প্রথম টেষ্ট ৫ম দিন অবধি গড়াক এইটুকুনই চাওয়া থাকল

….ক্রিকেট উদ্মাদনা চারিদিকে…আগে যেখানে দেখা মিলতো সবাই ফুটবলটাকে লাথি মারছে সেখানে আজ চোঁখে পড়ে ব্যাট-বল নিয়ে মেতে আছে ছোট শিশুটিও…এইত সেদিন এক বিকেলে গিয়েছিলাম ধানমন্ডি লেকের রবীন্দ্র স্মরনীতে…মানুষজনের সে কি ভিড়…তেমন একটা বসার জায়গাও নেই…তারই মাঝে দেখলাম দুই ছোট্ট বালকের ব্যাট-বল নিয়ে মেতে থাকা…সে কি ব্যাটিং…টি-২০ ষ্টাইলে বলকে তুলে তুলে মারছে…যা অবাক দৃষ্টিতে উপভোগ করছিলো সবাই…এ যেন আমাদের ক্রিকেটের জনপ্রিয়তারই এক চিত্র…

এদিকে আজ হতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েষ্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেষ্ট ম্যাচ..চলছে নানা জল্পনা-কল্পনা..কে কেমন করবে..কে জিতবে এনিয়ে আলোচনার যেন শেষ নেই..ব্যাস্থ সবাই..যেমন দুদলের ক্রিকেটাররা..তেমনি ক্রীড়া সাংবাদিক ও লেখকরা..ক্রিকেটাররা ঘাম ঝড়াচ্ছেন ভাল খেলা উপহার দেবার জন্য…ওদিকে রির্পোটাররা কর্মব্যাস্থ সুন্দর রির্পোট তুলে ধরার কাজে..

প্রথম টেষ্টের সেরা একাদশে কে থাকছেন এনিয়ে ভাবনার শেষ নেই..মনে হচ্ছে সেরা একাদশে থাকবেন তামিম-নাফিস-জুনায়েদ-সাকিব-মুসফিক-রিয়াদ-নাসির-নাইম-শাহদত-সানি ও রুবেল..তবে বলা যায় না শেষ মেষ সোহাগ গাজী দলে ঠাই পেয়ে যেতে পারেন..

এখানে স্মরন করা যেতে পারে যে বাংলাদেশ দল টেষ্ট খেলতে নামছে বড় একটা বিরতির পর..বলা যায় ১১ মাস পর..তাই বেশী ভাল কিছু আশা করাটাও বোকামি হবে..হলে তা হবে যেন বাড়তি পাওনা..তবে টেষ্ট ৫ম দিন অবধি গড়াক এইটুকুনই চাওয়া থাকল..প্রেস ব্রিফিংএ বাংলাদেশ দলের দলনায়ক ঠিক তেমনটাই প্রত্যাশা করছেন বলে জানালেন..ওদিকে বাংলাদেশ দলের প্রাক্তন দলনায়ক পাইলট বলেন টেষ্ট ম্যাচটি ৫দিনে গড়ালেই যেন জয় পাওয়ার মতই হবে..কারন এত দীর্ঘ সময় গ্যাপ দিয়ে তাও আবার শক্তিশালী ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্বে টেষ্ট ম্যাচ খেলে ৫ম দিন অবধি টেনে নিয়ে যেতে পারলে তা হবে প্রশংসা করার মত..তাই যেন হয়..আর তাই অপেক্ষার পালা..দৃষ্টি এখন মিরপুর ষ্টেডিয়ামের দিকে..বাংলাদেশ দল ভাল খেলুক..ক্রিকেট প্রেমিকদের আনন্দ দিক..চাই লড়াই করে ম্যাচ শেষ করুক..দলটির সবার প্রতি থাকল শুভ কামনা…

No comments.

Leave a Reply