এইনা হলো আসল সেনাপতি-এযুগের মুক্তিযোদ্ধা মাশরাফি

mash cup

শক্তিশালী ভারতের বিরুদ্ধে সিরিজ জিতলো মাশরাফির টাইগার বাহিনী..যা ছিলো স্মরনকালের সেরা সাফল্য…ডানে কাপ হাতে সিরিজ সেরা বড় চমক মোস্তাফিজ

…এইনা হলো আসল সেনাপতি…আচরনে পুরো দলটাকে তথা ক্রিকেটারদের দারুন ভাবে উজ্জিবিত করছেন…নুতন করে জাগিয়ে তুলছেন সামনে থেকে সুন্দর নেতৃত্ব দিয়ে…কখনও বড় ভাইয়ের মত শাষকের ভ‚মিকায় শাসন করছেন তরুনদের…কখনও রসিকতায় সবাইকে হাঁসি খুশি মুডে ভড়িয়ে দিচ্ছেন…কখনও ভালবাসার স্নেহের আদরে বুকে টেনে নিচ্ছেন…কখনও কাছে টেনে আদরে চুমো দিচ্ছেন…কখনও কাঁধে চড়ে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছেন…কখনও নাঁচানাঁচিতেও মেতে উঠছেন…কখনও অপ্রত্যাশিত ভাবে বাদ পড়ে শিশুর মত কেঁদেও মন ছুয়েছেন সবার…কখনও নিজেই শিশুর মত উল্লাস করছেন…আর উপহার দিচ্ছেন তরুনদের সাথে নিয়ে আনন্দ প্রকাশের নানা নয়া উপকরন…

mash all-

…নানা মজার স্মরনীয় মহুর্তে ফাইটার সেনাপতি মাশরাফি…

…বলতে হয় সবার মাঝে প্রানের ছোয়া এনে দিয়ে লড়াকু মনোভাবে ভালভাবেই এক সূতোয় গেঁতেছেন পুরো দলটাকে…এক একজনকে যেন সাহসী সৈনিক হিসাবে তুলে ধরেছেন প্রেরনা দেয়ার মাঝে…সবার মাঝে ভাল করার আর জয়ের নেশা যেন ধরিয়ে দিয়েছেন…তাইত আজ আমরা কেন গোটা ক্রিকেট বিশ্ব দেখছে এক ফাইটার সেনাপতির হাঁত ধরে দারুন ভাবে জ্বলে উঠা বদলে যাওয়া নুতন এক বাংলাদেশকে…এ এক লড়াকু বাংলাদেশ…যারা কিনা বড় দলকে জ্বালা ধরিয়ে এক একটি জয় ছিনিয়ে নিয়ে এগিয়েই যাচ্ছেনা বাংলা ওয়াশ করাও শিখেছে…এইনা হলো আসল সেনাপতি…যার প্রানের ছোয়ায় যেন দলের পুরো চেহারাই পাল্টে গেলো…বলছিলাম বাংলাদেশ দলের দলনায়ক সবার প্রানের প্রিয় ও জনপ্রিয় ক্রিকেটার ফাইটার মাশরাফির কথা…

mhd

…বাঁয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আলিঙ্গনে আবদ্ধ ফাইটার সেনাপতি মাশরাফি…মাঝে বিশ্বকাপের সাফ্যলের পর বোর্ড পরিচালক ও প্রাক্তন টাইগার দলনায়ক সংসদ সদস্য দুর্জয়ের ফুলের অভিনন্দন…ডানে বোর্ডপ্রধান পাপনের সাথে মাশরাফি…

…ভাবা যায় এই মানুষটার পাঁয়ে কিনা কতবার বার ছুড়ি চালিয়ে কাটা ছেড়া করা হয়েছে…আর কারো হলেত খেলা ছেড়ে দিয়ে ঘরে বসে থেকেই খেলা উপভোগ করা হত…তবে এ যে ফাইটার মাশরাফি…হাল ছেড়ে দেবার পাত্র যে তিনি নন…জীবন বাজি রেখে নিজেকে পুরো উজার করেই লড়তে যে ভালবাসেন লড়াকু মাশরাফি…তিনি যে সাহসী ও দৃড় মনোবলের এক লড়াকু মানুষ…তাইত স্বভাবসূলভ লড়াকু মেজাজেই সবাইকে অবাক করেই যেন ফিরে এসেছেন মাঠে…শুধু ফিরেছেন বলাটা কমই বলা হবে…ক্ষতবিক্ষত ভাঙ্গা পাঁ নিয়ে ফিরেই জ্বলে উঠেছেন দারুন ভাবে…এবং গোটা দলকেই জাগিয়েছেন সফল ভাবেই…এবং তার হাত ধরেই এসেছে সব অসাধারন সাফল্য গুলো…এরই নাম ফাইটার মাশরাফি…বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ও জনপ্রিয় ক্রিকেটার যে তিনি…স্মরনকালের সেরা সফল সেনাপতির নামই যে মাশরাফি…সম্প্রতি পাকিস্তানকে বাংলা ওয়াশ করার পর পুরস্কার বিতরনী অনুষ্টানে খেলা পাগল আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনাও মাশরাফিকে জড়িয়ে ধরে বিশেষ ভাবে অভিনন্দন জানান…এর চেয়ে বড় পাওয়া মাশরাফির কি হতে পারে…

mas-win

…উপরের এই একটা ছবিই যেন বলে দেয় মাশরাফি কতটা বদলে দিয়েছেন গোটা দলকে এবং দলের সবার সেনাপতির প্রতি কতটা আস্থা-ভালবাসা নিহিত…দলনায়কের উপর সবার ওমন করে ঝাঁপিয়ে পড়া বলতেই হয় আমাদের ক্রিকেটে এক বিরল মহুর্ত…

…বলতেই হয় এক রিয়েল ফাইটারের নামই হলো মাশরাফি…যে কিনা দলের প্রান শক্তি ও প্রেরনাদাতা….মনে পড়ে বিশ্বকাপ চলাকালীন সময়ের কথা…সন্তানের বড়রকম অসুস্থার মাঝে ছুটি পেয়েও দল ছেড়ে দেশে আসেননি ক্যাপ্টেন মাশরাফি…কদিন আগে রিকশা দুর্ঘটনায় হাঁতে আঘাত প্রাপ্ত হয়েও লড়াইটা ঠিকই চালিয়ে গেছেন…আর দলের প্রয়োজনে কত যে ব্যাথার ইনজেকশন নিয়ে আঘাতে জর্জরিত পাঁয়ের যন্ত্রনা নিয়ে খেলে গেছেন তার শেষ নেই…এইনা হলো আসল সেনাপতি…কতটা দেশ প্রেম থাকলে ওমন করা যায় তা আর খুলে বলার অপেক্ষা রাখেনা…অতুলোনীয় মাশরাফি বলে কথা…মাশরাফিই যেন পারেন ওমন কীর্তি করে দেখাতে…তিনি যে আসল সেনাপতি…খেলার মাঠের বীর সৈনিক…এযুগের মুক্তিযোদ্ধা…যার নেই কোন তুলোনা…মাশরাফি বড় মাপের ক্রিকেটারই শুধু নন বড় মনের মানুষও বটে…

Picture4

…মাশরাফির পাঁয়ের আঘাত এবং ক্রন্দনরত যে মহুর্ত ভোলার নয়…

…সেই হতাশাজনক ২০১৪ সালের শেষ দিকে ক্রিকেট বোর্ড যখন জিম্বাবের বিরুদ্ধে মাশরাফির হাতে নেতৃত্ব তুলে দিলো তখন থেকেই যেন বদলে যেতে লাগলো টাইগার দলটা…শুরু জয় জয়ের ধারায় ফেরা…আসতে থাকে এক একটি সাফল্য…ভারতের বিরুদ্ধে ২য় ওয়ানডে পর্যন্ত দেশের মাঠে রের্কড গড়া টানা ১০ জয়ের স্বাধ ও নিলো বাংলাদেশ…যার মাঝে কিনা জিম্বাবে ও পাকিস্তানের মত দলকে করা হলো সহজভাবেই ওয়াইট ওয়াশ…আর ভারতের বিরুদ্ধে এলো প্রথম বারের মত সিরিজ জয়…ভাবাই যায়না ওমন সাফল্যের কথা…তাইত মাশরাফিকে প্রসংশায় ভাসাচ্ছেন যেন সবাই…না করে কি উপায় আছে…সম্প্রতিকালে সেরা সাফল্য গুলো যে এসেছে মাশরাফির হাঁত ধরে তারই সুযোগ্য নেতৃত্বে…

Picture1-0…কদিন আগে ঠিভির এক টকশোতে বাংলাদেশ দলের প্রাক্তন দলনায়ক খ্যাতিমান ক্রিকেটার রকিবুল হাসান বলেন আসল নেতা সেই যে কিনা আমার নয়,বলে আমাদের কথা…মাশরাফি তেমনি এক বড় নেতা…যার কথায় সর্বদাই ফুটে উঠে নিজের নয় আমাদের সাফল্যের কথা…বলে সবার কথা…ভাবে সবাইকে নিয়ে…তাইত একটা দলে পরিনত হয়েছে আজ টাইগার বাহিনী…তাইত তার নেতৃত্বেই আসছে সাফল্য…আসল কথাটি সুন্দর করেই বল্লেন রকিবুল হাসান…

Picture3

…ভাবাই যায়না ভাঙ্গা পাঁ নিয়েও ওভাবে ঝাঁপিয়ে পড়ে বল রুখতে নিজেকে উজাড় করে দেবেন মাশরাফি…

…এইনা হলো আসল সেনাপতি…ফাইটার মাশরাফি বলে কথা…মাঠে ও মাঠের বাইরে যার আচরন ও কথা বার্তাায় কেবলই মুগ্ধ হতে হয়… যার নেই যে কোন তুলোনা…মাশরাফি যে দলের নিজের নয়…ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচের একটা মহুর্তের কথা তুলে ধরলেই সে কথা বলে দেয়…সিরিজ জয়ের ট্রফিটা যখন হাঁতে নিলেন তখন নিজে উল্লাসে মাতেননি…সাথে সাথেই দলের সবচেয়ে তরুন ও সিরিজ জয়ের সফল নায়ক মোস্তাফিজকে ডেকে এনে তারই হাতে স্বযত্নে তুলে দিলেন কাপটা…যেমন করে নুতন বলটা তুলে দিয়েছিলেন মাশরাফি আমাদের ক্রিকেটের আগামীর প্রধান অস্ত্র হয়ে ধরা দেয়া তরুন মোস্তাফিজের হাঁতে…এইনা হলো আসল সেনাপতি…মাশরাফি যে একজনই…আমাদের ক্রিকেটের সৌভাগ্য যে তার মত একজন বীর সৈনিক,সেনাপতি এবং এযুগের মুক্তিযোদ্ধা আমরা পেয়েছি…যার হাঁত ধরে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ…আর ধরা দিচ্ছে বিশ্ব ক্রিকেটের নুতন শক্তি হিসেবে…ভারতকে সিরিজ হারানোর মাঝেই প্রথম বারের মত উঠে আসা হয়েছে আইসিসি র‌্যাকিংএ ৭ নম্বরে…ফাইটার মাশরাফির নেতৃত্ব দানের গুনাবলিই বলতে হয় বাংলাদেশ দলটাকে এগিয়ে নিলো অনেকখানি…সন্দেহ নেই এগিয়েই যাবে আরো বহু দূর…সে প্রত্যাশাই যেন সবার…তাই হোক…সেই মন ছুয়ে যাওয়া গানের কলিটার কথা খুব করেই মনে পড়ছে…”ও পৃথিবি এবার এসে বাংলাদেশকে নাও চিনে”…আর লিখতে মন চায় ”ও পৃথিবি এবার এসে মাশরাফির টাইগার বাহিনীকে নাও চিনে”…

Picture5

…সবার প্রিয় ভালবাসার পাত্র মাশরাফি…

 

 

 

No comments.

Leave a Reply