স্মৃতিচারনে ৩ ক্রিকেটার বাবু-মামুন-ইশতিয়াক

babu-Ishtiaq-mamun…টিভি “চ্যানেল ২৪” এর পর্দায় অনেকদিন পর এক সাথে দেখা হলো এক সময়ের তিন কৃতি ক্রিকেটার ফখরুল আহসান বাবু-মামুন আহমেদ ও ইশতিয়াক আহমেদকে…কয়েক যুগ পর এক সাথে বসে স্মৃতিচারনে মেতে ছিলেন এই তিন ক্রিকেটার…যানা হলো  তাদের অনেক সূখ স্মৃতির অজানা কথা…

…’৭৫ ও ’৭৭ সালের লীগ চ্যাম্পিয়ন আবাহনী ও ‘৭৭ সালের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দলে দাপটের সাথেই খেলেছিলেন ব্যাটসম্যান বাবু…এছাড়া ওসময় বিদেশী দলের বিরুদ্ধে জোনাল ম্যাচও খেলেন বাবু…লোকাল ক্রিকেটে তার বেশ কটা মনমাতানো শতকও রয়েছে…আবাহনী ক্লাবের স্বতীর্থ ক্রিকেটাররা তাকে ডাকত ওয়েষ্ট ইন্ডিজের খ্যাতিমান ব্যাটসম্যান কালিচরনের নামকরনে “কালিচরন বাবু বলে”…সেই থেকে কালিচরন বাবু হিসাবেই পরিচিত ছিলেন ফখরুল আহসান বাবু…তার বড় ভাই খ্যাতিমান কিপার ও ব্যাটসম্যান মরহুম মন্ঞ্জু ও ছিলেন সে সময়ের তারকা ক্রিকেটার…বিসিবির সিইও হিসাবে কর্মরতও ছিলেন মন্ঞ্জু…

mamun akc2-…’৭৫ এ প্রথম ঢাকার ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছিলো আবাহনী এবং ‘৭৬ সালে ফরিদপুর জেলা প্রথম বারের মত জাতীয় ক্রিকেটের শিরোপা জয় করেছিলো আর এদুদলেই নিয়মিত খেলে কৃতিত্ব দেখিয়েছিলেন ব্যাটসম্যান মামুন…শেখ কামালই আবাহনী দলে ভিড়িয়ে মামুনকে…কবছর আবাহনীতে খেলার পর পরই মামুন পাড়ি জমিয়েছিলেন পশ্চিম জার্মানীতে…সেই থেকে দীর্ঘদিন জার্মানীতেই স্থায়ী ভাবে বসবাস করছেন মামুন…

babu-Ishtiaq-mamun22…মোহামেডানের হয়ে ‘৭৪ সালে লীগ শুরু করে ষ্টাইলিশ ব্যাটসম্যান ওপেনার ইশতিয়াক ভিক্টোরিয়ার হয়ে খেলে ‘৭৬ সালে নিয়েছিলেন প্রথম বারের মত লীগ চ্যাম্পিয়নের স্বাদ…এরপর আজাদ বয়েজে যোগ দিয়ে নিজেকে মেলে ধরেছিলেন ভাল ভাবেই এবং ‘৭৯ সালে আইসিসি ট্রফিতে অংশ নেয়া  বাংলাদেশ  দলের হয়ে খেলেছিলেন…’৮০-৮১ মরসুমে ঢাকার ক্রিকেট লীগ আসরে সর্বাধিক “৪৯৮” রান সংগ্রহ করে হয়েছিলেন লীগের টপ স্কোরার…ঢাকার ক্রিকেটে ইশতিয়াকের রয়েছে বেশ কটা শতরানের ইনিংস…ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলে জাতীয় চ্যাম্পিয়নের স্বাদও নেন ইশতিয়াক…

No comments.

Leave a Reply