৪৪ বছর আগে প্রথম স্বাধীনতা কাপে মোহামেডানের চ্যাম্পিয়নের নায়ক সালাউদ্দিন

40bosor…স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম ফুটবলের আসর বসে ১৯৭২ সালে স্বাধীনতা দিবস ফুটবলের মধ্য দিয়েই..ফাইনালে ইষ্টএন্ডকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের মাঝে সেবার সাদা কালোর ঐতিহ্যবাহী মোহমেডান স্পোটিং ক্লাব সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্টিত করেছিলো…দুদটো দর্শনীয় গোল করে মোহামেডানের স্বাধীনতাত্তোর প্রথম চ্যাম্পিয়নের মুল নায়ক হয়ে ধরা দেন আজকের বাফুফে বিগ বস সে সময়ের খ্যাতিমান তুখোর ষ্ট্রাইকার সালাউদ্দিন..সেদিন ফাইনালে প্রথম ও শেষ গোলটি করেছিলেন সালাউদ্দিন..অপর গোলটি  করেছিলেন আমিনুল ইসলাম..সালাউদ্দিনের গোলে মোহামেডান এগিয়ে গেলেও সমতা আনেন ইষ্টএন্ডের সাত্তার..

..ফাইনালে মোহামেডানের হয়ে খেলেছিলেন কিপার মনি-জহির-পিন্টু(দলনায়ক)-আইনুল-মঈন-কায়কোবাদ-প্রতাপ(আমিনুল)-সালাউদ্দিন-হাফিজউদ্দিন-শামসু ও টিপু…অপরদিকে ইষ্টএন্ডের হয়ে খেলেছিলেন কিপার মোখলেস-নুরুল আমিন-রফিক-সিরাজউদ্দিন(ডেরিক)-আশরাফ-বেলাল(দলনায়ক)-ইদরিস-সাঈদ-জাহাঙ্গীর(ইসহাক)-সাত্তার ও আঙ্গুর..ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারী মুনির হোসেন..সহকারী রেফারী ছিলেন মহিউদ্দিন চৌধুরী ও দলিল খান…

44৪৪ বছর আগের ও পরের স্বাধীনতা দিবস ফুটবলকে কেন জানি মেলানোই যায়না…তেমনি মেলানো যায়না মোহামেডান দলটাকে…সেদিনের ফুটবলের ছিলো সেকি জনপ্রিয়তা-উত্তেজনা..আর ছিলো মাঠ ভরা দর্শকের সমাগম..আর আজ সেরা দর গুলোর খেলা হয় অনেকটা ফাঁকা মাঠে..ভাবাই যায় না..কে জানে কবে ফিরবে ফুটবলের সুদিন..দর্শকে ভরে উঠবে মাঠ..সেদিনের সাদা কালোর দেশে সেরা ঐতিহ্যবাহী মোহামেডান দলটি চ্যাম্পিয়ন ছাড়া কিছুই যেন ভাবতে পারত না..দলও গড়া হত তারকা ফুটবলারদের নিয়ে সেরা মানের…আর আজ ভাবাই যায় না ট্রফি জয়েরর লক্ষকে পেছনে ফেলে টিকে থাকার লড়াইয়েই যেন মাঠে নামে দলটি..এবারও মাঝারী মানের দল গড়েছে তেমন তারকা খেলোয়াড় ছাড়াই…ফলাফল স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম রাউন্ডেই বিদায়…অথচ একটা সময় ছিলো ম্যাচে  ড্র করলে বা হারলেত রীাতমত ক্লাব আক্রমন করে বসত দলীয় সমর্থকরা…ওসময় ফুটবলারদের ভয়ে ভয়ে ক্লাব তাবুতে থাকতে হত…রাস্তায় বের হওয়াটাও যেন ছিলো বিপদ…আজ কিনা হেসে খেলে মাঠ ছাড়ে দল…শান্তিতেই ঘোরা ফেরা হয় এদিক ওদিক…এ কথা না বল্লেই নয় ফুটবলের হারানো জোয়ার-উম্মাদণা-মাতামাতি সেই সাথে প্রান ফিরিয়ে আনতে হলে মোহামেডানকেত বটেই সেই সাথে আবাহনীকে  ভাল ভাবে জেগে উঠতেই হবে এক একটি  ট্রফি জয়ের মাঝে…কারন এদুলের অগনিত পাগল সমর্থকক রয়েছে দেশেন সবত্র…যারা কিনা আজও আশায় বুক বেধে আছে প্রিয় দলের সাফেল্য দেখার আশাতে..

One Response to “৪৪ বছর আগে প্রথম স্বাধীনতা কাপে মোহামেডানের চ্যাম্পিয়নের নায়ক সালাউদ্দিন”

  1. Rezaul

    May 08. 2016

    I have been in America for many years and a great fan of Dhaka Abahani . I don’t remember the Abahani – Mohammedan football league match of both Ist round and super league match result of 1977 , 1980 , 1982 and
    1983 . Plz , anybody can give me the information ?

    Reply to this comment

Leave a Reply to Anonymous