বাংলাদেশের ২৬২টি ওয়ানডে ম্যাচের জয় পরাজয়ের খতিয়ান

১৩ দলনায়কের পরিসংখ্যান

বাংলাদেশের আর্ন্তজাতিক ক্রীকেট আসরে এযাবৎ অধিনায়ক বদল হয়েছে মোট ১৩ বার…বলা যায় কারোই বিদায়টা যেন সুখকর ছিলোনা..১৯৮৬ তে শ্রীলংকায় অনুষ্টিত এশিয়া কাপ আসর দিয়ে আইসিসির স্বীকৃত ওয়ান ডে ম্যাচ খেলার সূচনা হয়েছিলো বাংলাদেশের..প্রথম নেতৃত্ব দিয়েছিলেন গাজী আশরাফ লিপু..তবে অনেকটা হঠাৎ করেই লিপুকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেয়া হয় মিনহাজুল আবেদীন নান্নুকে..আবার ২ ম্যাচ নেতৃত্ব না দিতেই নান্নুকে হটিয়ে দেয়াটা যেন ছিলো আরেক বড় চমক..এলেন আকরাম খাঁন..আইসিসি ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করিয়ে স্বপ্ন যখন দেখছিলেন বিশ্ব কাপে নেতৃত্ব দেবেন তখনই আকরামকে দূরে সরিয়ে দেয়া হলো..বুলবুল হলেন প্রথম বিশ্বকাপ দলনায়ক..আবার যেন একই কাহিনী..বিশ্বকাপের পর বুলবুল যখন প্রথম টেষ্ট দলনায়ক হবার স্বপ্নেবিভোর ছিলেন তখনই দুঃসংবাদ পেলেন..তাকে হটিয়ে দায়িত্ব তুলে দেয়া হলো নাইমুর রহমান দুর্জয়ের কাছে..দুর্জয় দলকে মাত্র ৪টি ম্যাচে নেতৃত্ব দেন..এরপর পালা বদলের পালায় দলকে নেতৃত্ব দিয়েছেন খালেদ মাহমুদ সুজন,রাজিন সালেহ,খালেদ মাসুদ পাইলট,হাবিবুল বাশার সুমন,মাশরাফি মুর্তজা,আশরাফুল,সাকিব আল হাসান এবং বর্তমান দলনায়ক মুশফিকুর রহিম..এদর মাঝে রাজিনকে দায়িত্ব দেয়া হয় মাত্র দুখেলায়..নৈপূন্যে ঘাটতির কারনে আশরাফুলকে ৩৮টি ম্যাচের পর দলনায়কের দায়িত্ব থেকে বিদায় দেয়া হয়..ওদিকে অনেকটা কপাল মন্দের কারনেই ৭ ম্যাচ নেতৃত্ব দেবার পর মাশরাফি ইনজুরির কারনে ছিটকে যান..তবে ফিরে এলে সাকিবকে সরিয়ে তাকে আর দায়িত্ব দেয়া হয়নি..

দেশের মাটিতে হাবিবুল বাশারের জিম্বাবুয়ের বিরুদ্বে আর সাকিবের ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয় ছিলো তুলে ধরার মত

সাকিব যেন ছিলেন সবচেয়ে সফল অধিনায়ক..সুমনের সফলতাও ছিলো তুলে ধরার মত..সুমন এযাবৎ সর্বোচ ৬৯টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় তুলে নিয়েছিলেন ২৯টি খেলায়…ওদিকে সাকিব ৪৭টি খেলায় নেতৃত্ব দিয়েই ২২টিতেই নিয়েছিলেন জয়ের স্বাদ..এরমাঝে চমক জাগানো ৪-০ তে সিরিজ জয় ছিলো নিউজিল্যান্ডের বিরুদ্বে..৩-১ জিম্বাবুয়েকে হারানো..ওয়েষ্টইন্ডিজকে ৩-০তে হারানো এবং বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে জয়..তবে এতসব সাফ্যলের পরও দুর্ভাগ্যজনক ভাবে সাকিবকেও বাদ দিয়ে দায়িত্ব দেয়া হয় মুশফিককে..

সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দলের ঢাকায় নিউজিল্যান্ডের বিরুদ্বে সিরিজ জয়ের স্বাদ স্মৃতিতে জ্বল জ্বলে হয়ে থাকবে অনেকদিন…

1st odi-lipu-

2 Responses to “বাংলাদেশের ২৬২টি ওয়ানডে ম্যাচের জয় পরাজয়ের খতিয়ান”

  1. Kishore

    Aug 21. 2012

    Fantastic aar khubi important information Bangladesh Cricket Team niye. Thanks a lot, Kiron bhai, for your hard work to come up with this awesome article.

    Reply to this comment
  2. Zaki Uz Zaman (Sabbir)

    Aug 21. 2012

    Timely required important information.

    Reply to this comment

Leave a Reply to Rajib