চরম অবহেলায় থেকে চলেই গেলেন কোচ রতন

Ratan died-৩ ফেব্রুয়ারী সকাল ৫টার ও আগে ঘুম ভাঙ্গলো একটা ফোন কলে…ভাবতেও পারিনি একটা দুঃসংবাদ নিয়ে জেগে উঠতে হবে…ফোনটা করেছিলো জাতীয় দলের সাবেক ক্রিকেটার মরহুম জিয়াউল ইসলাম মাসুদ ভাইয়ের ছোট ভাই ক্রিকেট আম্পায়ার কাছের মানুষ স্নেহভাজন বাবু…রতন ভাই আর নেই ম্যাসেজটা দেবার জন্যই কল করেছিলো বাবু…ভোর চারটার দিকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন ভাই…মনটাই খারাপ হয়ে যায় সংবাদটায়…সারাদিন লেখার মনও ছিলোনা…ভেবেই খারাপ লাগছিলো কদিন পর পরই খেলার জগতের এক একজন প্রিয় মানুষ গুলোর বিদায় নিয়ে লিখতে হচ্ছে কিছুনা কিছু…রতন ভাইয়ের অকাল মৃত্যুটা নাড়া দিয়ে যায় ভিষন ভাবে…দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থেকে অসহায় জীবন যাপনের মাঝে অনেকটা ধুকে ধুকে কষ্টের যন্ত্রনা নিয়ে আমাদের ছেড়ে চলেই গেলেন জাতীয় কোচ ও এক সময়ের বাঁ হাতি তূখোর বোলার সেই সাথে ফুটবলার প্রিয় রতন ভাই…ঢাকা ক্রিকেট লীগে দীর্ঘদিন খেলেছেন দাপটের সাথেই…অমরজ্যোতি ও রুপালী ব্যাংক দলকে ২য় বিভাগ লীগে চ্যাম্পিয়ন হতে বড় ভূমিকাও রেখেছিলেন…প্রথম বিভাগ লীগে টানা বেশ কবছর খেলেছেন সেই অমরজ্যোতি-রুপালী ব্যাংক ও বীমায়…বরিশালের হয়ে জাতীয় ক্রিকেট খেলেছেন নৈপূন্যের সাথে…ক্রিকেটের পাশে ফুটবলেও দাপট ছিলো রতন ভাইয়ের…শান্তিনগর ক্লাব ‘৭৬ সালে যেবার ২য় বিভাগ লীগ চ্যাম্পিয়ন হয়েছিলো সেবার রতন ভাই খেলেছিলেন…পরে ১ম বিভাগেও খেলেন…

Ratan diedজটিল কিডনী রোগে আক্রান্ত রতন ভাই এইত কদিন আগে টিভি চ্যানেল ২৪ এবং সময় টিভিতে বলছিলেন তার কষ্টের কথা…এক বুক যন্ত্রনা নিয়েই যেন বলেন রীতিমত হিমশিম খাচ্ছেন চিকিৎসা খরচ মেটাতে…সেদিন টিভিতে তার ছাত্রদের কাছে কৃতজ্ঞতার কথা বলছিলেন বুক ভরে কোচ রতন ভাই…যারা তাকে আর্থিক ভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলো…বলতেই হয় ক্রিকেট বোর্ড যৎসামান্য হেলপ করেছে নামমাত্র…অথচ ক্রিকেট বোর্ড কর্তারা আন্তরিক হয়ে সহযোগীতার হাত বাড়ালে আরো বড় কিছু করতে পারত রতন ভাইয়ের বিপদে…যা তারা করেননি…করা হলে এভাবে ধুকে ধুকে মরে অকালে হয়তবা চীর বিদায় নিতেন না প্রিয় রতন ভাই…ক্রিকেটের পেছনে জীবনটাই উৎসর্গ করেছিলেন কোচ রতন ভাই…জাতীয় ও জুনিয়র দলের সাথেও জড়িয়ে ছিলেন খেলোয়াড় তৈরীর কারিগর হিসাবে…রতন ভাইয়ের বড় সাফল্য ছিলো কোচ হিসাবে জাতীয় যুব দলকে এশিয়ান যুব ক্রিকেটের চ্যাম্পিয়ন ট্রফি এনে দেয়া…শেষ বেলায় অসুস্থ অবস্থায়ও ছুটে গেছেন মাঠে তরুন ক্রিকেটারদের শেখানোর কাজে…টিভির একান্ত আলাপে সেদিন বলছিলেন কোচিং জীবনে প্যান্ট শার্ট পড়েছি কম…সব সময়ই খেলার পোষাকেই থাকতাম যেন যখন তখন নেমে যেতে পারি মাঠে …কোচ রতন ভাইয়ের মত এমন নিবেদিত প্রান ক্রিকেট ব্যাক্তিত্ব সুচিকিৎসার অভাবে চরম অবহেলায় অসহায়ত্বের মাঝে বুক ভরা ব্যাথা নিয়ে ধুকে ধুকে মরবে আর বোর্ড কর্তারা উচ্চ মূল্যে বিশেষ বিমান ভাড়া করে নানা জেলায় ঘুরে বেরাবে খেলা দেখার নামে ব্যাপারটা সত্যি বড় পীড়াদায়ক…এতটা নির্দয় কেন আমরা…

Ratan died-2

2 Responses to “চরম অবহেলায় থেকে চলেই গেলেন কোচ রতন”

  1. manjoor milki

    Feb 03. 2016

    Roton Was A Dedicating Sports Person.Deeply Saddened To Hear The News.. May ALLAH (SWT) Grand Him Jannat.

    Reply to this comment
  2. Saleque Sufi

    Feb 22. 2016

    It is very sad , annoying and frustrating that such a dedicated soul of Bangladesh cricket had to die uncared , unnoticed and as the report indicates without appropriate treatment .I am not sure how much BCB has done for him. He could be sent to Bangkok or India for proper treatment.So much of BCB money is wasted on self styled cricket administrators , so much of money goes unaccounted for still a genuine cricket personality can not get proper treatment .

    Reply to this comment

Leave a Reply to Anonymous