মহাপাগল মোহামেডান সমর্থক দলের আনন্দময় জমজমাট স্মৃতিচারন অনুষ্টান

3…ব্যাতিক্রম এক সংগঠনই বটে,নাম যার ”মহা পাগল মোহামেডান সমর্থক দল”…রামপুরায় যার প্রতিষ্টাতা টি.ইসলাম.তারিক…পেশায় একজন প্রকৌশলী…ফুটবল তথা মোহামেডানের অন্তঃপ্রান সমর্থক বলেই খুলেন এই ”মহা পাগল মোহামেডান সমর্থক দল”…এ দলের পাগল সদস্যও রয়েছেন অনেক…শুধু দেশেই নয়,দেশের বাইরেও রয়েছেন অনেক…যারা সবাই সেই ৮০ দশক হতে নিয়মিত প্রিয় মোহামেডানের খেলা দেখে আসছেন…শত ব্যাস্থতার মাঝেও আজও ফুটবলের বর্তমান দুঃসময়েও কমতি নেই খেলা দেখার আগ্রহ…বলা যায় ফাঁকি নেই প্রিয় দলের খেলার দেখার ব্যাপারে…দল হারুক-জিতুক প্রিয় মোহামেডানের পাশে আছেন ওরা সর্বদা…আর মাঠে বসে দলকে নানা ভাবে প্রেরনা জুগিয়ে যাচ্ছেন…এদের মাঝে বিশেষ করে শফিকুল ইসলাম-টিক্কু জামান-বাপ্পী আলম-সাকিবুর রহমান খাঁন-ফারুক-তারিক-জালাল হোসেন লাইজু এদের কথা না উল্লেখ করলেই নয়…আর যারা কিনা দেশের বাইরে রয়েছেন তারাত প্রতিনিয়ত খোজ খবর নিয়েই চলেছেন…সেই সাথে ফেইসবুকে তাদের অভিমত তুলে ধরছেন…বিশেষ করে তুলে ধরতে হয় আমেরিকা প্রবাসী এক সময়ের ঢাকা ষ্টেডিয়ামের নিয়মিত দর্শক এবং মোহামেডানের অনেক সুখকর স্মৃতির সাক্ষী শাহিন অনিক ও সৈয়দ এনাম মোর্শেদ এবং সৌদি আরব প্রবাসী খোরশেদ আলমের কথা…

1…রোববার ২৪ মে মহাপাগল মোহামেডান সমর্থক দল সম্প্রতি চীর প্রতিদন্ধি আবাহনীকে হারানোর আনন্দে এক ব্যাতিক্রমধর্মী আনন্দঘন স্মৃতিচারন অনুষ্টানের আয়োজন করে…মোহামেডানের এক দল পাগল ভক্তের মাঝে উপস্থিত থেকে অনুষ্টানটিকে মাতিয়ে তোলেন ফুটবলের স্বর্নালী দিনের মোহামেডান ও জাতীয় দলের তারকা ফুটবলার লেফট ব্যাক রকিব-স্বপন দাশ-ষ্টপার ব্যাক কাওসার হামিদ-মন্টু-তুখোর লেফট উইঙ্গার বর্তমান কোচ জোশী এবং ষ্ট্রাইকার ধনু…আরো ছিলেন ক্রীড়াজগত সম্পাদক দুলাল মাহমুদ,ইত্তেফাকের সিনিয়র স্পোর্টস রির্পোটার সোহেল সারোয়ার চঞ্চল…

6…স্মৃতিচারন এঅনুষ্টানে তারকা ফুটবলার রকিব-স্বপন দাশ-জোশী-মন্টু-কাওসার-ধনু,ইত্তেফাকের ক্রীড়া সাংবাদিক সোহেল সারোয়ার চঞ্চল ছাড়াও মহাপাগল মোহামেডান সমর্থক দলের প্রতিষ্টাতা তারিক-শফিক-সাকি এবং জালাল আহমেদ লাইজু বক্তব্য রাখেন…একটা সময়ে ক্রীড়াজগতে নিয়মিত লিখতেন লাইজু আর বর্তমানে বাংলাদেশ ফুটবল সার্পোটাস ফোরামের কর্নধার তিনি…বক্তব্য রাখতে যেয়ে অনুষ্টানের
অতিথি সবাই মাঠে নিয়মিত উপস্থিত থাকা আর পুরানো তারকা ফুটবলারদের নানা অনুষ্টানে ডেকে নিয়ে সম্মানিত করার জন্য”মহাপাগল মোহামেডান সমর্থক দল”এর প্রশংসা করেন…আসলে না বল্লেই নয় এমন কিছু পাগল সমর্থক আছে বলেইত ফুটবল জেগে আছে কিছুটা হলেও…যারা ফুটবলের বর্তমান দুর্দিনেও মাঠে যেয়ে দল ও খেলোয়াড়দের প্রেরনা ও উৎসাহ জুগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত নিঃস্বার্থভাবেই…

4…তারকা ফুটবলার রকিব মহাপাগল মোহামেডান সমর্থক দলের এই স্মৃতিচারনমূলক অনুষ্টানে এসে মহাপাগলদের ফুটবল নিয়ে মাতামাতি আর ফুটবলের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ দেখে মুগ্ধই শুধু নয় বল্লেন আপনারা যে আজও খেলাকে ভালবেসে আমাদের মনে রেখেছেন ভালভাবে এমনটা ভাবতেই পারিনি…চাই মহাপাগল মোহামেডান সমর্থক দল ছড়িয়ে পড়–ক দেশের সর্বত্র…
…১৯৮৩ সালের প্রেসিডেন্ট গোল্ড কাপের বাংলাদেশ সবুজ দলের দলনায়ক ও ১৯৮৪ মরসুমের মোহামেডানের দলনায়ক স্বপন দাশ বলেন সেই প্রথম থেকেই মহাপাগল মোহামেডান সমর্থক দলের সদস্যদের মোহামেডান তথা ফুটবল প্রেম আর পুরানো তারকাদের প্রতি ভালবাসা দেখে মন ভরে যায়…তাই ওদের নানা কার্যক্রমের পাশে আমি আছি…

জাতীয় দল ও মোহামেডানের প্রাক্তন দলনায়ক খ্যাতিমান ফুটবলার কায়সার হামিদ শেষ দিকে এসে মহাপাগল মোহামেডান সমর্থক দলের কার্যক্রমের প্রশংসা করে বলেন এর আগেও আপনাদের অনুষ্টানে যোগ দিয়েছি অবশ্যই আগামীতে যখনই ডাকবেন আমাকে পাশে পাবেন…কায়সার সম্পর্কে বলতে যেয়ে জোশী বলেন সবাই ষ্ট্রাইকার হয়ে গোল দিতে চায়…গোল দিয়ে তারকাখ্যাতি পেতে চায়…তবে রক্ষনদূর্গের অতন্দ্রপ্রহরী হয়েও যে তারকা হওয়া যায় তার জলন্ত প্রমান যেন এই কায়সার হামিদ…ঠিকই বলেছেন জোশী…বলতেই হয় বেশ কজনের মাঝে আমাদের ফুটবলের দুই মহা তারকার নাম হলো দুই ষ্টপার ব্যাক কায়সার ও মোনেম মুন্না…

8…ষ্টপার ব্যাক মন্টু মহা পাগলদের প্রসংশা করে বলেন এমন নিবেদিতপ্রান পাগলা সার্পোটাররাই ভাল খেলার প্রেরনা…জানতে চাওয়া হলো মন্টু বেশ মজার সূরেই শোনালেন ইরানী কোচ হেজাজীর প্রিয় পাত্র হয়ে উঠার কাহিনী…

…সব শেষে মোহামেডানের এবারের সফল কোচ জোশী বলেন আমার কোচিং জীবনের শুরু মাত্র…নিজেকে সফলত ভাবিইনা বলব আমি এখনো শিখছি…জোশী বলেন এঅনুষ্টানে আসা শুধু মাত্র শ্রদ্ধেয় স্বপনদার কারনেই…না আসলেত ভাবতেই পারতাম না এমন পাগল ভক্ত আজও আছে…ওরাই যেন দলের ভাল করার প্রেরনা…পাগল ভক্তদের ভালবাসার মূল্য আমার কাছে সীমাহীন…ওরা আর কি পাগল আমি যেন বড় পাগল ভক্ত মোহামেডানের…ফুটবল প্রেমিকদের বিশেষ ভাবে অনুরোধ জানান জোশী আপনারা বেশী করে মাঠে আসেন…আপনাদের উৎসাহ-প্রেরনায় ফুটবল জেগে উঠবে আবারও…তাই যেন হয়…

tmsc…ইত্তেফাকের সিনিয়র ক্রীড়া সাংবাদিক সোহেল সারোয়ার চঞ্চল একেবারে তরুন প্রতিভাবান খেলোয়াড়ে গড়া দল নিয়ে যেভাবে মনপ্রান উজাড় করে দিয়ে কোচ জোশী লীগের প্রথম পর্বে দলকে ২য় স্থানে দাড় করিয়েছেন তার প্রশংসা করলেন…তার মতে ফুটবলাররাই পারে ভাল খেলা উপহার দিয়ে আবারও নুতন করে প্রানের সঞ্চার করে ফুটবলকে জাগিয়ে তুলতে সেই সাথে পাগল সমর্থকদের দিয়ে মাঠ ভরিয়ে দিতে…যেমনটি মাঠ ভরা সমর্থকের মাঝে ফুটবলকে দারুন ভাবে জাগিয়ে রেখেছিলেন উপস্থিত রকিব-স্বপন-কায়সার-মন্টু ও জোশীর মত তারকারা…

…মহা পাগল মোহামেডান সমর্থক দলের প্রতিষ্টাতা তারেক বলেন আমরা মোহামেডানের সেই সাথে ফুটবলের পাগলা সার্পোটার…ভালবাসি ফুটবল ও প্রিয় দল মোহামেডানকে…সেই ৮০ দশক হতে খেলা দেখার মাঝে দল ও খেলোয়াড়দের প্রেরনা দিয়ে আসছি এবং করেই যাব…আমরা শ্রদ্ধার সাথেই স্মরন করি আমাদের অতিত দিনের তারকা ফুটবলারদের…যাদের আমরা নানা ভাবে সম্মান দেখিয়েছি এবং আগামীতেও দেখাব…আমরা সব সময়ই আছি-থাকব খেলোয়াড় ও দলের পাশে…মনে প্রানেই চাই ফুটবলকে আবারও জনপ্রিয় করে তুলে হারানো গৌরবময় দিনে নিয়ে যাবে এসময়ের তরুন খেলোয়াড়েরা…যা দেখার অপেক্ষাতেই প্রহর গোনা…তবে স্বীকার করতেই হবে এবং বলতেই হয় ফুটবলের গনজাগরনে দেশের দুই সেরা ও জনপ্রিয় দল মোহামেডান ও আবাহনীর বিকল্প নেই…ভাল দল গড়ে সাফল্য লাভের মাঝেই এদুদলই পারে ফুটবলকে ফের জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে

 

 

One Response to “মহাপাগল মোহামেডান সমর্থক দলের আনন্দময় জমজমাট স্মৃতিচারন অনুষ্টান”

  1. t islam tarique

    May 25. 2015

    onusthane joshi vai , kaisar vai , montu vai rakib vai soho shopon vai er uposthiti jemon onusthanke safollomondito koreche thik temni onusthaner por Nazmul Amin Kiron vai sei onusthaner alokpat kore onusthaner ujjollo r o bikosito korechen nissondehe ta r bolar obokas rakhe na ,,,,mtahe jemon ei sob khelowarra chilen taroka thik temni amader Nazmul Amin Kiron vai ajo likhar jogote ek khetiman taroka hoye amader puro ridoy jurei achen golpo noy ekdom sotti ,,,,,

    Reply to this comment

Leave a Reply