মন ছুয়ে যাওয়া প্রান জুড়ানো অসাধারন জয়

joy-1…বাংলাদেশের সুখকর জয়ের মহুর্তেই ফোনটা বেজে উঠলো ক্রিং ক্রিং…ভাবিনি তখন পরিচিত মুখের ফোনটা পাব…ওভাবে যে কখনও ফোন করাও হয়নি তার…ওদিকে ওভাবে ৩০০+ রান চেজ করে কখনও যে জয়ও পায়নি টাইগার বাহিনী…তাও আবার স্কটল্যান্ডের সাথে বিশ্বকাপের এক গুরুত্বপূর্ন ম্যাচ…তাইত আজকের খেলা দেখতে যেয়ে টেনশনে আর অস্থিরতায় যে মরেছেন সবাই তা বলতেই হয়…অতঃপর শান্তির জয় এনে দেয় সূখ আর আনন্দ…ক্রিকেট বোর্ডের প্রাক্তন পরিচালক নিবেদিত প্রান ক্রিকেট সংগঠক খন্দকার জামিল উদ্দিন ভাইয়ের ফোনটা পেয়ে বুঝতে বাকি থাকেনি অতুলোনীয় জয়ের আনন্দটা শেয়ার করতেই কলটা দিয়েছেন…তার ভারী কন্ঠস্বর শুনে এটাও বোঝা হয়েছে কতটা টেনশন আর অস্থিরতায় ছটফট করে খেলার সময়টা কাটিয়েছেন…বল্লেন অঘঠন ঘটে যাবে কিনা এ ভাবনায় গাঁ গরম হয়ে জ্বর জ্বর ভাবও এসে গিয়েছিলো…তবে এই প্রথম ৩১৮ রান চেজ করে অকল্পনীয় জয়ের স্বাধ সব দূর করে দিয়েছে…বল্লেন লাল সবুজের টাইগার বাহিনীর মন ছুয়ে যাওয়া প্রান জুড়ানো এক জয়…অসাধারন অসাধারন এজয়…অতুলোনীয়…এমন জয় যে দেখা হয়নি আগে…বার বার প্রশংসা করেই যাচ্ছিলেন জামিল ভাই…না করে কি উপায় আছে…৩১৮ রান চেজ করে ৬ উইকেটে স্মরনীয় জয় যে আসলো…তাও আবার ১১টি বল হাতে রেখেই…অকপটে বলেই ফেল্লেন তার দেখা সেরা ব্যাটিং নৈপূন্যের ঝলকের মাঝে সেরা জয়…যার নেই কোন তুলোনা…

joy-2…জামিল ভাই বলেন আজকের গুরুত্বপূর্ন খেলায় দলের বিপদে বিশেষ প্রয়োজন মহুর্তে এক সৌম্য ছাড়া অভিজ্ঞ তামিম-সাকিব-মুশফিক-রিয়াদের সাথে তরুন শাব্বীর যেভাবে নিজ নিজ দায়িত্ব বুঝে আস্থা-নির্ভরতার সাথে একই তালে ব্যাট করে সহজ ভাবে জয়ের নিশানা পার করেছেন তার যেমন বড় করে প্রশংসা না করলেই নয়…তেমনি প্রত্যাশা থাকবে আগামীতেও তারা এমন করেই খেলে যাবেন লাল-সবুজের পতাকাটাকে অনেক উচুতে তুলে ধরার লক্ষ নিয়ে…ওমন চাওয়াই টাইগারদের কোটি কোটি ভক্তকূলেরও…

জামিল ভাই বলেন দলের সিনিয়র ক্রিকেটারদের উপর তার আস্থা-বিশ্বাস বরাবরই ছিলো…থাকবে…তামিমকে নিয়ে অনেকেই নানা কথা বলেছেন…যা তার ভাল লাগেনি…তবে তামিমের উপর তার ভরসা ছিলো সব সময়ই…বলেন ও জাত ক্রিকেটার…খানিকটা সময় নিয়ে হলেও দলের বিপদের মহুর্তে ব্যাট হাতে জ্বলে উঠে সর্বোচ অনবদ্য ৯৫ রান তুলে তামিম আজ প্রমান করেছে সে দলের জন্য কতটা প্রয়োজনীয় ও অপরিহার্য্য ব্যাটসম্যান…এবং কি করে দেখাতে পারেন তিনি…

joy-3…এছাড়া বারবার বলে এসেছি পরিক্ষিত ও দলের সেরা দু ব্যাটসম্যান সাকিব ও মুশফিককে ৪/৫ নাম্বারে ব্যাট করার সুযোগ দিতে হবে যেন ওরা দায়িত্ব কাঁধে নিয়ে হাল ধরে দলকে অনেকদূর টেনে নিতে পারেন…এদুজনও আজ তা করেছেন যথাযত ভাবেই…৪ নম্বরে ব্যাট করতে এসে ৪২ বলে মুশফিকের ৬০ রান সংগ্রহ দলের রানের খাতাকেই শুধু সচল রাখেনি দলকে জয়ের নিশানায়ও পৌছে দিতে বড় সাহায্য করে…তেমনি ৩ নম্বরে ব্যাট করে ৬২ বলে মূল্যবান ৬২ রান করে রিয়াদ যেন তার স্বামর্থ্যরে প্রমান রেখে বুঝিয়ে দিয়েছেন ও পজিশনটায় তার উপর আস্থা রাখলে ভুল হবেনা…ওদিকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবও সময়মত আজ প্রমান দিয়েছেন কেন তিনি সেরা…৪১ বলে অপরাজিত ৫২ রান তুলে জয়ের আনন্দেই মাঠ ছেড়েছেন…ওদিকে লংকানদের বিরুদ্ধে আগের খেলায় ৫২ রান তোলার পর আজও দারুন নির্ভরতার পরিচয় দিয়ে সাকিবের সাথে অপরাজিত ৪২ রান তুলে তরুন প্রতিভা শাব্বীর প্রমান দিয়েছেন তার যোগ্যতার…বলতেই হয় সুযোগ পেলে আর সময় গড়ালে শাব্বীর যে দলের জন্য ভাল কিছু করে দেখাতে সক্ষম হবেন তা তার খেলাতেই পরিস্কার ফুটে উঠেছে…

joy-4…জামিল ভাই বলেন স্কটল্যান্ড বলে কথা নয় আজ যেভাবে ঠান্ডা মাথায় ধীরস্থির থেকে ব্যাটিং ঝলকটা দেখিয়ে ১১ বল হাতে রেখেই ৩১৮ রান চেজ করে দল জয় ছিনিয়ে নিয়েছে তার যেমন তুলোনা নেই তেমনি টনক নাড়াবে বড় দল গুলোর তা বলতেই হয়…তবে বোলিং নিয়ে যেন কিছুটা দুঃচিন্তার ছাপ থেকেই গেলো…দুর্বলতা গুলো কাটিয়ে তুলতেই হবে কারন আগামী ম্যাচে যে শক্তিশালী উংল্যান্ডের মুখোমুখি হতে হবে…আশাকরা যায় দল ভাল করবে আর প্রথ্যাশা পূরনে সক্ষম হবে…তাই হোক…যে চাওয়া যে সবার…

…মনে পড়ছে বারবার আজ সকালে দেখা ফেইসবুকের কজনের পোষ্ট…টিভি চ্যানেল ২৪ এর স্পোর্টস এডিটর দিলু খন্দকার ফেইসবুকে পোষ্টে লিখেছিলেন ”স্কটিশদের নিয়ে ভাবব কেন কেন কেন?????”…লিখেছিলাম ষ্কটল্যান্ড নিয়ে ভাবছিনা…ভাবছি আমাদের নিয়ে…ভাবছি আমাদের ওজনটা কোথায়…একটা সময়ের ঢাকা লীগের ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কৃতি উইকেট কিপার ডালিম ভাই যেন রসিকতা করেই আমাকে রিপ্লাই দিয়েছিলেন ”দলটার ওজন নেই-ক্রিকেটারদের ওজন আছে”…ওদিকে টিভি চ্যানেল ২৪ এর এনকোর কাজী সাবির তার পোষ্টে লিখেছিলেন ৩১৮ রান চেজ করে জিতবই…না পারলে পাবলিক প্লেসে কান ধরে উঠবস করব ২০ বার…এখন যেন বলতেই হয় ইয়েস দিলু আমরাও যেমন ভাবিনি তেমনি ভাবেনি মাশরাফির টাইগার বাহিনী…আর আমাদের দলের ওজনটা যে কোথায় তা ভাল করেই বুঝিয়ে দিয়েছে টাইগার  তারকারা…ইয়েস ডালিম ভাই ঠিকই বলেছেন ক্রিকেটারদের ওজন আছে…তাই শুধু নয় ওরা দেখিয়ে দিয়েছে দলের ওজনও…ওদিকে কাজী সাবিরের ২০ বার কানে ধরে উঠবসের কথাটা যেন কানে পৌাছেছিলো টাইগার বাহিনীর…তাই যেন ওরা সাবিরকে ওমন কাজটা করা থেকে বিরত রেখেছে নিজেদের সেরাটা উপহার দিয়ে স্মরনীয় এক জয় ছিনিয়ে নিয়ে…এযাত্রায় মান রক্ষা হলো সাবিরের…একবার কেন বার বারই আমরা চাইব ক্রিকেটোররা নিজেদের শেষ বিন্দু উজাড় করে দিয়ে ১৬ কোটি মানুষের মান রাখুক বারে বারে আর লাল সবুজের পতাকাটাকে তুলে ধরুক অনেক উচুতে…

j-k-s

…বাঁ হতে খন্দকার জামিল-দিলু খন্দকার-কাজি সাবির ও ডালিম…

হোকনা নন টেষ্ট প্লেয়িং দল স্কটল্যান্ড তবে ৩১৮ রানের বড় টার্গেট সহজে টপকে বাংলাদেশ দল বড় দল গুলোর টনক যে নড়াতে পেরেছে তা বলাই যায়…খানিকটা অনভিজ্ঞতার কারনেই নার্ভাস হয়ে অনেকবারই জয়ের কিনারায় এসেও পিছিয়ে পড়া হয়েছে আমাদের…তবে আজ ঠান্ডা মাথায় মেধা খাটিয়ে যেভাবে খেলা হয়েছে তাতে প্রমান করা হয়েছে নিজেদের সেরাটা উপহার দিতে পারলে অনেকটা পথ এগিয়ে যাওয়া অসম্ভবের কিছু নেই…না বলে পারছিনা এমন জয়ে গাঁ ভাসিয়ে দিলে চলবে না…চাই ভাল করার ধারাবাহিকতা…ওটার যে বড্ড অভাব আমাদের…

One Response to “মন ছুয়ে যাওয়া প্রান জুড়ানো অসাধারন জয়”

  1. Saleque Sufi

    Mar 05. 2015

    A master piece from a wonderful sports writer . This Bangladesh team has quality to go deeper in the tournament if only people running the show can leave them in peace without undue interference . Off the field antics by team management often hurts . Let us all focus for the next two games and beyond.

    Reply to this comment

Leave a Reply to Anonymous