বিজয়ের দিনে জাতির পিতা বঙ্গবন্ধুকে খুব মনে পড়ে

mujib-photo-album-kiron2….মহান বিজয় দিবসের ক্ষনে খুব করে মনে পড়ে জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে…আজকের দিনে বিনম্র শদ্ধাভরেই স্মরনকরি ক্রীড়া প্রেমিক সাবেক ফুটবলার স্মরনকালের শ্রেষ্ঠ বাঙ্গালী লাল সবুজের পতাকার জনক জাতির পিতা বঙ্গবন্ধুকে…কদিন আগে জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরনী অনুষ্টানে আমার খেলার ছবি সংগ্রহের ভান্ডার থেকে ছবি নিয়ে ক্রীড়া মন্ত্রনালয় প্রকাশ করে “ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু পরিবার” নামকরনে একটি ফটো এ্যালবাম…যেখানে বঙ্গবন্ধু ও তার দুই ছেলে শেখ কামাল-শেখ জামাল এবং কামালের জীবন সঙ্গীনি দেশ সেরা খ্যাতিমান মহিলা এ্যাথলেট সুলতানা কামালের খেলাধুলার অনেক দুর্লভ ছবি সেই সাথে তথ্যবহুল পেপার কাটিং তুলে ধরা হয়…বলতেই হয় ক্রীড়া মন্ত্রনালয় এ এ্যালবামটি প্রকাশ করায় দীর্ঘ ৪৫ বছর ধরে আমার সখের নেশা খেলার ছবি সংগ্রহের এ এক বড় পাওয়া এবং সুখকর স্বার্থকতা…জাতির পিতা শেখ মুজিবর রহমানের স্কুল জীবন থেকেই ফুটবল খেলার সূচনা…পরবর্তীতে ওয়ান্ডারার্সের হয়ে ঢাকার লীগ ফুটবল খেলেছেন…শেখ কামাল ছিলেন ক্রিকেট লীগ চ্যাম্পিয়ন আবাহনীর কৃতি ওপেনিং বোলার এবং বাস্কেবল লীগ চ্যাম্পিয়ন ওয়ান্ডারার্সের খেলোয়াড়…ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাথলেটিকস ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায়ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করার মাঝে পদক জিতেছেন…ফুটবলও খেলতেন…শেখ জামাল ফুটবল লীগে আজাদ স্পোটিংয়ের হয়ে খেলেছেন…ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেছেন শেখ জামাল…ওদিকে শেখ কামালের সহধর্মীনি দেশ সেরা মহিলা এ্যাথলেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ব্লুধারী এ্যাথলেট সুলতানা কামাল শুধুমাত্র দেশেই নয় ভারতেও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে পদক জয় করে সুনাম কুড়িয়েছিলেন…

mujib-photo-album-kiron4mujib-photo-album-kiron6

No comments.

Leave a Reply