হকিতে এবার নিয়ে ১১ বার শিরোপা ঘরে তুলে নিলো মোহামেডান

চ্যাম্পিয়নের মূল নায়ক “জিমি”

এবার সূচনা লগ্নে স্বাধীনতা কাপ এবং অত:পর হকি লীগ এ দুদুটো আসরেই দেশ সেরা গোলদাতা তরুন ষ্ট্রাইকার জিমির অসাধারন নৈপূন্যেই বলব অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দারুন কৃতিত্ব দেখালো মোহমেডান হকি দলটি.

..স্বাধীনতা কাপের ফাইনালে গোল করা ছাড়াও এক ডবল হ্যাটট্রিক সহ চার ম্যাচেই করলেন ১৪ গোল…আর লীগের শেষ গুরুত্ববহুল ম্যাচে উষার বিরুদ্বে করলেন অতুলোনীয় হ্যাটট্রিক…মোহামেডান এর পক্ষে ৭নং জার্সিধারী খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ৪মিনিট, ২৫মিনিট ও ৬৬মিনিটে গোল তিনটি করে হ্যাট্রিক পূর্ন করেন..মনে দাগ কাটার মত অসাধারন নৈপূন্যই বটে..দেশ সেরা গোলদাতা বলে কথা..ওমন চোঁখ মেলে দেখবার মত হ্যাটট্রিক আর নয়ন জুড়ানো গোল করা যেন জিমিকেই মানায়..মোহামেডানকে দুটো ট্রফি এনে দিয়ে যেন মওসুমটি নিজের করে নিলেন জিমি..এবারের লীগে জিমির গোল ১৯টি..এর মাঝে হ্যাট্রিক ২টি..নব্বুই দশকের দিকে এক সময়ের নামী হকি খেলোয়াড় এবং আম্পায়ার সোনা ভাইকে দেখতাম তার ছোট্ট ছেলেটিকে হাতে ধরে নিয়ে আসতেন হকি ষ্টেডিয়ামে…আজ সেই জিমি আমাদের হকির গর্ব আর দেশ সেরা খেলোয়াড় বাবাই যায় না…লীগ হকিতে এবার নিয়ে ১১ বার শিরোপা ঘরে তুলে নিলো মোহামেডান..মওসুম গুলো হলো ১৯৭৯,৮০,৮২,৯০,৯২,৯৫,৯৭(প্রথম বিভাগ),৯৮,২০০০,২০১০,২০১২(প্রিমিয়াম ডিভিশন)…আর এর মাঝে ৭ বার লীগ রার্নাস আপ হয় মোহামেডান..

এবারের লীগে মোহামেডান প্রথম পর্বে  আবাহনীকে ৪-৩,মেরিনারকে ৪-১,    সোনালী ব্যাংককে ৭-০,এ্যাজাষ্ককে     ৭-১,
সাধারণ বীমাকে ৫-০,আজাদকে ১২-১,পুলিশকে ৮-০,ওয়ারীকে ৫-০,বাংরাশে এসসিকে ৫-১,উষা কেসিকে ২-১ এবং সুপার লীগে সানালী ব্যাংককে ১১-২,সাধারণ বীমাকে ৫-০,আবাহনীর সাথে ১-১ এবং উষাকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়নের স্বাদ নেয়…

4 Responses to “হকিতে এবার নিয়ে ১১ বার শিরোপা ঘরে তুলে নিলো মোহামেডান”

  1. Robin

    Aug 06. 2012

    Nice article! Thank you, Kiron bhai.

    Reply to this comment
  2. t islam tarique

    Aug 07. 2012

    eai bijoy dhore rakhte hobe .

    Reply to this comment
  3. mamun

    Aug 07. 2012

    amra jantam 4 bar but apnar maddome aaj jante parlam 11 bar.kiron bhai apnake onek thanks.

    Reply to this comment
    • md. t islam tarique

      Aug 08. 2012

      mamun bhai regular eai site visit korle r o onek notun notun news paben . so visit this site regularly & tell another to visit .

      Reply to this comment

Leave a Reply to Syed Enam Murshed