৪১ বছরে পা রেখে ১০০০তম সংখ্যার প্রহর গুনছে ‘ক্রীড়াজগত’

KRIRAJAGAT1-0

…৪১ বর্ষ বিশেষ সংখ্যায় যে ৯২জন লেখক ও সাংবাদিক লিখেছেন এক ফ্রেমে তাদের ছবি এখানে তুলে ধরা হলো…

…অভাবনীয়ভাবে ৪০ বছরের দীর্ঘ পথচলা শেষে একমাত্র জাতীয় ক্রীড়া পাক্ষিক ম্যাগাজিন ”ক্রীড়াজগত” ৪১ বছরে পা রাখতে যাচ্ছে। দীর্ঘ ৪০ বছর ধরে ক্রীড়াজগত যে ভাবে জাতীয় পর্যায়ের খেলা ছাড়াও ঢাকা সহ গ্রামগঞ্জের খেলার ছবি ও তথ্য ভিত্তিক খবরা খবরের পাশাপাশি তারকা ক্রীড়াবিদ ও তরুন প্রতিভাদের তুলে ধরে প্রেরনা জুগিয়েছে তার তুলনা নেই। যা কিনা এক কথায় প্রশংসনীয়। আমাদের ক্রীড়াঙ্গনে ক্রীড়াজগতের অবদানের কথা ভোলার মত নয়। এবারের ৪১র বর্ষশুরু সংখ্যাটি সাজানো হয়েছে ক্রীড়াজগত নিয়ে একঝাক লেখকের স্মৃতিচারণমূলক লেখার সংমিশ্রণ ঘটিয়ে। ভাবাই যায় না এবারের বিশেষ আকর্ষণীয় সংখ্যায় লিখেছেন ক্রীড়াজগতের জন্মলগ্ন থেকে লিখে যাওয়া একাধিক দেশবরেণ্য খ্যাতিমান প্রবীণ ও বর্তমান সময়ের নামী ৯২জন লেখক ও ক্রীড়া সাংবাদিক। শ্রদ্ধা ও ভালবাসায় এখানে সবাইকে একই ফ্রেমে তুলে ধরা হলো। সকল লেখক ও ’ক্রীড়াজগতের’ প্রতি রইলো শুভকামনা…

dulal-editorক্রীড়াজগতের ৪১ বছরে পা রাখার শুভক্ষনে স্পেশাল থ্যান্কস জানাতেই হয় সম্পাদক স্নেহভাজন দুলাল মাহমুদকে। চরম অবহেলার মাঝে থেকেও তার নিরলশ পরিশ্রম আর কাজের প্রতি নিষ্টা,আন্তরিকতায় ক্রীড়াজগত দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৪১ বছরে পর্দাপন করছে। । নিজস্ব লোকবল তো তেমন একটা নেই তাছাড়া ভাবতেই অবাক লাগে জাতীয় ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়াজগত’ ম্যাগাজিন দীর্ঘদিন চলছে কোন ফটোগ্রাফর ছাড়াই!!!। এমনতর নানাবিধ সমস্যার মাঝে থেকেও যে ভাবে সম্পাদক হিসেবে দুলাল মাহমুদ দুই দশকেরও বেশী সময় ধরে দায়িত্ব পালন করে ক্রীড়াজগতকে টেনে নিয়ে গেছেন তার প্রশংসা না করল্লেই নয়। ’ক্রীড়াজগত’ এখন অপেক্ষার প্রহর গুনছে সম্পাদক দুলাল মাহমুদের সম্পাদনায় ‘৫০০’তম সংখ্যা এবং ক্রীড়াজগতের  ‘১০০০’ তম সংখ্যার। যা কিনা স্বল্প সময়েই পূর্ন হতে চলেছে। এ এক বিরল নজীড়ই বটে। যা কিনা বড় মাইলফলক হয়ে থাকবে বলাই যায়। ক্রীড়াজগত যেন আজ রের্কড বুক হয়ে আছে। খেলাধুলার অতীত ইতিহাস ঘাটতে গেলে ক্রীড়াজগতই একমাত্র বাহক হয়ে ধরা দেয়।

Picture16

…ক্রীড়াজগতের ৪০ বছরের পথচলায় তাদের গভীর শ্রদ্ধাভরেই স্মরনকরছি যাদের আমরা হারিয়েছি…

No comments.

Leave a Reply