চির বিদায় নিলেন স্বাধীন বাংলা ফুটবল দল ও ঢাকা মোহামেডানের খ্যাতিমান ফুটবলার আইনুল

Ainul-1

…বামে ‘৭৭র ঢাকা লীগে আবাহনীর শ্রীলংকার ফুটবলার মহেন্দ্রপালাকে রুখছেন মোহামেডানের কৃতি ষ্টপার ব্যাক আইনুল…ডানে ‘৭২সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝে প্রথম বিদেশী দল কলকাতার মোহনবাগান ও বাংলাদেশ বাছাইকৃত দলে আইনুল…

                                    …ঢাকা মোহামেডান ও আবাহনীর প্রখ্যাত ফুটবলার শামসুর মৃত্যুর শোক ভুলতে না ভুলতে ঠিক তার পরদিনেই ২৮ আগষ্ট চির বিদায় নিয়ে চলে গেলেন ‘৭১র স্বাধীন বাংলা দলের ও ঢাকা মোহামেডানের খ্যাতিমান ফুটবলার কৃতি ষ্টপার ব্যাক “আইনুল হক”(ইন্নালিল্লাহে…..রাজিউন)…টানা দুই দিন ঢাকা ষ্টেডিয়াম মাতানো দুই তারকা ফুটবলারের মৃত্যু সংবাদে ফুটবল অঙ্গনে যেন নেমে এসেছে শোকের ছায়া…দীর্ঘদিন জটিল ক্যান্সার রোগে অাক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছিলেন ফুটবলার আইনুল…অবশেষে সবাইকে শোকে ভাসিয়ে প্রিয় ফুটবলার আইনুল হক চলে গেছেন না ফেরার ভূবনে…ঠিক একদিন আগেই মর্মান্তিক ভাবে হৃদক্রীয়া বন্ধজনিত কারনে পানিতে ডুবে গিয়ে প্রান হারান আরেক প্রখ্যাত ফুটবলার শামসু…বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক দলনায়ক খালেদ মাসুদ পাইলটেরই বাবা হলেন শামসু…

Ainul-2-                                 …খ্যাতিমান ষ্টপার ব্যাক আইনুল হকের বাড়ী ফরিদপুরে…’৬১ সালে চাকুরী সূত্রে পুলিশ দলের হয়েই প্রথম বারের মত ফরিদপুর লীগে খেলার সুযোগ হয়েছিলো আইনুলের…সেই সুবাদে ‘৬২ সালে ঢাকা লীগে পুলিশ দলে খেলার সুযোগ পেয়ে যান আইনুল…টানা ৫ মরসুম দাপটে খেলার পর যোগ দেন ফায়ার সার্ভিস দলে…সেবছর আইনুলের নৈপূন্যদীপ্ত খেলা মন কাড়ে মোহামেডানের কর্তাদের…আর তাই ‘৬৮ সালে কর্তারা আইনুলকে দলে টেনে নিয়েছিলো…এরপর আর জার্সী বদল করেননি ষ্টপার ব্যাক আইনুল…একটানা দীর্ঘ কয়েক বছর সাদা কালো জার্সীতে মাঠ মাতিয়ে গেছেন নিজ রক্ষনদূর্গ নির্ভরতার সাথে আগলে রেখে…টানা দশটি বছর মোহামেডান তাবুতে কাটিয়ে ‘৭৭ সালে যেয়ে শেষ বারের মত খেলে বিদায় নিয়েছিলেন আইনুল…সাদা কালো জার্সীতে মোহামেডানের হয়ে খেলে আইনুল ‘৬৯-’৭৫-’৭৬ এই তিন বছর নিয়েছিলেন লীগ চ্যাম্পিয়নের স্বাদ…

Ainul-3                                      …ফুটবলার আইনুল ‘৭১ এর মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলেতে “স্বাধীন বাংলা ফুটবল” দলের হয়ে ময়দানের যুদ্ধে লড়াই করেছেন ভারতের নানা যায়গায়…নিয়মিত খেলা ছাড়াও কটি খেলায় স্বাধীন বাংলা ফুটবল দলকে নেতৃত্বও দিয়েছিলেন…লাল সবুজের স্বাধীন বাংলাদেশে প্রথম ফুটবল মাঠে গড়িয়েছিলো ‘৭২ সালে বঙ্গবন্ধুর বাংলাদেশ একাদশ ও রাষ্ট্রপতি একাদশ দলের খেলার মধ্যদিয়ে…সেই খেলাতেও আইনুল খেলেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বঙ্গবন্ধুর বাংলাদেশ দলে…অপরদিকে বাছাইকৃত ফুটবলারদের নিয়ে গড়া হয়েছিলো রাষ্ট্রপতি একাদশ…এছাড়াও আইনুল ‘৭২ সালে ঢাকা মাঠে প্রথম বিদেশী দল সফরকারী কলকাতার শক্তিশালী মোহনবাগান ও তার কিছু পরে ইষ্টবেঙ্গল দলের বিরুদ্ধে প্রদর্শনী খেলাতেও খেলেছিলেন ঢাকা একাদশের হয়ে…সেবছর ঢাকা একাদশের হয়ে সর্ব ভারতীয় বদরুলই ট্রফিতেও খেলেছিলেন…ভাবতে খারাপই লাগে আর দুঃখজনক হলেও সত্য ‘৭১এর মহান মুক্তিযুদ্ধের রক্তঝড়া দিন গুলোতে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ময়দানের লড়াইয়ে অংশ নিয়ে ভারতের নানা যায়গায় লাল সবুজের পতাকাটা উড়ানো মুক্তিযোদ্ধা ফুটবলার আইনুল তার শেষ দিনগুলো কাটিয়েছেন বড় অসহায় অবস্থায় দুঃখ কষ্টের মাঝে…তাকে বাচিয়ে রাখতে কোন উন্নত চিকিৎসার ব্যাবস্থাটা আমরা করতে পারিনি…

No comments.

Leave a Reply