বিশ্ব কাপের প্রথম খেলাতেই বাংলাদেশ ২৫ রানে জয়ের স্বাদ নিলো

কাল আসর শুরু না হতেই মনের অজান্তে হেড লাইন লিখে ফেলেছিলাম অনুর্ধ্ব-১৯ বিশ্ব কাপ ক্রীকেটের শুভ সূচনা…হয়েছেও ঠিক তেমনি..আমার ফেইস বুক বন্ধু মাহবুব ভাই কমেন্টস করলেন দলনায়ক আনামুলকে সামনে থেকে দায়িত্ব নিয়ে দলকে টানতে হবে..আনামুল তাই করলেন..মেঘ না চাইতেই বৃষ্টির মত আশা গুলো পূরন হয়ে গেলো..বিশ্ব কাপের প্রথম খেলাতেই বাংলাদেশ ২৫ রানে জয়ের স্বাদ নিলো শক্তিশালী লংকার বিরুদ্বে..অধিনায়ক আনামুলই ম্যাচ জয়ের নায়ক..অতুলোনীয় শতরান(১০১) হাঁকিয়ে বিশ্ব ক্রীকেটে জানান দিলেন উঠে আসছেন তিনি আগামীর তারকা হয়ে..ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠলো আনামুলের হাতেই..
জয় দিয়ে আসরটা শুভ সূচনা করলেও টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সূচনাটা মোটেও ভাল ছিলোনা বাংলাদেশের..রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরে যান ওপেনার সুমাইয়া সরকার..৪২ রানের মাথায় অপর ওপেনার লিটনেরও(৪) বিদায় হলো..এরপর অধিনায়ক আনামুল ও আসিফের দৃঢ়তায় শক্তিশালী ভীত গড়ে তুলে বাংলাদেশ যুব দলটি..এদুজনের ১৪১ রানের জুটির ফাটল ধরে ১৮৩ রানের মাথায়..১২৭ বলের মোকাবেলায় ৯টি দর্শনীয় বাউন্ডারী ও এক চোখ ধাঁধানো ছক্কা হাঁকিয়ে আনামুল ১০১ রান তুলে আউট হয়ে ফিরেন..অপর দিকে ১১৪ বল খেলে ৬ চারের সাহায্যে অনবদ্য ৮৪ করে বিদায় নেন আসিফ..এরপর আল-আমিন ২১ ও নুর হোসেন ১৫ তুলে নিলে ৭উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ..লংকান সফল বোলার ছিলেন ডিমেল(৩/৪৬)..২৫০ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপের মাঝে পরে লংকান দল..এসময় জয়সিংহে(৮৩) ও মাদুসাংকা(৪৮) শক্ত ভাবে হাল ধরলেও জয়ের শেষ ঠিকানায় পৌছাতে পারেনি লংনকানরা..ব্যাটিংএ ব্যার্থতার জ¦ালা মিটিয়ে শেষ দিকে বল হাতে দারুন চমক দেখান সুমাইয়া সরকার..মাত্র ১০ বল করে ১০ রানে টানা দুটো সহ সবোর্চ ৩টি উইকেট দখল করে দলকে ২৫ রানে জয়ের স্বাদ পাইয়ে দিতে বড় ভ‚মিকা রাখেন..এছারা তাসকিন ২টি ও শাব্বীর,নাঈম,নাসুম ১টি করে উইকেট নিয়ে দলকে জয় এনে দিতে সাহায্য করেন..এজয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে খেলার পথ যেন অনেকটাই সুগম হলো..আজ আরেক শক্ত প্রতিদ¦ন্ধি সাউথ আফ্রিকার বিরুদ্বে খেলবে বাংলাদেশ দল..জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন কোন কথা নেই..দেখা যাক আজ কেমন খেলে জুনিয়র টাইগাররা..

One Response to “বিশ্ব কাপের প্রথম খেলাতেই বাংলাদেশ ২৫ রানে জয়ের স্বাদ নিলো”

  1. kishore

    Aug 11. 2012

    Very glad to see what our future rising stars just did beating a strong opposition, Sri Lanka! Aar shotti-i mone hochchhe khub ekta durey nai je aamra onno sob gulu test playing nation gulir sathe palla dibo soman taaley!

    Reply to this comment

Leave a Reply