আজ শান্ত সমর্থক তাই টনকও নড়েনা মোহামেডানের কর্তাদের!!

0-msc-match-bhundol…ঐতিহ্যবাহী সাদা কালো মোহামেডান দল এখন লীগ টেবিলের নীচের দিকের থার্ড বয়…মনে হচ্ছে এ দলটার জার্সী গায়ে জড়ানোটাও আজ ডাল ভাতের মত আর কোচের দায়িত্বটা না পাওয়াই বড় সৌভাগ্যের ব্যাপার…অথচ একটা সময় দলের প্রথম একাদশের ১১ জনই থাকত জাতীয় দলের নামী তারকা…আজকের দলটার এমনতর করুন অবস্থার কথা স্বপ্নেও যেন ভাবা যেতনা একটা সময়…হারলে-পিছিয়ে পড়া বা পয়েন্ট ভাগাভাগি করলেই হত নির্ঘাত লন্কাকান্ড বাধত গ্যালারীতে…এমনকি ক্লাব ভবনও ভাঙ্গচুর করা হত…ভাল দল গড়েও কতনা অশান্তিতে দল চালাতে হত ক্লাব কর্তাদের…আর আজ নীচু সারির দল গড়েও কতনা শান্তিতে দিন যাপন কর্তাদের…আগে ছিলো মোহামেডানের সমর্থকদের অশান্ত মন ও ক্ষুব্ধ জেদ আর আজ অনেকটাই শান্ত মন ও চুপচাপ স্বভাবের তাই যেন তেমন টনকও নড়েনা কর্তাদের !!!!!!!!!!!!!!!আগে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোন ভাবনাই কাজ করত না আর আজ টিকে থাকার লড়াইয়ে নামা হয় ঐতিহ্যবাহী দলটার!! যা কিনা ভাবতেই অবাক লাগে…আরো অবাক ব্যাপার নিজ দলেরই যেখানে ১২ বাজছে সেখানে জাতীয় দলের চরম ব্যার্থতার কারনে বাফুফে কর্তাদের পদত্যাগ দাবী তুলছেন মোমেডানের কর্তারা!!!না বল্লেই নয় ফুটবলের প্রান ফিরিয়ে আনতে হলে মোহামেডান ও আবাহনী এই দুই জনপ্রিয় দলকে ভাল ভাবে জেগে উঠতেই হবে…

0-msc-match-bundol3

No comments.

Leave a Reply