স্বাধীন বাংলাদেশের প্রথম ঢাকা ক্রীকেট লীগ চ্যাম্পিয়ন আবাহনী

  .. স্বাধীন বাংলাদেশের প্রথম ঢাকা ক্রীকেট লীগ চ্যাম্পিয়ন হবার কৃতিত অর্জন করেছিলো আবাহনী..

…দাড়ানো বা থেকে-হাসান-মুকুল-মামুন-দলনায়ক মরহুম আলিউল-মরহুম শেখ কামাল-রিজভি-বাদশা..বসা সবার বায়ে তাবিব-ফরিদ-নওয়াব-কালিচরন বাবু-চার্চিল-জিয়া…

মরহুম আলীউলের সুযোগ্য নেতৃত্বেই ১৯৭৪ সালে আবাহনী প্রথম আসরেই ঢাকা ক্রীকেট লীগ চ্যাম্পিয়নের স্বাদ নিয়েছিলো..জাতির জনক শেখ মুজিবর রহমানের বড় ছেলে শেখ কামাল আবাহনীর প্রতিষ্টাতাই শুধু ছিলেন না চ্যাম্পিয়ন ক্রীকেট দলের খেলোয়াড়ও ছিলেন.. শেখ কামাল ছিলেন দলের ওপেনিং বোলার..বলের সূচনা করতে যেয়ে নিয়মিত উইকেটও দখল করতেন..দলনায়ক আলিউল ছাড়াও আবাহনীতে তারকা খেলোয়াড়দের মাঝে ছিলেন রিজভী-কালিচরন বাবু-চার্চিল-নওয়াব-জিয়া-হাসান ও জাহাঙ্গীর শাহ বাদশা..এদের মাঝে একমাত্র বাদশা ক্রীকেট ও ফুটবল দুটোতেই দাপটের সাথেই আবাহনীর হয়ে ঢাকা লীগে খেলে সুনাম কুড়িয়েছেন..জাতীয় ক্রীকেট দলের একজন ফাইটিং নির্ভরযোগ্য অলরাউন্ডার ছিলেন বাদশা..ব্যাটে-বলে ছিলো তার সমান দাপট..সত্যি করে বলতে কি আজও বাদশার মত অলরাউন্ডারের বড় অভাব চোখে পড়ে…সেই আউটার ষ্টেডিয়ামে তখন এক সাথে তিনটি খেলা চলত..খেলা হত ম্যাটিং উইকেটে..মনে পড়ে হোন্ডার হেলম্যাট পরেই অনেকে ব্যাট করতে মাঠে নামতেন..আবার অনেক দলের খেলোয়াড়রা প্রান্ত বদলের পর ব্যাট বদল করেই ব্যাট করতেন…

..ঢাকা ষ্টেডিয়ামে ফাইনাল খেলায় বাদশার বলে আউট হয়ে গেলেন শান্তিনগরের বজলু..ক্যাচ লুফেন কিপার হাসান..স্লিপে শেখ কামাল..

..লীগ ফাইনালে আবাহনী মুখোমুখি হয় শান্তিনগর ক্লাবের সাথে..প্রথমে ব্যাট করতে যেয়ে বাদশা(৪/২৩),চার্চিল(৪/৪৫) ও শেখ কামালের(১/২০) মারাত্মক বোলিংয়ের সামনে শান্তিনগরের ব্যাটসম্যানরা ছিলো অসোহায়ের মত..মাত্র ১০৮ রানে তাদের ইনিংস গুড়িয়ে যায়..মেহেদি(সর্বোচ ৫১),হাসান(২০),আলমগীর(১১) ছাড়া কেউই দুঅন্কের রান তুলতে পারেনি..জবাবে রিজভির অনবদ্য সর্বোচ ৮৯ রানের সুবাদে আবাহনী ২৩২ রান তুলে নেয়..এছাড়া নওয়াব ২০,চার্চিল ২৩,মামুন ২২,শেখ কামাল ১০,জিয়া ১০,বাবু ১০ রান করেন..শান্টু ও মেহেদী ৩টি করে উইকেট নিয়ে কৃতিত্ব দেখান..

..দ্বিতীয় ইনিংসে শান্তিনগর সংগ্রহ করে ২০৬ রান..জাতীয় ফুটবল দলের গোল রক্ষক তুখোর অলরাউন্ডার শান্টু ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে সর্বোচ ৫০ রান তুলে দারুন কৃতিত্ব দেখান..এছাড়া আরেক স্পিনার সিরাজের ৪৮,দলনায়ক ফারুকের ১৯,মেহেদীর ১৬,হাসানের ১৭ রান ছিলো তুলে দরারর মত..প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া বাদশা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে দরিুন কৃতিত্ব দেখান..এছাড়া চার্চিল ২টি এবং শেখ কামাল ও তাবিব ১টি করে উইকেট দখল করেন..জবাবে আবাহনী ৪ উইকেটে ৮৪ রান তুলে নিয়ে প্রথম লীগ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে..হাসান সর্বোচ ২৮,রিজভি ১৭,চার্চিল অপ:১৬ এবং নওয়াব ও আরিউল ১০ রান করে সংগ্রহ করলে আবাহনী সহজেই ৬ উইকেটে জয় পায়..শান্টু নেন ২ উইকেট..

..দলনায়ক উইকেট কিপার আলিউলের নেতৃত্বে মাঠ ছাড়ছে আবাহনীর ক্রিকেটাররা..

5 Responses to “স্বাধীন বাংলাদেশের প্রথম ঢাকা ক্রীকেট লীগ চ্যাম্পিয়ন আবাহনী”

  1. Oni

    Aug 09. 2012

    A master piece indeed

    Reply to this comment
  2. hassan

    Aug 09. 2012

    kiron bhai a ak darun site amader upohar dilen..ja dakhe harano diner sriti gulo abar jagroto hochhe…r nutonder jana hochhe onek kichui…onek onek dhonnobad..asha kori day by day r o onek durllov chobi lekha amra dakhte pabo..shubho kamona thakhlo…

    Reply to this comment
  3. t islam tarique

    Aug 09. 2012

    kiron bhai msc prothom cricket kon year champion hoi . picture thakle diben pls. i hpe ghorowa jekono leagure toththo apnar eai site pabo . chaliejan .

    Reply to this comment
  4. Sabi

    Aug 17. 2012

    Felt good to know cricket history

    Reply to this comment
  5. Saleque Sufi

    Oct 29. 2014

    Great sweet memories . Great to see many of my friends here .Mukul, Mamun, Farid , Rizvi, Churchill , Zia Bhai, Kamal Bhai ,Nawab Bhai ,Babu Bhai were so dear to me . That was wonderful time of Bangladesh sports history . Thanks Kiron for your great remembrance .

    Reply to this comment

Leave a Reply to Yaffie