ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ এ কোন খেলা

একটা সময় ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার জমজমাট আসর বসত..আন্তঃ হল আর আন্তঃ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা গুলো কত আর্কষনীয় হয়ে ধরা দিত..শুধু কি তাই জাতীয় ফুটবল-হকি-ক্রিকেট-টিটি-ব্যাডমিন্টন-এ্যাথলেটিকস-বাস্কেটবল আসরে একাধিক বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে দারুন কৃতিত্বও দেখিয়েছে..বাংলাদেশ দলের তারকা খেলোয়াড়দের মেলা যেন বসত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলায়..ঢাকসুর ক্রীড়া সম্পাদকের দায়িত্বে থেকে নানা সময় জাতীয় ফুটবল দলের খ্যাতিমান খেলোয়াড় পিন্টু-মানিক-কাননরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলায় প্রানের স্পন্দন এনে দিয়েছিলেন..

এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি এ্যাথলেটদের অনেকেই ছিলেন দেশ সেরা..জাতীয় এ্যাথলেটিকসে বিশেষ করে সুলতানা-সাইদুর রব-তোফাজ্জল-লিয়াকত-আরিফ জাতীয় আসরে একাধিকবার স্বর্ন পদক জয় করে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জল করেছেন..তেমনি টিটি-ব্যাডমিন্টনের জাতীয় চ্যাম্পিয়ন হয়ে ডানা ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গর্ব..এছাড়া ক্রিকেট-ফুটবল-হকিতে বেশ কবারই  ঢাকা বিশ্ববিদ্যালয় দলটি জাতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্টত্ব দেখিয়েছে..জাতীয় ক্রিকেটে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের খ্যাতিমান ব্যাটসম্যান তারিকুজ্জামান মুনিরের ট্রিপল সেঞ্চুরীর অসাধারন রের্কড ইতিহাসের পাতায় ঠাই করে নিয়েছে..আজও অনেকে খেলোয়াড় আফসোসের সুরেই বলেন লীগে সেরা নৈপুন্য প্রদর্শনকারী তালিকার শীর্ষে থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয় দলে ঠাই হত সাইড লাইনে..হবেই বা কেমন করে সেরা ১১জনের তালিকায় যে থাকত জাতীয় তারকায় ভরা..একটা সময় ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু পাওয়াটা ছিলো বড় সম্মানের-গর্বের ও অহংকারের…

..এ কোন খেলায় মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীর ভবিষ্য ছাএরা..

আজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই খেলাধুলার প্রানের স্পন্দন নেই..নেই আকর্ষন..বলতে হয় ভিন্ন খেলায় মগ্ন..আগে হত আন্তঃ হল ক্রীড়া প্রতিযোগীতা আর এখন হচ্ছে হল দখলের লড়াই!!! আগে জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়নের লড়াইয়ে নামা হত আজ কিনা ছাত্র রাজনীতিতে শ্রেষ্টত্বের লড়াইয়ে নামা!!!! আগে হত জম জমাট ফুটবল-ক্রিকেট-হকি আর নানা খেলা..এখন হয় যেন লাঠি খেলা-ফ্রি ষ্টাইল বক্সিং- আর পিস্তল চালানোর শুটিং!!!-আগে হত রশি টানাটানি খেলা আর আজ হয় মেয়েদের চুল টানা টানি খেলা!!!! বলার যেন কিছুই নেই হতাশা প্রকাশ করা ছারা…

No comments.

Leave a Reply