বাহ দাদাগিরির উপরে দাদাগিরি…চমকের নাম মোস্তাফিজ

dadagiri-7…বাহ বা বাহ দাদাগিরির উপরে দাদাগীরি…এ যেন দাদাগিরির উপর খবরদারী…দেখেত মন-প্রান ভরে গেলো…গর্বে বুক ফুলে গেলো…লাল সবুজের পতাকাটা অনেক উচুতে উড়তে দেখে হাওয়ায় ভাসতে মন চাইছে…দুদুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে এক ম্যাচ বাকি রেখেই ২-০তে সিরিজ হারানোর স্বাদ নেয়া হলো তৃপ্তি সহকারে…অনেকটা যেন হেলা ফেলা করে অনায়াসেই খেলা শেষের আগেই হারিয়ে দেয়া হলো…যাকে বলে হারের আগেই হেরে বসে আছে ভারত…ভাবাই যায়না…সিরিজ জয়ের মাঝেই দেশের মাঠে টানা ১০ জয়ের রের্কড গড়া হলো…

dadagiri-3dadagiri-4…দাদাগিরি দেখালো যেন লাল সবুজের বড় দাদা মাশরাফির টাইগার বাহিনী…আর এ দাদাগিরি দেখানোর মূল নায়ক বা চমকের নাম হলো তরুন প্রতিভাবান বাঁ হাতি বোলার মোস্তাফিজ…জীবনের প্রথম দুম্যাচেই এমনই সাড়া জাগানো চমক দেখালো মোস্তাফিজ যে গোটা ক্রিকেট বিশ্বে যেন আলোচনার ঝড় বইয়ে গেলো…বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যেন একাই চরম ধ্বস নামিয়ে সিরিজ হারানোর বেদনায় ডুবালো…দুম্যাচেই ৫+৬=১১ উইকেট তুলে নিয়ে তরুন মোস্তাফিজ ওয়ানডে ক্রিকেটে নুতন রের্কড গড়লেন…শুধু কি তাই জীবনের প্রথম দু ওয়ানডে ম্যাচেই জয় করলেন ম্যাচ সেরার পুরস্কার…ভাবাই যায়না ওমন চমক দেখত পাব…মোস্তাফিজ শুধু আশার আলোই জ্বালালেন না আমাদের আরো ভাল কিছু করার স্বপ্নও দেখালেন…আগামীদিনের আমাদের ক্রিকেটের প্রধান অস্ত্র যে মোস্তাফিজ…১১উইকেট লাভের প্রশংসা করে গোটা ক্রিকেট বিশ্বের মিডিয়াতে মোস্তাফিজকে বড় করে তুলে ধরা হচ্ছে…না করে যে উপায়ও নেই…সূচনা লগ্নের প্রথম দু ম্যাচেই ম্যাচ সেরা সহ ১১ উইকেট যে এর আগে কেউ লাভ করতে পারেননি…তাও কিনা পুরো শক্তির ভারতীয় দলের বাঘা বাঘা ব্যাটসম্যানের বিরুদ্ধে আগুন ঝড়িয়ে…অকল্পনীয় শুধু নয় অসাধারন নৈপূন্য…মোস্তাফিজকে নিয়ে তাই গর্বের শেষ নেই…

dadagiri-6 …জয়ের নেশায় মত্ত থেকে নিউজিল্যান্ড-জিম্বাবে অতঃপর পাকিস্তানের মত দলকে বাংলা ওয়াশ করানোর মাঝেই বলা যায় দুর্দান্ত ফর্মে ছিলো টাইগার বাহিনী…বিশ্বকাপেও ছিলো চমক জাগানো সাফল্য…এছিলো যেন পুরো বদলে যাওয়া লড়াকু এক অন্য বাংলাদেশ…আর তাই ভারতের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদও ছিলো অনেক…জয়ও এসেছে যেন অবাক করে নয়,প্রত্যাশিত ভাবেই…অনায়াসেই…তবে না বল্লেই নয় ধোনীর ভারত কল্পনাও করেনি বিশ্বকাপে আম্পায়ারের কল্যানে জয় ছিনিয়ে নেয়ার প্রতিশোধটা ভাল ভাবেই নেবে বাংলাদেশ…মাশরাফির টাইগার বাহিনী এভাবে নাকানি-চুবানি খাইয়ে দারুন লজ্জায় ডুবাবে তা যেন কল্পনাতেও ছিলোনা তাদের…তাইত হারের পর গোটা ভারত জুড়ে যেন চলছে ধোনী বাহিনীর সমালোচনার ঝড়…ওদিকে বাংলাদেশেত বটেই গোটা ক্রিকেট বিশ্বে চলছে দারুন ভাবে জ্বলে উঠা টাইগার বাহিনীর প্রশংসার ঝড়…ভারতের পরাজয়ের মাঝেই ক্রিকেট বিশ্ব জানলো,দেখলো ভাল করে নুতন এক শক্তির আর্বিভাব…যে শক্তি আমাদের টাইগার বাহিনী…

dadagiri-5 …না বল্লেই নয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়লের বড় মোড়ল ভারতকে প্রথম ম্যাচেত বটেই ২য় খেলাতেও যেন হারের আগেই হার স্বীকার করে ছেরেছে…তামিম(৬০)-সৌম্য(৫৪)-সাকিব(৫২)-শাব্বীর(৪১)-নাসির(৩৪)-মাশরাফির(২১) ব্যাটিং ঝলকে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে সর্বোচ ৩০৭ রান তুলে বড় টার্গেট ছুড়ে দেয়া হয়েছিলো…৩৭ ওভারে মাত্র ১৮৮ রানের মাথায় যখন ধাওয়ান-রোহিত-কোহালী-রাহানে-ধোনী ও রায়না সাজ ঘরে ফেরত যান তখনই যেন জয়টা নিশ্চিত হয়ে যায়…বাকি সময় ছিলো শুধু জয়ের জন্য সময়ের অপেক্ষা মাত্র…হলোও তাই…ভারত মাত্র ২২৮ রানে অল আউট হলে বাংলাদেশ ৭৯ রানের সহজ জয় পায় প্রত্যাশিত ভাবেই…আঘাতের শুরুটা করেছিলেন তাসকিন ওপেনার ধাওয়ান(৩০) ও কোহলীকে(১) ফিরিয়ে দিয়ে…মাঝে হঠাৎ দারুন ভাবে জ্বলে উঠে ভারতের ব্যাটিং তসনস করে দেন মোস্তাফিজ…তুলে নেন এক এক করে রোহিত(৬৩)-রাহানে(৯)-রায়না(৪০)-জাদেজা(৩২) ও অশ্বিনের(০) উইকেট…মাঝে ধোনীকে(৫) ফেরানোর পর উমেশকে(০) ফিরিয়ে শেষ আঘাতটা হানেন সাকিব…

dadagiri-2…ওদিকে ২য় ম্যাচে টসে জিতে ভারত ব্যাট করতে নেমে যখন ৪৫ ওভারেই ২০০ রান তুলে ইনিংস শেষ করে তখনি যেন পরাজয়টা অবধারিত হয়ে উঠে…হয়েছেও তাই…বলা যায় সেই তরুন বাঁ হাতি আগুন ঝড়ানো বোলার মোস্তাফিজের সুইং ও স্লো অফকাটার বল গুলো খেলতে যেয়ে বড় অসহায় ছিলো ভারতীয় ব্যাটসম্যানরা…তাই আসা যাওয়ার মাঝেই ছিলেন…কোন টেকনিকই যেন যানা হয়নি মোস্তাফিজকে রুখে দেয়ার…শুরুর ২য় বলেই রোহিতকে(০) বিদায় দেন মোস্তাফিজ…এরপর বড় দুটো আঘাত হানেন নাসির…ফিরিয়ে দেন ধাওয়ান(৫৩) ও কোহলীকে(২৩)…এরপর ধোনী(৪৭)-রায়না(৩৪)-জাদেজা(১৯)-অশ্বিন(৪)-প্যাটেলকে(০) আউট করে মোস্তাফিজ সর্বোচ ৬ উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাঠিংয়ের মেরুদন্ডই ভেঙ্গে দেন…ওদিকে রাইডুকে(০) ফেরানোর পর শেষ ব্যাটসম্যান কুমারকে বিদায় দেন রুবেল…ফলে ২০০ রানেই শেষ হয় ভারতের ইনিংস…জবাবে শুরু থেকেই মারমুখে ষ্টাইলে ব্যাট শুরু করেন তামিম-সৌম্য জুটি…তবে তামিম ১৪ রানে ফিরে গেলেও সৌম্য ৩৪,লিটন ৩৬ ও মুশফিক ৩১ রান তুলে দলকে ভাল অবস্থায় দাড় করান…শেষ দিকে সাকিব(অপঃ৫১) ও শাব্বীরের(অপঃ২২) দৃড়তায় বাংলাদেশ ৩৮ ওভারেই প্রয়োজনীয় ২০০ রান তুলে ৬ উইকেটে সহজ জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় গ্যালারী ভরা দর্শকের উল্লাস ধ্বনীর মাঝে…

dadagiri-1…প্রথম ম্যাচে ভারতীয় কাপ্তান রান নিতে গিয়ে ইচ্ছেকৃত ভাবেই ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন ১৯ বছরের তরুন মোস্তাফিজকে…টিভি পর্দায় গোটা বিশ্ব যেন তা দেখেছে…ফলে নিন্দার ঝড় উঠে ধোনীর সেই ধাক্কা নিয়ে…বলব ধোনী ধাক্কাত মারেননি উল্টো এমনই ধাক্কা খেলেন যেন কোমড় সোজা করে দাড়াতে পারেননি পুরো দলটা নিয়ে…তরুন মোস্তাফিজ তার ক্ষুরধার বোলিং দিয়ে যেন কাঁপুনি ধরালেনই না বরং একাই এক ধাক্কায় ধোনী বাহিনীর অহংকারকে চুড়মার করে ধুলোয় মিশিয়ে দিয়েছেন…ফলে টানা হেরে সিরিজটাও খোয়ালেন লজ্জায় মাথানত করে…অহংকার যে পতনের মূল এটা যেন ধোনী বাহিনীকে ভাল করেই বুঝিয়ে দিলেন তরুন মোস্তাফিজ…

..ঢাকার বিশ্বকাপ ক্রিকেটের সেই গানের কলি খুব করেই কানে বাজছে এবং বার বার গাইতেও মন চাইছে ”ও পৃথিবী এবার এসে,বাংলাদেশকে নাও চিনে ”…এ যে জয়ের নেশায় মত্ত দাদাগিরির উপরে দাদাগিরি দেখানো নুতন শক্তির লড়াকু বাংলাদেশ…মাশরাফির বদলে দেয়া বাংলাদেশ…সোনার বাংলাদেশ…এখানে স্মরনযোগ্য যে ভারতকে টানা দুম্যাচ হারানোর মাঝে প্রথম বারের মত আইসিসি র‌্যাকিংএ ৭ম স্থানে উঠে এলো বাংলাদেশ…ফলে পরবর্তী চ্যাম্পিয়নস কাপে বাংলাদেশ খেলবে প্রথম বারের মত…অনেক পাওয়ার মাঝে এছিলো বড় এক অর্জন…

2 Responses to “বাহ দাদাগিরির উপরে দাদাগিরি…চমকের নাম মোস্তাফিজ”

  1. Shaheen

    Jun 22. 2015

    Kiron Bhai,

    Excellent write up! Yes, this time Indian team couldn’t buy umpires, that’s why, they were badly beaten. The natures of huge defeats at the hand of Bangladesh proved that Bangladesh would have beaten India convinvingly in the world cup, had India not bought the umpires.

    Reply to this comment
  2. manjoor milky

    Jun 23. 2015

    Heart Breaker (For Bharot) Mustafizur Rahman A New Sensation. Keep It Up. Show Ur Hidden Talent. Nation Is Proud Of U. Kiron Ur Write Up Is Excellent. Timing Was Perfect Too.

    Reply to this comment

Leave a Reply to Anonymous