ক্রিকেটার ডালিমের প্রথম গান

DALIM SONGএক সময়ের ঢাকা ও নারায়নগঞ্জ ক্রিকেটের জনপ্রিয় মুখ কৃতি ব্যাটসম্যান ও উইকেট কিপার ছিলেন ডালিম শহিদুল্লাহ…যিনি ক্রিকেট মাঠে অধিক পরিচিত ছিলেন বড় ডালিম নামে…খেলার পাশাপাশি গানের প্রতি তার দুর্বলতা ছিলো ভিষন…নিজে টুকটাক গাইতেনও ভাল…লেখার অভ্যাশও ছিলো কিছুটা…খেলা ছেড়ে দীর্ঘ দুই দশকেরও বেশী সময় স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে…তবে গানের প্রতি টানটা তার রয়েই গেছে…বলতে হয় অনেকটা সময় নিয়েই নিজের লেখা ও সূরে প্রথম মিউজিক ভিডিও বের করার কাজে হাত দিয়েছেন…প্রথম গান “এই শোনো” মেলোডি গানটির কাজ এরই মাঝে সম্পন্ন করেছেন…গানের কথা ও সুর সত্যি মনে দাগ কাটার মত…সবারই ভাল লাগার কথা…এখানে ক্রিকেটার ডালিম শহিদুল্লাহর প্রথম মেলোডী গানটি তুলে ধরা হলো…

…ক্রিকেটার বড় ডালিম নারায়নগঞ্জ মাঠে রেইনবো ক্লাবের হয়েই ক্রিকেট লীগ খেলা শুরু করেছিলেন…অল্প দিনেই নিজেকে মেলে ধরতে সক্ষম হন ব্যাটিং ও কিপিংএ নৈপূন্য প্রদর্শনের মাঝে…এরপর ক্রিকেটার পারভেজের বৌদলতে ঢাকা লীগ খেলার সুযোগ পান ঈগলেটসের হয়ে…অনেকটা মারমুখো ব্যাটসম্যানই ছিলেন বড় ডালিম…নারায়নগঞ্জ লীগে রেইনবোর হয়ে সেঞ্চুরীও রয়েছে তার…রেইনবো ক্লাব সে সময় টানা ৩বার লীগ চ্যাম্পিয়ন হয়েও শ্রেষ্টত্ব  দেখিয়েছিলো…রেইনবো ক্লাবে খেলার পেছনে বড় অবদানই ছিলো বাবুল ভাই…সেই রেইনবো দলের হয়েই নারায়নগঞ্জ লীগ খেলার পাশে ঢাকার ২য় বিভাগও খেলা হয় তার…

DALIM5

…বামে ঢাকার ঈগলেটস ক্লাবে বড় ডালিম আর ডানে নারায়নগঞ্জ রেইনবো ক্লাবে ডালিমকে দেখা যাচ্ছে…

DALIM4

…বড় ডালিমের আশি দশকের স্মরনীয় দুটো ম্যাচের পেপার কাটিং ও আমার তোলা ছবিতে আজকের বড় ডালিম…

…ঢাকা লীগে সে সময়ে ডালিম নামের দুই ক্রিকেটারই ছিলেন নারায়নগঞ্জ জেলার…আর তাই বড় ডালিম হিসাবেই পরিচিত ছিলেন ডালিম শহিদুল্লাহ…’৭৪ সালে ঢাকার প্রথম বিভাগ লীগে ঈগলেটস ক্লাবে খেলা শুরু করে এক দশক পর একটা সময় যোগ দেন বড় ডালিম ব্রার্দাস ইউনিয়ন ক্লাবে…দুবছর খেলারপর খেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার শাকিল কাশেমের নেতৃত্বে আজাদ বয়েজ ক্লাবে…সে সময়ে মিলর্নাস প্রথম বিভাগ লীগে আজাদ বয়েজের হয়ে খেলে চ্যাম্পিয়নের স্বাদও নেন…সে সময়টায় প্রথম টেষ্ট সেঞ্চুরীয়ান বুলবুল ছিলেন আজাদ বয়েজ ক্লাবের উঠতি তারকা…অতঃপর ঢাকা লীগ খেলার ইতি টেনেছিলেন শেষবার ওয়ারী ক্লাবে খেলে এবং তারপরপরই পাড়ী দেন যুক্তরাষ্ট্রে…দুজন মানুষের কাছে বড় বেশী কৃতজ্ঞ বড় ডালিম…যারা কিনা তাকে নারায়নগঞ্জ ও ঢাকা লীগে শুধু খেলার সুযোগই করে দেননি ছিলেন তার খেলোয়াড়ী জীবনের বড় প্রেরনা…আর এদুজন হলেন নারায়নগঞ্জ রেইনবো ক্লাবের বাবুল ভাই ও ঈগলেটস ক্লাবের পারভেজ ভাই…

DALIM1a

…আজাদ বয়েজ ক্লাবে বড় ডালিম…

DALIM6

…ডানে বোর্ড পরিচালক ববি ও জাতীয় দলের সাবেক দলনায়ক লিপুর সাথে বড় ডালিম…বামে আমি ও বড় ডালিম…

…ঢাকা লীগ ও সেই সাথে নারায়নগঞ্জ লীগ খেলা ছাড়াও বড় ডালিম জাতীয় ক্রিকেট আসরও খেলেছেন নারায়নগঞ্জ জেলা দলের হয়ে বেশ কবছর সুনামের সাথেই…জেলা দলের দলনায়কও ছিলেন বড় ডালিম…তার নেতৃত্বে নারায়নগঞ্জ জেলা দল জোনাল ক্রিকেটে চ্যাম্পিয়নও হয়েছিলো…ঢাকা-নারায়নগঞ্জ লীগের পাশাপাশি চট্রগ্রাম লীগে শহিদ শাহজাহান সংঘের হয়েও খেলেঝেন বড় ডালিম…একই সময়কালে আমারও ঢাকা ক্রিকেট লীগ খেলার কারনে প্রানোচ্ছল ও হাসি খুশি স্বভাবের বন্ধুভাবাপন্ন বড় ডালিমের সাথে আমার সখ্যতা ছিলো বেশ…সেই সুসম্পর্ক আছে আজও…বলতে হয় আমার শ্রদ্ধাভাজন ভাল লাগার এক মানুষ ছিলেন ডালিম ভাই…২০১১ সালে অফিসের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়া হলে সে সময়ে ডালিম ভাইয়ের সাথে দেখা হয়ে যায় দীর্ঘ দুদশকেরও পর…নিউইয়র্কে ডালিম ভাইয়ের আন্তরিক আতিথিয়তা ভোলার মত নয়…তেমনি ভোলার মত নয় ‘৮৪ মরসুমে ব্রার্দাসের হয়ে শক্তিশালী মোহামেডানের বিরুদ্ধে ডালিম ভাইয়ের ম্যাচ জয়ী মনমাতানো সর্বোচ ৬৮ রানের ইনিংসটি…ওটাই ছিলো মোহামেডানের লীগ আসরে প্রথম পরাজয়…

DALIM2

…নারায়নগঞ্জ জেলা দলে বড় ডালিম…

No comments.

Leave a Reply