বিসিএসএর কার্যক্রমে মুগ্ধ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ বাবু..তেমনি বাবুর উদারতায় মুগ্ধ বিসিএসএ

BD-Historic-Photo-SHANTA-OK-22…বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের খ্যাতিমান অল রাউন্ডার ঢ্যাশিং ওপেনার ইউসুফ রহমান বাবু ভাই…বাবু ভাইয়ের ব্যাট থেকেই এসেছিলো বাংলাদেশ দলের হয়ে প্রথম সেঞ্চুরীটি…যা করেছিলেন ইউসুফ বাবু ভাই ১৯৮২ আসরের আইসিসি ক্রিকেটে…তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পাপুয়ানিউগিনির বিরুদ্ধেই এসেছিলো বাংলাদেশ দলের হয়ে প্রথম শতকটি…যা কিনা ইতিহাসের পাতায় ঠাই করে নেয়…বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস লিখতে গেলে বাবু ভাইয়ের আরো একটি ঝলমলে মনমাতানো ইনিংসের কথাও ঠাই পাবে প্রথম দিকেই…১৯৭৭ সালের কথা…ইংল্যান্ডের খ্যাতনামা কজন খেলোয়ার নিয়ে এমসিসি দল এসেছিলো খেলতে…বাংলাদেশ দল প্রথম একটা বিদেশী দলের বিরুদ্ধে খেলতে নামে…যে ম্যাচে বাবু ভাই হাঁকিয়েছিলেন মারমুখো দৃষ্টিনন্দন সর্বোচ ৭৮ রান…সে স্মৃতি আজও অনেকের মনে জ্বল জ্বলে হয়ে আছে…থাকবেও…উল্লেখ্য যে বাংলাদেশ দলের হয়ে ইউসুফ রহমান বাবু ও সামিউর রহমান সামি দুভাই একই সাথে জাতীয় দলের হয়েও খেলেছেন…দুজনই আবার সেই সময়ের শীর্য পর্যায়ের বাস্কেটবল খেলোয়াড়ও ছিলেন…

ybabu

…১৯৮২ সালের আইসিসি খেলা বাংলাদেশ দলে ইউসুফ বাবু ও সামিউর রহমান সামি দু ভাই খেলেন একই সাথে…ডানে এমসিসির সাথে সেই স্মরনীয় ৭৮ রান তুলে ফিরছেন ইউসুফ বাবু…

…সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ বাবু ভাই বাংলাদেশ সফরে এসে শেষ দিনে প্রাক্তন জাতীয় কোচদের সংম্বর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এ্যাসোসিয়েশনের ক্লেমন ক্রিকেট ফেষ্টিভ্যালে…বিসিএসএর তরুন ক্রিকেট পাগল মেম্বারদের ক্রিকেট নিয়ে মাতামাতি আর অনুষ্টানে তুলে ধরা ক্রিকেটের নানা দুর্লভ স্মারক-ছবি দেখে ভিষন মুগ্ধ হন তিনি…পরে বিসিএসএর নানা কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে যেন তার মুগ্ধতা আরো বেড়ে যায়…পরে বক্তব্য রাখতে যেয়ে বিসিএসএর মহতী কার্যক্রমের প্রশংসা না করে পারেননি…যুক্তরাষ্ট্র ফিরে যাবার আগের দিন তাই আমাকে ও বিসিএসএর সভাপতি জুনায়েদ পাইকারকে ডেকেছিলেন বাসায় একান্তে আলাপ করার জন্য…বল্লেন না বলা অনেক কথা…তার চাওয়া ও প্রত্যাশার কথা…শোনালেন আশার কথা…নানাভাবে সহযোগিতা প্রদানের কথা…আশ্বাসও দিলেন বাংলাদেশ দলের প্রথম দিককার তার কটি স্মারক স্মৃতি বিসিএসএর সংগ্রহ শালায় উপহার দেবেন বলে…

zunaid

…বিসিএসএর সভাপতি জুনায়েদ পাইকারের সাথে একান্ত আলাপে জাতীয় দলের প্রাক্তন খ্যাতিমান ক্রিকেটার ইউসুফ বাবু ভাই…

…এখানে না তুলে ধরে পারছিনা সদ্য সমাপ্ত বিশ্বকাপে যখন বিসিএসএর ক্রিকেট পাগল সদস্য ”টাইগার খ্যাত শোয়েব আলী” নানা প্রচেষ্টার পরও অর্থের অভাবে যেতে পারছিলেন না খেলা দেখতে তখন ইউসুফ বাবু ভাই তার উদার মনের পরিচয় দিয়ে দুহাঁত বাড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়ে টিকেট প্রদানের কথা ঘোষনা দিয়েছিলেন…গায়ে রং মেখে টাইগার সেজে যে শোয়েব আলী সাড়াটাদিন গলা ফাঁটিয়ে ক্রিকেটারদের নিঃস্বার্থ ভাবে প্রেরনা জোগাত আর মাঠ মাতিয়ে রাখতেন তারই সাহায্যে যখন কেউই এগিয়ে আসেনি তখন সূদুর যুক্তরাষ্ট্রে অবস্থান করে ইউসুফ বাবু ভাইয়ের উদার মনের পরিচয় আর টাইগার শোয়েবকে টিকেট প্রদানের ঘোষনা বিসিএসএর ক্রিকেট পাগল মেম্বারদের মুগ্ধ ও অবাকই করেনি মনও কেড়ে নেয়…যদিও ভিসার জটিলতায় শেষ পর্যন্ত যাওয়া হয়নি টাইগার শোয়েবের…

...বিসিএসএর অনুষ্টানে উদার মনের ইউসুফ বাবু ভাইকে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কেঁদেই ফেলেন টাইগার খ্যাত শোয়েব আলী...ডানে বোর্ড পরিচালক আহম্মেদ সাজ্জাদুল ববি ভাইয়ের সাথে জাতীয় দলের প্রাক্তন খ্যাতিমান ক্রিকেটার ইউসুফ বাবু ভাই...

…বিসিএসএর অনুষ্টানে উদার মনের ইউসুফ বাবু ভাইকে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কেঁদেই ফেলেন টাইগার খ্যাত শোয়েব আলী…ডানে বোর্ড পরিচালক আহম্মেদ সাজ্জাদুল ববি ভাইয়ের সাথে জাতীয় দলের প্রাক্তন খ্যাতিমান ক্রিকেটার ইউসুফ বাবু ভাই…

…তবে ভেষ্টিভ্যালে এসে বাবু ভাই স্পষ্ট করেই বলে গেলেন টাইগার শোয়েবের এবার যাওয়া হয়নি বলে ভাববেন না আমার কথার ওখানেই শেষ…আগামী ইংল্যান্ড বিশ্বকাপ আসরেও তাই করব যদি টাইগার শোয়েবের খেলা দেখতে যাওয়া পাঁকা হয়…বল্লেন অনেক ভাল লাগবে যদি আগামী বিশ্বকাপে টাইগার শোয়েবের যাওয়াটা হয় এবং গ্যালারীতে টাইগার শোয়েবের সাথে একটা ছবি তুলে রাখতে পারলে খুশিই হবেন…বাবু ভাই যখন কথা বলছিলেন তখন আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেই ফেলেন টাইগার খ্যাত শোয়েব আলী…সত্যি বাবু ভাই বড় মাপের এক ক্রিকেটারই শুধু নয় অনেক বড় মনের এক মহৎ মানুষও বটে…গ্রেট বাবু ভাই…অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই আপনাকে বিসিএসএর তরুন ক্রিকেট পাগলদের পাশে থাকার জন্য…সহযোগিতার হাঁত প্রসারিত করার জন্য…সুস্থ থাকুন আর দীর্ঘজীবি হউন প্রিয় বাবু ভাই…

...প্রাক্তন জাতীয় কোচ মরহুম মসিউদ্দিন মন্টুর স্ত্রী ও নাতীর হাতে ক্রেষ্ট তুলে দিচ্ছেন ইউসুফ বাবু..পাশে জাতীয় দলে প্রাক্তন দলনায়ক রকিবুল হাসান-বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল ববি-প্রাক্তন বোর্ড পরিচালক খন্দকার জামিল উদ্দিনকে দেখা যাচ্ছে...ডানে ফোষ্টিভ্যালের নানা স্মারক ক্রিকেটার ইউসুফ বাবুকে দেখাচ্ছেন বিসিএসএর সভাপতি জুনায়েদ পাইকার...

…প্রাক্তন জাতীয় কোচ মরহুম মসিউদ্দিন মন্টুর স্ত্রী ও নাতীর হাতে ক্রেষ্ট তুলে দিচ্ছেন ইউসুফ বাবু..পাশে জাতীয় দলে প্রাক্তন দলনায়ক রকিবুল হাসান-বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল ববি-প্রাক্তন বোর্ড পরিচালক খন্দকার জামিল উদ্দিনকে দেখা যাচ্ছে…ডানে ফোষ্টিভ্যালের নানা স্মারক ক্রিকেটার ইউসুফ বাবুকে দেখাচ্ছেন বিসিএসএর সভাপতি জুনায়েদ পাইকার…

No comments.

Leave a Reply