রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হোক দুই গ্রেট মাশরাফি ও সাকিবকে

m-s…আগেও বলেছি…আবারও বলছি…আবারও বলব…বদলে যাওয়া-বদলে দেওয়া লড়াকু বাংলাদেশ দলটার প্রেরনার মূল নায়ক সেনাপতি মাশরাফি…ক্রমাগত হতাশার মাঝে সেই জিম্বাবের সিরিজে নেতৃত্ব দেয়া শুরু করার পর একটানা জিম্বাবে-পকিস্তান-ভারত ও সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় এন দিয়ে মাশরাফিই যেন দলটার চেহারাই বদলে দিয়েছেন…

…বলতে হয় সামনে থেকে লড়াই করে নেপূন্য প্রদর্শন করা শুধু নয় দারুন ভাবে নেতৃত্ব দিয়ে মাশরাফিই দলটাকে এক সূতোয় ঘেতে দারুন ভাবেই উজ্জিবিত করে এক লড়াকু দলে পরিনত করেছেন…কখনও শাষকের ভূমিকায়…কখনও বন্ধুর মত কাঁধে হাঁত রেখে পরামর্শদাতা…কখনও শিশু সুলভ আচরনে কাঁধে চড়ে বসছেন…কখনও আনন্দে নৃত্যরত থেকে উল্লাসে মাতছেন…বলতে হয় নানাভাবেই দলটাকে চাঙ্গা করে তুলে ভাল খেলার মাঝে জয়ের এক নেশা জাগিয়ে তুলেছেন মাশরাফি…তাইত একক ভাবে নয় আজ পুরো দলটাই জেগে উঠেছে অসাধারন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নৈপূন্যের ঝলকানি দেখিয়ে…

m-s1…ওদিকে সাকিবের কথা আর কি বলব…সাকিবত সাকিবই…যার নেই কোন তুলোনা…দেশ সেরাই নয় সাকিবত আজ বিশ্ব সেরা নাম্বার ওয়ান অলরাউন্ডার…প্রতি ম্যাচেই ব্যাটে-বলে নৈপূন্য দেখিয়ে জয়ের পেছনে অবদান রেখেই চলেছেন…গ্রেট অল রাউন্ডার সাকিব বলে কথা…যাকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই…চলতি সিরিজেই সাকিব নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়…ক্রিকেট বিশ্বে সপ্তম ক্রিকেটার হিসাবে নাম লিখিয়েছেন ৪০০০+ রান ও ২০০ উইকেট লাভের অভিজাত ক্লাবে…তাও কিনা সবচেয়ে কম ১৫৬ ম্যাচ খেলে…অসাধারনই বটে…

sakib 200…অসামান্য নৈপূন্য প্রদর্শনের জন্য সাকিব-মাশরাফি এদুটো নাম যে আমাদের ক্রিকেটের ইতিহাসে বড় করে আলাদা ভাবেই লেখা থাকবে তা না বল্লেই নয়…আর তাইত আগেও বলেছি…আবারও জোড় দিয়েই বলতে চাই সাকিব-মাশরাফিকে ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ সম্মান রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হোক…বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা তারকা ও জনপ্রিয়তার শীর্ষে থাকা ফুটবল লিজেন্ড মোনেম মুন্নার মত গ্রেট ফুটবলার যখন মরনোত্তর পুরস্কায় পায় তখন খারাপই লাগে…তাই চাই সঠিক সময়ে দেশ সেরা লড়াকু ক্রিকেটার টাইগার সেনাপতি সাকিব-মাশরাফিকে রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে বিশেষ ভাবে সম্মানিত করা হোক…টাইগার দলকে অন্য এক উচ্চতায় তুলে ধরার জন্য বলতেই হয় যা মাশরাফি-সাকিব পাবার দাবীই রাখে…এ যেন সময়ের দাবী…দেয়া উচিত বলেই মনে করি…এদুজন যেন ক্রিকেট ময়দানের এযুগের বড় দুই মুক্তি যোদ্ধা…যারা আমাদের লাল সবুজের পতাকাকে তুলে ধরেছেন অনেক বড় উচ্চতায়…এনে দিয়েছেন অনেক বড় সম্মান…যা গোটা দেশবাসীকে করেছে গর্বিত…আজ যেন আমরা মাথা তুলে বড় গোলায় কথা বলতে পারছি…

One Response to “রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হোক দুই গ্রেট মাশরাফি ও সাকিবকে”

  1. কাজী সানজিদা মুক্তা

    Jul 15. 2015

    আসলেই তাই করা উচিত

    Reply to this comment

Leave a Reply