ছাড়াও ভারতে কটি টুর্নামেন্টে খেলেছিলেন…জাতীয় ফুটবল দলে মানিকের প্রথম আত্মপ্রকাশটা ছিলো ‘৮৯-র ঢাকার প্রেসিডেন্ট গোল্ড কাপ আসরে বাংলাদেশ সবুজ দলের হয়ে…এরপর জাতীয় দলের হয়ে পাকিস্তানের কায়দে আযম ট্রফি ছাড়াও শ্রীলংকার সাফ গেমসের আসরেও খেলেছিলেন.. ‘৯১ সালে মাঝমাঠের তারকা ফুটবলার মানিক কলকাতা মোহামেডানে খেলেও নজড় কেড়েছিলেন সবার…’৯৫ সালে মানিক ছিলেন লীগে ঐতিহ্যবাহী মোহামেডানের দলনায়ক…সেবার মানিকের নেতৃত্বে মোহামেডান ঢামফা কাপ আসরে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিলো…খেলা ছেড়ে কোচিং পেশায় জড়িয়ে সুনাম কুড়িয়েছিলেন মানিক…ছিলেন বাফুফের নিয়োজিত একজন কোচ…

MANIQ-4

…’৯৫ সালেরে ঢামফা কাপ বিজয়ী মোহামেডান দলে দলনায়ক মানিক দাঁড়ানো ডানের পঞ্চম…

                                                                 …নীচে তুলে ধরা ২৫ বছর আগেকার ছবি দুটি আজ কেবলই যেন ফ্রেমে বাঁধানো স্মৃতি…১৯৯৫ সালে দেশের ফুটবলের দুই প্রধান দল মোহামেডান ও আবাহনীর দুই দলনায়ক ছিলেন মুন্না ও মানিক…সেসময় জনপ্রিয় পাক্ষিক ক্রীড়া ম্যাগাজিন “ক্রীড়াজগত” দুজনার ছবি দিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছিলো…ভাগ্যের কি নির্মম পরিহাস সেই দুই তারকা ফুটবলারই আজ আমাদের মাঝে নেই…

MANIQ-3

No comments.

Leave a Reply