বড় সৌভাগ্যবান একটি নাম দুর্জয়

বাংলাদেশের ক্রীকেট নিয়ে লিখতে গেলে নাঈমুর রহমান দুর্জয়ের নামটি লেখা থাকবে বড় করেই..বড় সৌভাগ্যবান একটি নাম দুর্জয়..তিনি যে প্রথম টেষ্ট দলনায়ক..শুধু কি তাই ২০০০ সালে ঢাকা ষ্টেডিয়ামে প্রথম টেষ্টেই ভারতের বিরুদ্বে ৬টি উইকেট নিয়ে যেন ইতিহাসের পাতায় নাম ও লিখিয়েছেন…ভাবাই যায় না..৮টি টেষ্ট খেলে করেছেন ২১০ রান,উইকেট দখল করেছেন ১২টি..আর ২৯টি ওয়ান ডে ম্যাচ খেলে হাকিয়েছেন ৪৮৮ রান,উইকেট নিয়েছেন ১০টি..খেলা ছেড়ে নির্বাচকের দায়িত্বও পালন করেছেন..

One Response to “বড় সৌভাগ্যবান একটি নাম দুর্জয়”

  1. kishore

    Aug 06. 2012

    Excellent collection! Chomotkar statistics of Durjoy’s beautiful career! Aaro koyekta botsor easily khelte parto desher jonno. He was a jenuine allrounder.

    Reply to this comment

Leave a Reply