সাকিব-তামিমের কোচ হচ্ছেন অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশ দলের প্রাক্তন ক্রিকেটার সেলিম

…কোচিংয়ের ফাঁকে মিশেল গস-জিওফ মার্শ ও জাষ্টিন ল্যান্গারের সাথে সেলিম…

…বাংলাদেশ দলের অন্যতম দুই সেরা ক্রিকেটারের নাম বলা হলে যে নাম আসেবে সবার মুখে তা হলো সাকিব ও তামিম কোন সন্দেহ নেই…আর তারকা ক্রিকেটার এদুজনেই আসন্ন প্রিমিয়াম ক্রিকেট লীগ খেলবেন এক সাথেই…তাদের দল শক্তিশালী গাজী ট্যাংক…চ্যাম্পিয়ন শক্তিশালী এদলটি সাকিব ও তামিমের উপর ভরসা করেই এবারও শ্রেষ্টত্ব প্রদর্শন করতে ভাল ভাবেই প্রস্তুতি নিচ্ছেন…যানা গেছে দল গড়ার দায়িত্ব দেয়া হচ্ছে অর্থাৎ সাকিব ও তামিমের কোচ আনা হচ্ছে অষ্ট্রেলিয়া থেকে…ইনি আর কেউ নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা খেলোয়াড় মাহবুবুর রহমান সেলিম…দীর্ঘদিন অষ্ট্রেলিয়াতে প্রবাস জীবন যাপন করছেন সেলিম…কোচিংএ উচ্চতর ট্রেনিং নিয়ে সেলিম এমহুর্তে ওয়ের্ষ্টান অষ্ট্রেলিয়ার পার্থ ক্রিকেট ক্লাবের কোচিংয়ের দায়িত্ব পালন করছেন…গাজী ট্যাংক ক্লাবের সাথে তার কথা পাঁকা করা হয়েছে বলে যানা গেছে…দীর্ঘ ছুটি নিয়ে দুচার দিনের মাঝেই দেশে আসছেন সেলিম…তারপরই শুরু হবে তার নুতন পথ চলা…

…অষ্ট্রেলিয়ায় ক্লাব কোচিংএ মগ্ন কোচ সেলিম…

…সেলিমের ক্রিকেটে হাতে খড়ি নিজ জেলা ময়মনসিংহে…অতঃপর ৮৩ মরসুমে ঢাকা লীগ খেলা শুরু করেছিলেন ধানমন্ডির হয়ে…এরপর রুপালী ব্যাংক দলে যোগ দিয়ে নিজেকে ভাল ভাবেই তুলে ধরেন ব্যাটে-বলে নৈপূন্যের ঝলকানি দেখিয়ে…সেঞ্চুরী হাঁকিয়ে যেমন নিজেকে শক্তভাবে দাড় করান তেমনি নজড় কাড়েন নির্বাচক ও বড় দলের…ফলে সুযোগ পেয়ে যান ৮৯’তে ঢাকায় অনুষ্টিত এশিয়ান জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশ দলের হয়ে খেলার…পাশাপাশি ঢাকা লীগের শীর্ষ দল আবাহনী তাকে লুফে নেয়…সেই শুরু সেলিমের উত্তান…ক্রমান্বয়ে ভাল খেলে ১৯৯০ এর আইসিসি ট্রফিতে প্রথম বারের মত বাংলাদেশ দলে খেলার সুযোগ লাভ করেন…৯২’তে সিঙ্গাপুরের দঃএশিয় ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ দলেও খেলেছেন…

…হ্যাট্রিক লীগ চ্যাম্পিয়ন আবাহনীতে সেলিম…

…বিসিবি একাদশ ও আবাহনীর হয়ে ভারতেও খেলেছেন সেলিম…১৯৯৯ সালে সফরকারী জিম্বাবের সাথে সেলিম একটি মাত্র ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন…যে ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে শতরান হাঁকিয়েছিলেন মেহরাব অপি…সে ম্যাচে সেলিম ব্যাট হাতে নেমেছিলেন ৪৯তম ওভারের মাথায়…আবাহনী ছেড়ে সেলিম বিমান ও পরে ব্রার্দাসের হয়ে খেলেও ব্যাটে-বলে নৈপূন্য দেখিয়েছিলেন…ব্যাটিংয়ের পাশাপাশি ভাল স্পিন বোলিংও করতেন সেলিম…জাতীয় ও যুব ক্রিকেটে খেলেছেন ময়মনসিংহের হয়ে…মাঝে একবার ৯৪’ সালে সিলেটের হয়ে জাতীয় ক্রিকেটে খেলেছিলেন…সেলিম সিলেটের হয়ে যেমন জাতীয় চ্যাম্পিয়নের স্বাদ নিয়েছেন তেমনি আবানীর হয়ে লীগ-দামাল সামার,ব্রার্দাসের হয়ে বিজয় দিবস ক্রিকেট,জাতীয় দলের হয়ে দঃক্ষিন এশিয় ক্রিকেট,আনন্দ মোহন কলেজের হয়ে আন্তঃ কলেজ,শহিদ সুফি সমাজ কল্যানের হয়ে ফরিদপরি লীগ চ্যাম্পিয়নেরও স্বাদ নিয়েছেন…

…জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন সিলেট দলে সেলিম…

…১৯৮৯-এ এশিয়ান জুনিয়র ক্রিকেটের এক অনুষ্টানে ভারতের খ্যাতিমান তারকা ক্রিকেটার অজয় জাদেজার সাথে সেলিম…

…এখানে না উল্লেখ করলেই নয় লোকাল ক্রিকেটে বরাবর ভাল খেলে গেলেও জাতীয় দলের একাদশে খেলানোর ব্যাপারে সেলিমকে বারবার করা হয়েছে অবহেলিত…এক পর্যায়ে অভিমানে যেন খেলা ছেড়ে অষ্ট্রেলিয়া পাড়ি দেন সেলিম এবং উচ্চতর ট্রেনিং নিয়ে কোচিং পেশায় নিজেকে জড়িয়ে নেন ভাল ভাবেই…অতঃপর প্রথম বারের মত ঢাকার কোন ক্লাব দলকে কোচিং করাতে যাচ্ছেন…সেলিম অষ্ট্রেলিয়ার ট্রেনিং ও কোচিং করানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকার ক্লাব দল গাজী ট্যাংককে ভাল কিছু উপহার দিয়ে সাফ্যলের মুখ দেখাক এবং সেই সাথে কোচ হিসেবে নিজেকে প্রতিষ্টিত করুক এমনতর প্রত্যাশা থাকলো…

4 Responses to “সাকিব-তামিমের কোচ হচ্ছেন অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশ দলের প্রাক্তন ক্রিকেটার সেলিম”

  1. Manjoor milki

    Oct 11. 2014

    Let The Luck Smile 4 Selim.All The Best

    Reply to this comment
  2. Maruful Haque

    Oct 12. 2014

    Dear kiron vai. For your kind information. Amar dekha shera football talent. Or knee problem Na thakle salahuddin vai theme aro famous hoye parto. Ei rokom football talent Ami ekhoni pai Na. Amar khub close friend bole bolsi Na. Arekti bishoy 1st nirman school cricket er Mymensingh zilla school team captain 1983-84 shale.
    Amra ek jug ekshathe porasuna o kheladhula koresi. Apnar news ta pore khub utshahito gorbo bodh korsi. Agam shuvo kamona roilo. Maruf

    Reply to this comment
    • admin

      Oct 14. 2014

      ..dear Maruf bhai thanks for nice comments…valo laglo apnar comments dakhe…jana holo onek…salim er proti shubho kamona amar o thakhlo…

      Reply to this comment
    • admin

      Oct 16. 2014

      ..dear Maruf bhai apnake many many tnx nice comments er jonno…jana holo onek…

      Reply to this comment

Leave a Reply