শ্রীলংকার টি-২০তে তামিমের ব্যাটিং তান্ডবে (৬১ বলে অপ:৯৩ রান) খুশি হতে পারলামনা

শ্রীলংকার টি-২০তে তামিমের ব্যাটিং তান্ডব (৬১ বলে অপ:৯৩ রান)

টি-২০ শ্রীলংকান প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচ খেলতে নেমেই দারুন ব্যাটিং নৈপূন্য দেখালো আমাদের তামিম ইকবাল..মাত্র ৬১টি বল খরচা করে মারমুখো ঢং এ ব্যাট চালিয়ে তুলে নেন হার না মানা অপরাজিত ৯৩ রান..তামিমের ব্যাটিং তান্ডবে বোলাররা ছিলো যেন অসহায়ের মত..তামিমের অতুলোনীয় শর্ট গুলো তাকিয়ে দেখা ছাড়া করার যেন কিছুই ছিলোনা..প্রথমে ব্যাট করতে নেমে উথুরা রুর্ডাস ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করলে তামিমের হাত খুলে খেলা ছাড়া বিকল্প পথ ছিলোনা..তাকে সার্পোট দেন কামরান আকমল(৫৫ বলে ৭৯)..জয়ের জন্য যখন প্রয়োজন ৩ রানের তখন মুবারকের বলে বিশাল ছক্কার মার মেরে তামিম জয় সূচক রান রান তুলে নেন..অপরাজিত ৯৩ রানের মাঝে তামিমের ব্যাট থেকে আসে ৭টি দর্শনীয় বাউন্ডারী ও নয়ন জুড়ানো ৬টি  ছক্কার মার..এতে করে তামিমের দল ওয়েম্বা ইউনাইটেড ৪ বল হাতে রেখেই ৯ উইকেটে জয়ের স্বাদ নেয়..শেষ হাসি দিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারটি নিজের করে নেন তামিম..আজ শুরু থেকেই রকমারি শর্ট খেলে তামিম মাঠের দর্শকদের যেমন মাতিয়ে রাখেন তেমনি আনন্দে ভাসান দলের অগনিত ভক্তদের..তবে জাতীয় ও দেশপ্রেমের বোধ থেকেই বলছি.. সত্যি করে বলতে কি তামিমের ব্যাটিং আজ আমাকে তেমন খুশি করতে পারেনি..

ভাবি জাতীয় দলের হয়ে তামিমের অমন বাহাদুরি ব্যাটিং তান্ডব কোথায় হারায়..কেনই বা নিজের হাত গুটিয়ে রাখেন..পরিসংখ্যানের পাতায় চোখ রেখেই এ কথা বলতে হচ্ছে..বিশ্ব খ্যাত মুরালী,মারুফ,মাইলসকে আজ যে ভাবে তলো ধুনা করলেন তামিম তা দেখে প্রশংসা না করে পারা যায়না..অথচ জাতীয় দলের হয়ে এইত কদিন আগে অনেক দর্বল বোলিং এ্যটাকের সামনে দাড়িয়েও তামিম ছিলেন অনেকটা নিষ্প্রভ..খুজে পাওয়া যায়নি তামিমের আসল রুপ..গত ট্যুরে তামিম আয়ারল্যান্ডের সাথে ৩ খেলায় তোলেন ৩১ বলে ৩১,৯বলে ০ এবং ৩৭ বলে ৩৯!!! আর স্কটল্যান্ডের সাথে ১৮ বলে ২৬,হল্যান্ডের সাথে প্রথম খেলায় ৫৩ বলে অপরাজিত ৬৯ এবং শেষ খেলায় হল্যান্ডের সাথে করেন ৪৬ বলে ৫০ রান…যা কিনা তামিমের নামের পাশে যেন বড়ই বেমানান..উলেখ্য টি-২০ তে ২০তম খেলায় গিয়ে তামিমের ব্যাট থেকে আসে মন্থর গতির প্রথম অর্ধশত রান..ভাবাই যায়না..ফলে দর্বল স্কটল্যান্ড ও হল্যান্ডের সাথে বাংলাদেশের লজ্জাষ্কর ও হতাশাজনক দুদুটো পরাজয় আসে..এখানে স্মরনযোগ্য যে আর্ন্তজাতিক ২১টি টি-২০ ম্যাচে তামিম সংগ্রহ করেন মাত্র ৪১৯ রান..যার গড় মাত্র ২০.৯৫..আর ষ্ট্রাইকিং রেট ১০০.২৩..যার মানে দাড়ায় কিনা বল প্রতি ১রান..যা তামিমের মত তারকা ব্যাটসম্যানের কাছে প্রত্যাশা করার মত মোটেও নয়..তাই যেন বলছিলাম শ্রীলংকান টি-২০ তে তামিমের ঝড়ো ব্যাটিং এ খুশি হতে পারলামনা..বাংলাদেশের পতাকা বহন করে যখন জাতীয় দলের হয়ে খেলেন তখন যদি ওমন ঝড়ো ব্যাটিং উপহার দিতেন তখনই বরং খুশি হওয়া যেত বেশী বেশী…আর গর্বে মন ভরত আমাদের..প্রশংসায় ভাসানো যেত তখনই আলাদা উচ্চতায়..কি বলেন আপনার??

টি-২০ আর্ন্তজাতিক ক্রীকেটে তামিমের ক্যারিয়ার পরিসংখ্যান

3 Responses to “শ্রীলংকার টি-২০তে তামিমের ব্যাটিং তান্ডবে (৬১ বলে অপ:৯৩ রান) খুশি হতে পারলামনা”

  1. muntasir chowdhury

    Aug 12. 2012

    kiron bhai t20 ekta notun format.amader playerder ektu somoy dewa dorkar.prothom dike t-20 match gulotey amader player ra bujtay parey nai kibhabe game plan korte hobe, kibhabe inings build-up korte hobe. goto bochor BPL khalar por thake improvement ta lokkho koren. amar mone achey s.africa biduddey ekta t-20 matchey BD team first 4 over ey 50/55 run tolar por 98 run ey all out hoiche. karon player ra bujtai parey nai tader target ki. Tobe ekhon tara onek matured. Now its their time to deliver.asa kori ebar tara valo korbey.

    Reply to this comment
  2. Sayestha Khan

    Aug 12. 2012

    Tamim is a Naturally Gifted Player no doubt.But he is Temperamental.In day last Big Tournament, he showed this by FOUR FINGERS.His place in da team w
    at that time wasund.er Cloud.His SR wasnot Good alsoat that time
    All Pros Playerd now do not GI’ve 100% playlng for da Country. But they excell playing for Clubs.

    Reply to this comment
  3. kishore

    Aug 12. 2012

    I hope dada Shourav Ganguli aar Pune Warriors er official der kaane gechhe amader Tamim er ei tremendous batting er ghotona ta! Sabbash Tamim — ekdom uchit reply jeno ei danobiyo batting! We are proud of you, Tamim!

    Reply to this comment

Leave a Reply