২৫ বছর আগেরে ইডেনের স্মৃতিঃম্যাচ সেরা আতহার আলী

Eden-athar-…আজ হতে ঠিক ২৫ বছর আগের কলকাতা বৃহৎ ইডেন গার্ডেন ক্রিকেট ষ্টেডিয়ামের এক সূখ গাথা স্মৃতির কথা আজও মনে পড়ে…যে সুখকর স্মৃতি ভোলার মত যে নয়…ওটাত ছিলো এক ইতিহাস…’৯০ সালে এশিয়া কাপ ক্রিকেটের তৃতীয় আসরটি বসেছিলো ভারতে…আর সেবারই প্রথম বারের মত কলকাতার ইডেন গার্ডেনে খেলতে নেমেছিলো বাংলাদেশ দল সে সময়ের দেশ সেরা খ্যাতিমান ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বে…রানাতুঙ্গা-অরবিন্দ ডি সিলভা-জয়সুরিয়া-গুরুসিংহে-হাসান তিলেকারত্নে-লেব্রয়-রওশন মহানামার মত তারকা ক্রিকেটারে সমৃদ্ধ শক্তিশালী শ্রীলংকার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ…খেলায় বাংলাদেশ হারলেও তাক লাগানো অসাধারন ব্যাটিং নৈপূন্য প্রদর্শন করে ম্যাচের হিরো বনে যান আতহার আলী…দারুন ভাবে জ্বলে উঠে ব্যাটিং তান্ডবে ইডেন গার্ডেনের দর্শক মাতিয়ে সেদিন আলাদা ভাবেই সবার মন কেড়েছিলেন টাইগার বয় সুদর্শন ও ষ্টাইলিশ অলরাউন্ডার দীর্ঘকায় আতহার আলী খাঁন…বলতে হয় প্রশংসায় ভাসিয়ে দর্শকদের মুখে মুখে ছিলো সেদিন আতহার আলীর নাম…দিনটাই যেন ছিলো তার…ব্যাট হাতে মাঠে এলেন-খেল্লেন আর মন জয় করে ফিরলেন…লংকান বোলারদের অনেকটা একাই শাসন করে গেছেন আতহার…৯৫ বলের মোকাবেলায় ঢ্যাশিং ব্যাটসম্যান আতহার আলী স্পিনার জয়সুরিয়ার বলে দুটি ও ডিসিলভার বলে ১টি বিশাল ছক্কা হাঁকিয়ে অপরাজিত সর্বোচ ৭৮ রান নিজেরে ঝুলিতে জমা করে ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন…খেলার শেষে ম্যান অব দ্যা ম্যাচ হিসাবে আতহার আলীর নামটি যখন ঘোষনা করা হয় তখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাম উঠে যায় তার…ওটাই যে ছিলো আইসিসির সীমিত ওভারের ওয়ানডে ম্যাচে প্রথম ম্যাচ সেরার পুরস্কার…স্মরনীয় এমধুর স্মৃতিটা তাই আতহারের কাছেত বটেই আজও অনেকেের মনেই দাগ কেটে আছে…থাকবেইনা কেন ওয়ানডে ক্রিকেটের প্রথম ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বলে কথা…আতহারের সেদিনের সেই অনন্য কৃতিত্ব বলতেই হয় বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তিও অনেকখানি তুলে ধরেছিলো ক্রিকেট বিশ্বে…

athar-mom

…বামে ইডেনের মাঠে বাংলাদেশ দল…ডানে ম্যাচ সেরা আতহার আলী…

eden-shantu

…লংকান ব্যাটসম্যান হাসান তিলেকেরত্নায়েককে আউট করে কিপার নাসুকে নিয়ে আনন্দ উল্লাসে মত্ত স্পিনার শান্টু…

…আতহার আলীর ইতিহাসের পাঁতায় নাম লেখানোর সেই স্মরনীয় ইনিংসটার বড় সাক্ষী হয়ে থাকতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে…সেদিন ইডেন গার্ডেনে বাংলাদেশ থেকে খেলা কাভার করতে যেয়ে একমাত্র আমিই ফটো সাংবাদিক হিসাবে ক্যামেরা হাতে মাঠে বসে দেখেছি আতহারের প্রথম ম্যাচ সেরা মনমাতানো ব্যাটিং…তোলাও হয় অনেক ছবি…তাই ভোলার মত নয় ইডেনে বাংলাদেশ দলের প্রথম খেলার সুখকর স্মৃতি…বলা যায় স্মৃতির পাঁতায় যা আজও জ্বল জ্বলে হয়ে ভেসে উঠে ড্রাইভ-কাট-হুক-পুল শর্টের বাহারী মারের মাঠ মাতিয়ে তোলা আতহারের ৭৮ রানের ইনিংসটি…থাকবেও অনেকদিন…ওটা ছিলো আতহার আলীর ওয়ানডে ক্যারিয়ারের ৫ম ম্যাচ…তার ঠিক আগের খেলাতেই আতহার চন্ডিগড়ে ভারতের বিরদ্ধে উপহার দিয়েছিলেন ঝলমলে ৪০ রানের  ইনিংস…ইডেনের সেই ম্যাচে শেষ দিকে এসে কিপার নাসু ৪০ বল অপচয় করে তুলেছিলেন মাত্র ১১ রান…তবে সিঙ্গেল নিয়ে যদি আতহারকে ষ্ট্রাইক দিতেন তাহলে হয়ত আতহার শতরান করে ফেলতে পারতেন…৪৫ ওভারের খেলায় সেদিন প্রথমে ব্যাট করে শ্রীলংকা দল তুলেছিলো ২৪৯ রান…যান মাঝে  ডিসিলভার ৮৯-রানাতুঙ্গার অপরাজিত ৬৪-তিলেকারত্নায়েকের ৩৯ ও গুরুসিংয়ের ৩৮ রান ছিলো তুলে ধরার মত…একটি করে উইকেট লাভ করেছিলেন পিন্স-শান্টু ও নান্নু…জবাবে বাংলাদেশ সংগ্রহ করেছিলো ৯ উইকেটে ১৭৮ রান…ফলে হারতে হয় ৭১ রানের ব্যাবধানে…খেলায় আতহারের ৭৮ রান ছাড়াও দলনায়ক নান্নুর দৃড়তাপূর্ন ৩৩ রান ছিলো দেখবার মত…এদুজনের জুটিতে এসেছিলো মূল্যবান ৫০ রান…এছাড়া শান্টু ১০-ফারুক ১২ ও নাসুর ব্যাট থেকে আসে ১১ রান…২ উইকেট নিয়ে জয়সুড়িয়া ছিলেন সফল বোলার..এছাড়া রামানায়েক-অনুসিড়ি-ডিসিলভা-গুরুসিংহে ও বিক্রমাসিংহে নেন ১টি করে উইকেট…খেলা শেষে প্রধান অতিথি কলকাতার মূখ্য মন্ত্রী জ্যোতি বসু আতহার আলীর হাতে তুলে দেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্তার…বলতেই হয় মহুর্তটা থেকে যায় আতহারের কাছেত বটেই আমাদের ক্রিকেটের এক সুখকর ইতিহাস হয়ে…

eden-prince

…বামে প্রধান অতিথি জ্যোতি বসুর হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিচ্ছেন ভারতীয় দলনায়ক আজহারউদ্দিন…ডানে প্রিন্সের বলে অফে ঠেলে দিয়েই রান নিতে ছুটছেন ডিসিলভা…ঝাপিয়ে পড়েও বল আটকাতে পারেননি প্রিন্স…

No comments.

Leave a Reply