কোটি টাকার নিলামেই ডুবে থাকা হলো-শততম ওয়ানডে জয়কে স্মরনীয় করে রাখা হলোনা!!

0-13

… ওযানডে ক্রিকেটে শততম জয় উপহার দিলো টাইগার বাহিনী…বাংলাদেশ দলের ১৩ সেনাপতিকে অভিনন্দন…

…টাকার খেলা বিপিএলের কোটি টাকার নিলামেই তারকা ক্রিকেটারদের সাথে নিয়ে ডুবে থাকা হলো বোর্ড কর্তাদের…অথচ স্মৃতিপটে ধরে রাখার মত অনেক অপেক্ষার শততম ওয়ানডে জয়কে স্মরনীয় করে রাখার কোন উদ্যোগই নেয়া হলোনা!!ব্যপারটা ভাল লাগেনি মোটেও…ব্যাপারটা এমনতর নয় যে খেলা শেষে আচমকা জানা হলো আরে এ যে ১০০ জয়…বহু আগেই বোঝা হয় আফগানের বিরুদ্ধেই এসে যেতে পারে শততম জয়টা…তবে আফগানের সাথে ২য় ম্যাচ হেরে পয়েন্ট নষ্টের মাঝে শেষ ম্যাচের আগের রাত্রেই কিনা দীর্ঘক্ষন তারকা ক্রিকেটারদের বসিয়ে রেখে প্লেয়ার কেনা বেচার হাটে গভীর মগ্ন হয়ে থেকেছেন স্বয়ং বোর্ড সভাপতিসহ অনান্য কর্তারা…ব্যাপারটা মোটেও ভাল লাগার মত ছিলোনা…কোটি টাকার নিলামের আকর্ষন বাড়াতে গুরুত্বপূর্ন খেলার আগের রাত্রে তারকা ক্রিকেটারদের নিয়ে আসা হলো…অথচ শততম জয়কে আকর্ষনীয় ও স্মরনীয় করে রাখতে যাদের ঘাম ঝড়ানো পরিশ্রম আর সাধনায় ক্রিকেট আজকের এপর্যায়ে এসে দাড়িয়েছে পেছনে ফেলে সে সব ক্রিকেট তারকাদের নিয়ে আসা হলোনা…খুশি হতাম বা ভাল লাগত যদি পুরস্কার বিতরনী অনুষ্টানে ১০০ জয় উপহার দেয়ার পেছনের কারিগরদের একজনকেও দেখা যেত…প্রথম ওয়ানডে দলনায়ক গাজী আশরাফ লিপু-প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের সেনাপতি বুলবুল-প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের নায়ক রফিক-প্রথম শতরানের অধিকারী মেহরাব অপি-প্রথম ম্যান অব দ্য ম্যাচের গৌরবের অধিকারী আতহার আলী-প্রথম বিশ্বকাপ আসরে ম্যাচ জয়ের নায়ক সাবেক দলনায়ক নান্নু-বাংলাদেশ দলের প্রথম দলনায়ক শামীম কবির-সাবেক দলনায়ক খ্যাতিমান ক্রিকেটার রকিবুল হাসান-প্রথম আইসিসি ক্রিকেটের দলনায়ক শফিকুল হক হীরা-ঐতিহাসিক আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়ন দলের দলনায়ক আকরাম খাঁন এদের মত ক্রিকেট ব্যাক্তিত্বদের আমাদের ক্রিকেটের আজকের পর্যায়ে আসার পেছনে তাদের অবদানের কথা ভোলার মত নয়…এদের একজনকেও পুরস্কার বিতরনী অনুষ্টানে এনে সম্মানিত করা হলে ভাল লাগত…খুশি হতাম…তাছাড়া শততম জয়ের দিনে মুহূর্তটাকে স্মরনীয় ও আকর্ষনীয় করে তোলা যেত বাংলাদেশ জাতীয় দলের এযাবৎকার ১৩ সেনাপতি লিপু-নান্নু-আকরাম-বুলবুল-দুর্জয়-পাইলট-সুজন-সুমন-রাজিন সালেহ-আশরাফুল-মাশরাফি-সাকিব ও মুশফিককে আলাদা ভাবে সম্মানিত করে স্মারকক্রেষ্ট উপহার দেবার মাঝে…তেমনি ভাবে সম্মান জানানো যেত অতীতের কজন নিষ্ঠাবান সংগঠক ও সেই সাথে খেলোয়ার তৈরীর কারিগর জাতীয় দলের প্রথম দিককার কোচদের…কিছুই করা হলোনা…কোন আগ্রই দেখা গেলোনা…যত আগ্রহ দেখা গেলো বিপিএলের কোটি টাকার নিলামে মগ্ন থাকার পেছনে…তাও কিনা গুরুত্বপূর্ন এক খেলার আগের দিনের রাত্রে…

120-cricketer-z

….ওয়ানডে ক্রিকেটের শততম জয়ের ক্ষনে শ্রদ্ধাভরেই স্মরন করছি বাংলাদেশ দলে খেলা ১১৯ ক্রিকেটারকে….

…টাইগার বাহিনীর শততম ওয়ানডে জয়ের স্মরনীয়ক্ষনে শ্রদ্ধাভরেই স্মরন করছি এযাবৎ খেলা বাংলাদেশ দলের সকল ক্রিকেটার ও বিশেষ করে ওয়ানডে খেলা জাতীয় দলের সর্বমোট ১১৯ ক্রিকেটারকে…যারা কিনা তিলে তিলে ঘাম ঝড়ানোর মাঝে ভাল খেলা উপহার দিয়ে ওয়ানডে দলটাকে আজকের সম্মানজনক স্থানে নিয়ে গেছেন…স্মরনকরি ক্রিকেট বোর্ডের এপর্যন্তকার সকল কর্তাদের এবং জাতীয় দলের সকল কোচদের…সেই সাথে প্রবীন আম্পায়ারদের…খুব করে মনে পড়ে খেলোয়াড় গড়ার কারিগরদের মাঝে চীর বিদায় নেয়া জাতীয় দলের সাবেক দুই কোচ মরহুম চান খাঁন ও মরহুম বজলুর রশিদকে…ভোলা যায়না প্রবীন কোচ আলতাফ-জালাল আহমেদ ও ওসমান খাঁনকে…সেই সাথে ভোলার মত নয় গোড়ার দিককার গ্রাউন্ডসম্যান মরহুম লথিফকে…ওয়ানডে ক্রিকেটে শততম জয়েরক্ষনে বর্তমান সময়ের দুজন ক্রিকেটারকে স্পেশাল থ্যান্কস ও অভিনন্দন না জানালেই নয়…এদুজন হলেন টানা ৬ সিরিজ জয়ের স্বাদ এনে দেয়া ওয়ানডে ক্রিকেটে এযাবৎকার সবচেয়ে সফল ও জনপ্রিয় দলনায়ক মাশরাফি এবং বিশ্ব ক্রিকেটে ওয়ানডে র‌্যান্কিংএ নাম্বার ওয়ান হওয়া সেরা অলরাউন্ডার সাকিব…যারা কিনা আমাদের গর্বিতই শুধু করেননি সেই সাথে লাল সবুজের পতাকাটাকেও অনেক উচুতে তুলে ধরেছেন…

m-s1

No comments.

Leave a Reply to Anonymous