..সাকিবের ১০০+১০ রের্কডে টাইগার বাহিনী ফিরলো সিরিজ জয়ের ধারায়..

…সাকিবের অতুলোনীয় ব্যাটে-বলে নৈপূন্যেই সিরিজ জয় করলো বাংলাদেশ…নিজেও জয় করলেন অনেক কিছুই…হয়ত জিম্বাবুয়েকে ওয়াইট ওয়াশও করে দেবেন সাকিব…তেমনি নিজের গড়া আগের সেরা কীর্তি গুলোও যেন ওয়াইট ওয়াশ করে তুলির আঁচলে নুতন রং দিলেন…সেই সাথে দলের চেহারাটাও পাল্টে দিলেন…টাইগার বাহিনী ফিরলো সিরিজ জয়ের ধারায়…অনেকদিন পর সাকিবই যেন হাঁসি মুখ এনে দিলেন কোটি ক্রিকেট প্রেমিকের…

…অথচ কিছু দিন আগেও সাসপেন্ড এর আঘাতে জর্জরিত সাকিব ছিলেন এক অসহায় দর্শক…তবে এভাবে সাড়া জাগানো কীর্তি গড়ে রাজকীয় ঢংএ ফিরবেন তা ভাবা যায়নি…গ্রেট বলে কথা…ফেরাটা যেন ছিলো অনেক পাওয়ার মাঝে সেরা হয়েই…ছুয়েছেন যেমন বিশ্ব ক্রিকেটের গ্রেটদের কীর্তি.. তেমনি এমহুর্তের বেশ কজনকে পেছনে ফেলে এগিয়ে গেলেন বহু দূর…

আর তাইত খুশির জোয়ারে ডুবে গেলো গোটা দেশ…হতাশার মাঝে থেকে ২০১৪ মরসুমের মন জয় করা সাফল্য বলেই এত আনন্দ সবার মাঝে…না হয়ে কি উপায় আছে…চলতি বছরে এই প্রথম একটা দলকে নাকানি চুবানো যে খাওয়ানো হলো…যা দেখে কার না ভাল লাগে…সবইত সম্ভব হলো দুর্দান্ত ভাবে কাম ব্যাক করা আমাদের সেরা সাকিবের বৌদলতেই…বাংলাদেশ জিতবে আর সাকিবের কম-বেশী অবদান থাকবেনা এ যেন বেমানান…তাইত সাবাস সাকিব বলতেই হয়…সাকিবের হাত ধরেই দল এগিয়ে যাক আরো অনেক দূর…আসুক আরো সুখময় স্মরনীয় সাফল্য এপ্রত্যাশাতেই প্রহর গুনছেন সবাই…সাকিব যে টাইগার দলটার বড় টনিক…আর প্রতিপক্ষের এক ত্রাসের নাম…

…কথায় আছে বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয়…সাকিবের বেলায়ও তাই যেন ঘটেছিলো…ঠেলে দেয়া হয়েছিলো তাকে দলের অনেক দূরে…বহু দূরে…তবে দলের অন্যতম স্তম্ভ বা চালিকা শক্তি সাকিবের দর্শক হয়ে এই দূরে থাকাটাই যেমন তাকে আরো জেদী করে তোলে তেমনি ভাল করার বাড়তি তাগিদ যে এনে দেয় তা বলতেই হয়…দেখিয়েছেনও তেমনটা…প্রমানও করেছেন দলের জন্য তিনি কতটা প্রয়োজনীয় এবং কেন তিনি সেরা…আমাদের দেখা হলো সাকিবের ক্যারিয়ারের সেরা নৈপূন্য…

…সাকিবের নেতৃত্বে মাঠ ছাড়ছে টাইগার দল..হাতে তার রের্কড গড়া কীর্তির স্মৃতি স্মারক বল ও ষ্টাম্প…

সিরিজ জয়ের পরতো দলনায়ক মুশফিক প্রশংসা করে বলেই দিলেন সাকিব গ্রেট ক্রিকেটার…আবারও সে প্রমান করে দিয়েছে এমহুর্তের বিশ্ব সেরা অল রাউন্ডার…ওদিকে সফরকারী জিম্বাবুয়ের দলনায়ক টেলরতো স্বীকার করেই নিলেন সাকিব একাই আমাদের ডুবিয়ে দিয়েছে…কেনইবা সাকিবকে প্রশংসায় ভাসাবেনা না মুশফিক বা টেলর…সেঞ্চুরীর পাশাপাশি ১০ উইকেট যে নিয়ে ইতিহাসের পাঁতায় নাম লিখিয়েছেন গ্রেট সাকিব…সেই সাথে ম্যাচ সেরা হবার মাঝেই অভাবনীয় ভাবেই ২য় টেষ্টে বাংলাদেশকে ১৬২ রানের বড় ব্যাবধানে জিতিয়ে সিরিজ জয়ের স্বাধ এনে দিয়েছেন…যে স্মৃতি সাকিবেরতো বটেই  কোটি ভক্তের মনে জাগ্রত থাকবে বহু দিন সন্দেহ নেই…

…প্রিয় সাকিবের অনন্য কীর্তি গড়ার পর সতির্থদের প্রান ঢালা অভিনন্দন …

…সাসপেন্ডশন কাটিয়ে সাকিবের টেষ্টে ফেরাটা অনেকটা গল্প আর স্বপ্ন দেখার মতই বলতে হয়…অনেক অর্জনের মাঝেই ক্যারিয়ারের সেরা নৈপূন্যের ঝলকানি দেখিয়ে নাম লেখালেন ইতিহাসের পাঁতায়…দুর্লভ রের্কডে ঠাই করে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের মহান তারকাদের পাশে…ভাবাই যায়না…যা গর্বে বুক ভরিয়েছে আমাদের…সাকিব ঢাকা টেষ্টে ফিরেই প্রথম ইনিংসে দখল করে নিয়েছিলেন সর্বোচ ৬ উইকেট…টেষ্টে ৭ উইকেট…যা টেষ্ট জয়ের পেছনে বড় অবদান রাখে…চমকের সেই শুরু…অতঃপর খুলনায় ২য় টেষ্টের প্রথম ইনিংসেই স্বভাবজাত ভাবে হাত খুলে ব্যাট চালিয়ে ১৮০ বলে হাঁকিয়ে বসেন মন কেড়ে নেয়া ১৩৭ রান…বল হাতে ৫ উইকেট তুলে নেয়ার মাঝেই দ্বিতীয় বারের মত শতরান সহ পাঁচ উইকেট নেয়া রের্কডে বিশ্ব নন্দিত গ্যারি সোর্বাস-ক্যালিস ও মুস্তাকের পাশেই নিজের নাম লেখান…সর্বাধিক ৫ বার যে কৃতিত্ব দেখান বোথাম…অবশেষে স্বপ্নের মতই ২য় ইনিংসেও ৫ উইকেট দখল করে নিয়ে সাকিব নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরেন…টেষ্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এর আগে মাত্র দুজন অল রাউন্ডার শতরান সহ ১০ উইকেট নেয়ার নজীড় গড়েছিলেন…যে নজিড় ইতিপুর্বে গড়েছিলেন ইমরান খান ও বোথাম…বহু বছর পর সাকিব গড়লেন সেই অসাধারন ও অতুলোনীয় রের্কড…দুই টেষ্টেই ১৭ উইকেট ও সেঞ্চুরী সমেত ১৬৫ রান তুলে সাকিব আবারও ফিরে পেলেন টেষ্টে র‌্যাংকিংএ এক নম্বর অলরাউন্ডারের খেতাব…দল উঠে এসেছে নয় নম্বরে…খুশিতে মন না ভরে কি পারে…মন ভরেছে যেমন সাকিবের তেমনি কোটি ক্রিকেট প্রেমিকেরও…বলতেই হয় গত কটা দিন খুলনা ষ্টেডিয়াম যেন সাকিব-সাকিব ধ্বনীতে ছিলো মুখোরিত…হবেই না কেন এ টেষ্ট যে সাকিবের অমর কীর্তি গড়ে নুতন গল্প লেখার দিন ছিলো……আমাদের গর্ব  বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবেরই মানায় গল্প লেখা……সাকিব যে অতুলোনীয়…

 

No comments.

Leave a Reply