চলে গেলেন মোহামেডান-আবাহনী-রাজশাহীর খ্যাতিমান ষ্ট্রাইকার ও টাইগার দলের সাবেক দলনায়ক পাইলটের বাবা ফুটবলার শামসু

Shamsu-5a…আজ ২৭ আগষ্ট দুপুরে রাজশাহীতে নিজ বাসভবনের ধারেই পুকুরে গোসল করতে যেয়ে হঠাৎ হৃদক্রীয়া বন্ধ হয়ে পানিতে ডুবে গিয়ে মর্মান্তিক ভাবে চির বিদায় নিয়ে চলে গেলেন এক সময়ের ঢাকা মোহামেডান-আবাহনী ও রাজশাহী জেলা দলের হয়ে খেলে মাঠ মাতানো ষ্ট্রাইকার খ্যাতিমান তারকা ফুটবলার অনেকেরই প্রিয় খেলোয়াড় শামসুল আলম মোল্লা “শামসু” ভাই (ইন্নালিল্লাহে….রাজিউন)…শামসু ভাইয়েরই সুযোগ্য সন্তান হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দলনায়ক পাইলট…শামসু ভাইয়ের ছোট ভাই কচি ও জালুও ছিলেন ঢাকার ফুটবলের পরিচিত ফুটবলার…হাসি খুশি রসিক স্বভাবের প্রানোচ্ছল মানুষ ফুটবলার শামসু ভাইয়ের মৃত্যুতে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে আসে…দোয়া রইলো আল্লাহ যেন শামসু ভাইকে বেহেস্থ নসিব করেন…আমিন…

Shamsu-5b                                      ফুটবলার শামসু ঢাকা মোহামেডান ও আবাহনীর হয়ে দাপটে খেলে যেয়ে যেমন গোল করেছেন প্রচুর তেমনি এই দুদলের হয়েই লীগ চ্যাম্পিয়নের স্বাদও নিয়েছেন.. ‘৭৭ সালে রাজশাহী জেলা দল যেবার প্রথম জাতীয় ফুটবলে রার্নাসআপ হয়েছিলো সেবারও শামসু ছিলেন দলের সফল খেলোয়াড়…’৭৬ সালে আবাহনীর হয়ে দিলখুশার বিরুদ্ধে বড় জয়ের দিনে ষ্ট্রাইকার শামসুর করা হ্যাটট্রিক আর ঢাকা মাঠের অন্যতম সেরা প্রতিদ্বন্দিতামূলক আন্তর্জাতিক ম্যাচে আগা খান গোল্ড কাপের আসরে থাই ল্যান্ডের বিরুদ্ধে আবাহনীর ৩-০ গোলে এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করা সেই ঐতিহাসিক খেলাতেও শামসুর করা গোল এখনও অনেকের মনে দাগ কেটে আছে…

SHAMSU

…হৃদক্রীয়া বন্ধ হয়ে পুকুরে ডুবে গিয়ে প্রান হারানো প্রখ্যাত ফুটবলার শামসু ভাইকে দমকল বাহিনীর লোকজনের সহায়তায় পুকুর হতে তুলে আনা হচ্ছে…

No comments.

Leave a Reply