বড় দলের মন গড়া খেলা..ভাবাই যায়না

পাতানো খেলার নির্লজ নোংড়ামী নিয়ে লিখেছিলাম কদিন আগে..ক্রিকেটের মনগড়া রের্কড ব্রেকিং ম্যাচের কথাই তুলে ধরেছিলাম..আজ তুলে ধরছি ফুটবলের নির্লজ পাতানো খেলার কাহিনী..আমাদের ফুটবলের বড় দুটি দলের মনগড়া খেলা ভাবতেও অবাক লাগে..এমনতর সাজানো খেলার সুচনা সেই প্রথম থেকেই..বলতে হয় দেয়া নেয়ার খেলা হয়েছে..চলছে..চলবেই..এখানে দল আর বিচারক যে একই পরিবারের..তাইত নিন্দনীয় এ কাজের প্রতিরোধ গড়া আর হয়ে উঠেনি…

কিছদিন আগে ‘৭১ টিভিতে আবাহনী ও ব্রার্দাস ইউনিয়নের মনগড়া ম্যাচ নিয়ে একটি প্রতিবেদন দেখানো হয়..যেখানে কথা বলতে গিয়ে ব্রার্দাসের এক সময়ের খেলোয়ার ও বর্তমান কর্মকর্তা আমের খান তো বলেই ফেলেন ইয়েস আবাহনীকে  জয় তুলে দেয়া হয়েছে অনুরোধ রাখতে যেয়েই..ভাবাই যায় না..ব্যাপারটা নিয়ে সমালোচনার ঝড়ও উঠে..ব্যাস এপর্যন্তই..কে করবে কার বিচার..বিচারকরাই যে খেলোয়াড়..

বড় দলের মন গড়া খেলা..ভাবাই যায়না..যে খেলা খেলেছেন অনেক দলই..তবে বড় দলের ন্যাক্কারজনক পাতানো খেলাই আলোচনার টেবিলে থাকে বেশী করে..থাকাটাই যেন স্বাভাবিক..এখানে ১৯৭৪ মরসুমের আবাহনী ও মোহামেডানের পাতানো খেলা নিয়ে ’দৈনিক বাংলা’ পত্রিকায় প্রকাশিত দুটো রিপোর্ট তুলে ধরা হলো..এর মাঝে মোহামেডানের হিসেব কষেই লজ্জাষ্কর ভাবে ১-৫ গোলে দিলখুশার কাছে হেরে যাওয়াটা ছিলো তুলে ধরার মত..দিলকুশাকে সুপার লীগে খেলার সুযোগ করে দেবার জন্যই খেলায় মোহামেডান এক প্রহসনমুলক ও নিন্দনীয় খেলা উপহার দেয়..সুপার লীগে উঠতে হলে ৪ গোলের ব্যাবধানে জয়ের প্রয়োজন ছিলো দিলখুশার..তবে মোহামেডানের ভারতীয় খেলোয়াড় শ্রী প্রসাদ অনেকটা ইচ্ছের বিরুদ্বে একটি গোল করে বসলে গনে গনে ৫ গোল হযম করে নেয় মোহামেডান..আর হতাশায় ডুবে যায় ওয়ান্ডার্রাস..কারন সমান ১৯ পয়েন্ট হওয়ায় গোল পার্থক্যের কারনে সুপার লীগে উঠে যায় দিলখুশা..উলেখ্য যে নির্লজ পাতানো খেলায় ৫গোল করে যে দলটি সুপার লীগে উঠেছিলো সেই দিলখুশা দলই শেষ পর্যন্ত ’৭৪ সালের লীগ রার্নাস আপ হয়েছিলো..সে বছর মোহামেডান সুপার লীগেই উঠতে পারেনি..১৫ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে মোহামেডান ১০ম স্থান পায়..মজার ব্যাপার সমান পয়েন্ট থাকলেও আবাহনীর চেয়ে  বেশী গোল করা ছাড়াও  গোলের ব্যাবধানেও এগিয়ে থাকলেও সেবার মন গড়া ভাবেই যেন আবাহনীকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়েছিলো…

msc-0-5-dilkhusha-1974

2 Responses to “বড় দলের মন গড়া খেলা..ভাবাই যায়না”

  1. manjoor milki

    Oct 03. 2012

    pathokra kee bujlo? gorapayta matcher ovivabokder chinlo.kono lab nai. unara ai onggon sarben na.

    Reply to this comment
  2. t islam tarique

    Oct 03. 2012

    eai prohoson aajo shes hoini .. cholche so jaigatei .. ki khelai ki kaje ki rajnitite sob khetrei eai prohoson .. amra er theke ber hote parchi na keno ? ki bichitro eai desh …

    Reply to this comment

Leave a Reply