অভাবনীয় ভাবে ’ক্রীড়াজগত’ ৪১ বছরে পা রাখছে

002…দেখতে দেখতেই চোঁখের সামনেই যেন জনপ্রিয় স্পোর্টস ম্যাগাজিন “ক্রীড়াজগত” তার চল্লিশ বছর পার করে ৪১এ পা রাখতে যাচ্ছে। এ এক অভাবনীয় ও বিরল ঘটনাই বলব । শুরুটা ছিলো সেই ‘৭৭ সালে। ক্রীড়াজগতের ৪১ বছর পূর্তির ক্ষনটায় খুব করেই মনে পড়ছে অনেকেরই নাম। যারা জম্ন লগ্ন থেকে লিখনির মাঝে ক্রীড়াজগতকে জনপ্রিয় করে তুলে একটা শক্ত ভীত দাড় করিয়ে দিয়ে গেছেন। শ্রদ্ধাভরেই স্মরন করছি সে সব প্রিয় মুখ গুলোকে যাদের আমরা হারিয়েছি অনেক আগেই। স্বনামধন্য লেখক ব্যক্তিত্বরা যারা না ফেরার দেশে চলে গেছেন তারা হলেন কাজী শামসুল ইসলাম-ফজলুর রহমান আরজু-তৌফিক আজিজ খান-বজলুল হুদা-এম.এ.রশিদ-কর্নেল অবঃ এম.এ.হামিদ-কাজী আলীম-রনজিত বিশ্বাস-বদিউজ্জামান-আতাউল হক মল্লিক-সালমা রফিক-মোহাম্মদ মুসা-মাসুদ আহমেদ রুমি-লতিফুর রহমান খান-আইনুল হক-শামসুদ্দিন আহমেদ-টিপু মজুমদার-জীবন বোস। এদের মাঝে শ্রদ্ধেয় আতাউল হক মল্লিক-বদিউজ্জামান ও সালমা রফিক এতিনজনের কথা আলাদা ভাবেই তুলে ধরতে হয়। এতিনজনের হাত ধরেই ছিলো আমার লেখালিখির জগতে হাতে খড়ি। তাদের স্নেহ,ভালবাসা ছিলো আমার যত প্রেরনা। এদের বৌদলতেই বলব আশি ও নব্বুই দশকে ক্রীড়াজড়তে অনেক লেখার সুযোগ হয়েছিলো আমার। রয়েছে ভাললাগার প্রিয় ক্রীড়াজগতের সাথে কতনা মধুর স্মৃতি।

lekhokh all3

… লিখনীর মাঝে ক্রীড়াজগতকে সমৃদ্ধ করে যারা পাঠকদের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন সে সব লেখকদের কজন …

… ভাবাই যায়না ক্রীড়াজগতের ৪১ বছর পূর্তির মাঝে সম্পাদক পদে খ্যাতিমান লেখক দুলাল মাহমুদও পার করে দিয়েছেন দুই দশকেরও বেশী সময়কাল। এসময়ে বলব নিরলস পরিশ্রম করে নিজের মেধা ও অভিজ্ঞতা ঢেলে ক্রীড়াজগতকে ভাল ভাবে এগিয়ে নিয়ে আকর্ষনীয় করে তুলতে প্রানপন চেষ্টাই করে গেছেন সম্পাদক দুলাল মাহমুদ। ভাল লাগার প্রিয় ‘ক্রীড়াজগতের’ ৪১ বছর পূর্তির শুভক্ষনে সম্পাদক দুলাল মাহমুদ ও সকল লেখককে শ্রদ্ধাভরেই স্মরন করছি। রইলো শুভ কামনা…

000

No comments.

Leave a Reply to Anonymous