৬৮তম জন্মদিনে শ্রদ্ধাভরেই স্মরন করছি ”জাতীয় পুরস্কার” প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম শেখ কামালকে

MUJIB20

…আমার ছবি সংগ্রহের ভান্ডার হতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে প্রকাশিত “ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু পরিবার” ছবির এ্যালবাম…

…১৫ আগষ্ট ৬৮তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধাভরেই স্মরন করছি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ”জাতীয় ক্রীড়া পুরস্কার” প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম শেখ কামালকে…একজন দক্ষ ও সফল সংগঠক ও ক্রীড়াবিদ হিসেবে খ্যাত ছিলেন ক্রীড়াপ্রেমী শেখ কামাল…সাংগঠনিক দক্ষতায় শেখ কামাল সফল ভাবে গড়ে তুলেছিলেন আবাহনী ক্লাব…‘৭০ সালের গড়ার দিকে দেশীয় ফুটবলে শেখ কামালই প্রথম বিদেশী ফুটবল কোচ বিল হার্টকে এনেছিলেন আবাহনীতে…শুধু তাই নয় তিনি ছিলেন একজন চৌকস ক্রীড়াবিদ…শেখ কামাল সে সময় মেট্রোপলিশ ফুটবল খেলোয়াড় সমিতিরও সভাপতি ছিলেন…

KAMAL1

…এ্যাথলেট-বাস্কেটবল ও ক্রিকেট খেলার তিন মুহূর্তে শেখ কামালকে দেখা যাচ্ছে…

‘৭৫ সালে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লীগ চ্যাম্পিয়ন আবাহনীর নিয়মিত উদ্বোধনী বোলার ছিলেন শেখ কামাল…একই বছর ঢাকা বাস্কেটবল লীগ চ্যাম্পিয়ন ওয়ান্ডরার্স ক্লাবের হয়েও কৃতিত্বের সাথে খেলেছিলেন শেখ কামাল…ছিলেন এ্যাথলেটও…ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের বার্ষিক ক্রীড়ায় ১০০মিটার দৌড়েও চ্যাম্পিয়ন ছিলেন…ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে ক্রিকেটও খেলেছিলেন পেস বোলার শেখ কামাল…তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ায় ব্যাডমিন্টনে দ্বৈতে রার্নাসআপও হয়েছিলেন…এমনকি হলের ফুটবল খেলায়ও মেতেছিলেন শেখ কামাল…শেখ কামালের জীবনসঙ্গীনি মরহুম সুলতানা কামালও ছিলেন এক সময়ের দেশ সেরা এ্যাথলেট…১৯৯৭ সালে মরণত্তোর “জাতীয় পুরস্কার” দেয়া হয়েছিলো তাকে…ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু খেতাবও লাভ করেছিলেন সুলতানা কামাল…জাতীয় ক্রীড়ায় একাধিক স্বর্ন জয় শুধু নয় দেশের বাইরে ভারত থেকেও পদক জয় করে নাম কুড়িয়েছিলেন সুলতানা কামাল…ওদিকে খেলাধুলায় গৌরবোজ্জল অবদানের স্বীকৃতি স্বরূপ শেখ কামালকে ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১১ প্রদান করা হয়…

KAMAL2

…লীগ চ্যাম্পিয়ন আবাহনী ক্রিকেট দল-বাস্কেটবল লীগ চ্যাম্পিয়ন ওয়ান্ডরার্স ক্লাব ও প্রতি ফুটবলে শেখ কামালকে দেখা যাচ্ছে…

KAMAL3

…জন্মদিনে আবাহনী ক্লাব প্রাঙ্গনে শেখ কামালের স্মৃতিফলকে ক্লাব কর্মকর্তা ও ভক্তদের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন…

No comments.

Leave a Reply