স্বাধীনতাত্তোর ঢাকা ক্রিকেট লীগের প্রথম হাফ সেঞ্চুরী হাঁকিয়েছিলেন ফুটবলার সালাউদ্দিন

সালাউদ্দিনের পরিচয় ফুটবলের একজন সফল ষ্ট্রাইকার-কোচ-সংঘঠক হিসেবেইসালাউদ্দিন এমহুর্তের বাংলাদেশ ফুটবলের প্রধান কর্তা ব্যাক্তি হিসোবে দায়িত্ব পালন করছেন..তবে ক্রিকেটার সালাউদ্দিনকে হয়তবা অনেকেই জানেন না..তবে বর্তমান প্রজম্নের তরুন ক্রিকেট প্রেমীরা যারা দারুন ভাবে ক্রিকেট নিয়ে ফেসবুকে মেতে থাকেন বা ষ্টেডিয়ামে গিয়ে খেলা দেখায় মগ্ন থাকেন তাদের না যানারই কথা ক্রিকেটার সালাউদ্দিনকে…কারন সালাউদ্দিন যখন ক্রিকেট ছাড়েন তখনতো অনেকের জম্নই হয়নি..খুব ভাল মানের ব্যাটসম্যান ছিলেন সালাউদ্দিন..খেলেছেন এক সময়ের ঢাকার শীর্ষ দল আজাদ বয়েজ ক্লাবের হয়ে টানা কবছর..ক্রিকেটে ইতিহাসের পাতায় ঠাই করে নেয়া এক কীর্তিও রয়েছে সালাউদ্দিনের..স্বাধীনতাত্তোর ঢাকা ক্রিকেট লীগের প্রথম হাফ সেঞ্চুরীটি এসেছিলো সালাউদ্দিনের ব্যাট থেকেই..বেশ কবার জাতীয় দলের ট্রায়ালেও ছিলেন সালাউদ্দিন..

১৯৭৩ সালে প্রথম বারের মত শুরু হওয়া  ঢাকা ক্রিকেট লীগের পহেলা ম্যাচেই আজাদ বয়েজ মুখোমুখি হয়েছিলো ভিক্টোরিয়ার সাথে..প্রথমে ব্যাট করে সালাউদ্দিনের অতুলোনীয় সর্বোচ ৫৭ রান এবং গ্যারির ৩৫ ও ইব্রাহিম সাবেরের ৩৫ রানের সুবাদে আজাদ বয়েজ তুলে নেয় ৭উইকেটে ১৮৭ রান…সালাউদ্দিন ৮৭ মিনিট ব্যাট করে ৭ চারের সাহায্যে করেন ৫৭ রান..লিয়াকত ২৭ রানে ৪ উইকেট দখল করে কৃতিত্ব দেখান..জবাবে ব্যাট করতে নেমে স্পিনার তান্নার মারাত্মক বেলিংয়ের মুখে ভিক্টোরিয়া ক্লাব মাত্র ৯৩ রানে অলআউট হয়ে গেলে আজাদ বয়েজ ৯৪ রানে জয়লাভ করে…ভিক্টোরিয়া ক্লাবের বাবলীর ৩৭ ও নাসেরের ২৭ রান সংগ্রহ ছিলো তুলে ধরার মত..

ঢাকার ক্রিকেটের এক সময়ের সেরা দলের একটি আজাদ বয়েজে ক্লাব প্রথম চ্যাম্পিয়ন ট্রফি জয়ের স্বাদ এনে দেয়ার পেছনেও মুখ্য ভুমিকা রাখেন সালাউদ্দিন..১৯৮০ মরসুমের স্বাধীনতা দিবস ক্রিকেটের সেমি ফাইনালে মোহামেডানের বিরুদ্বে দ্বিতীয় সর্বোচ ৪০ রান তুলে দলকে ফাইনালে টেনে তুলতে সাহায্য করেছিলেন সালাউদ্দিন…এরপর ফাইনালে চ্যাম্পিয়নের নায়ক যেন ছিলেন সালাউদ্দিন…দলের প্রয়োজন মহুর্তে অনবদ্য সর্বোচ ৫৭ রান করে দলকে ট্রফি জয়ের স্বাদ এনে দিতে বড় ভুমিকা রেখেছিলেন সালাউদ্দিনই…

…ফুটবলে সালাউদ্দিন মানেই আবাহনী..তেমনি আবাহনী মানেই সালাউদ্দিন এমনটাই যেন ছিলো একটা সময় ব্যাপক পরিচিত…সেই প্রিয় দল আবাহনীর বিরুদ্ধে ১৯৭৭ মরসুমের ক্রিকেট লীগ আসরে আজাদ বয়েজের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান সালাউদ্দিন একবার অল্পের জন্য শতরানের মুখ দেখতে পারেননি..তার ব্যাট থেকে এসছিলো ঝলমলে মনমাতানো ৯২রান…

No comments.

Leave a Reply